শুরু হলো Yamaha FZX ডেলিভারি

জানুয়ারি 21, 2024

শুরু হলো Yamaha FZX ডেলিভারি
ডেলিভারি নিতে আসা কেউ তার বন্ধুর সাথে এসেছেন কেউ এসেছেন পরিবার নিয়ে কেউবা তার প্রিয়তম স্ত্রীকে নিয়ে। এত জমকালো আয়োজন এর মাধ্যমে বাইক ডেলিভারি পেয়ে তারাও বেশ উচ্ছ্বাস প্রকাশ করছিলেন।

ইয়ামাহা বাইক প্রেমিকদের কাছে অন্যতম একটা ভালোবাসার ব্রান্ডের নাম। ব্রেকিং, কন্ট্রো্‌ কমফোর্ট এই তিনটা কে সমন্বয় করে ইয়ামাহার বেশ কয়েকটা মডেল বেশ জনপ্রিয়তা পেয়েছে বাইকারদের মাঝে। এফ জেড সিরিজটা এই জনপ্রিয় বাইকগুলোর মধ্যে অন্যতম।

জয়েন করুন ৬০ হাজারের বেশি বাইকারের গ্রুপ কিউরিয়াস বাইকার

এক জমকালো আয়োজনের এর মধ্য দিয়ে ACI Motors আজকে (21 jan 2024) এই সিরিজের এর FZX মডেল বাইকটি প্রায় ১০০ অধিক বাইকারদের মাঝে ডেলিভারি করলো ঢাকায়।

ডেলিভারি নিতে আসা কেউ তার বন্ধুর সাথে এসেছেন কেউ এসেছেন পরিবার নিয়ে কেউবা তার প্রিয়তম স্ত্রীকে নিয়ে। এত জমকালো আয়োজন এর মাধ্যমে বাইক ডেলিভারি পেয়ে তারাও বেশ উচ্ছ্বাস প্রকাশ করছিলেন।

আরো পড়তে পারেন

এবার আসেন এই বাইকটার দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে হালকা ধারণা নিয়ে নেই

সম্পূর্ণ নতুন ডিজাইন করা Yamaha FZ-X বাইকটি এখন দেশের মাটিতে। এটি দেখতে অনেকটা cafe racer বাইকের মত হলেও Yamaha এই বাইকটিকে crossover motorcycle মডেল হিসাবেই আখ্যায়িত করেছে। Neo-Retro design অনুসরণ করা এই বাইকটিকে naked standard বাইকও বলাযায়। তবে মডেল যাই হোক না কেন বাইকটির upright seating position একটা আরামদায়ক রাইডিং নিশ্চিত করবে এটি সত্যি। চলুন এই বাইকটির কিছু ভালো এবং খারাপ দিক নিয়ে আলোচনা করি।

  • বাইকটিতে 149cc, FI অর্থাৎ fuel injection system ইঞ্জিন ব্যবহৃত হয়েছে। যেটি Yamaha এর Blue core প্রযুক্তির।

  • Yamaha FZ-X বাইকটিতে disc-brake এর সাথে single-channel ABS অর্থাৎ anti-lock braking system দেওয়া হয়েছে। নিরাপদ ব্রেকিং এর ক্ষেত্রে বর্তমানে ABS একটি জনপ্রিয় প্রযুক্তি।

  • বাইকটিতে daytime running lights (DRL) সহ একটা ক্লাসিক ডিজাইনের BI-Functional LED headlight ব্যবহৃত হয়েছে। এই ধরনের অনন্য ডিজানই FZ-X বাইকটিকে দিয়েছে একটা ভিন্ন মর্যাদা।

  • বাইকটিতে যে full digital instrument console ব্যবহৃত হয়েছে তা Y-CONNECT APP এর মাধ্যমে smartphone এর সাথে যুক্ত করে Fuel consumption, Maintenance recommendation সহ বহু গুরুত্ত্বপূর্ণ তথ্যাদি দেখা যায়।

  • Yamaha FZ-X বাইকটিতে প্রসস্ত Block pattern Tyre এবং আরামদায়ক Two-level Seat রাইডিংকে আরো মসৃন করবে।

  • এছাড়াও বাইকটিতে LCD Meter, চমৎকার ডিজাইনের Under Cowl এবং Side stand engine cut-off switch এর মত সুবিধা রয়েছে।

  • অনেকটা উচ্চ মূল্য পরিসীমার এই বাইকটিতে Air-cooled ইঞ্জিনের পরিবর্তে Oil-cooled ইঞ্জিন ব্যবহৃত হলে কর্মক্ষমতার স্থিতিশীলতা আরো বাড়াবে।

  • এইধরনের প্রাইসের একটি বাইকে বর্তমানে তুমুল জনপ্রিয় upside down suspension সবাই প্রত্যাশা করে।

  • Yamaha FZ-X বাইকটিতে dual channel abs ব্যবহৃত হলে আরো ভালো হতো।

আরো পড়তে পারেন

Yamaha তাদের এই FZ-X মোটরসাইকেল মডেলটিতে 149cc, Air cooled, 4-stroke, SOHC, 2-valve ইঞ্জিন ব্যবহার করেছে। যেটি Maximum Power 9.1 kW (12.4PS) / 7,250 r/min এবং Maximum torque 13.3 N.m (1.4 kg f.m) / 5,500 r/min উৎপন্ন করতে সক্ষম। জ্বালানি সহ বাইকটির মোট ওজন 139 kg। এই বাইকটির জ্বালানি ধারন ক্ষমতা 10 L। Yamaha FZ-X বাইকটি সম্পর্কে অরো বিস্তারিত নিম্ন বিবরনীতে।