একদিনে জোড়া ধামাকা Yamaha R15 V4 ও R15M

অক্টোবর 08, 2023

একদিনে জোড়া ধামাকা Yamaha R15 V4 ও R15M
দেশের হাজার হাজার স্পোর্টস-বাইকপ্রেমীদের মন জয় করে নেওয়ার পর আজ নতুন অবতারে আত্মপ্রকাশ ঘটল Yamaha R15-এর। তাও আবার একটি নয়, সুপারস্পোর্টস বাইকটি দু’টি নতুন ভ্যারিয়েন্টে এসেছে – স্ট্যান্ডার্ড R15 V4 এবং স্পোর্টি লুকিং ও অ্যাডভান্সড R15M।

দেশের হাজার হাজার স্পোর্টস-বাইকপ্রেমীদের মন জয় করে নেওয়ার পর আজ নতুন অবতারে আত্মপ্রকাশ ঘটল Yamaha R15-এর। তাও আবার একটি নয়, সুপারস্পোর্টস বাইকটি দু’টি নতুন ভ্যারিয়েন্টে এসেছে – স্ট্যান্ডার্ড R15 V4 এবং স্পোর্টি লুকিং ও অ্যাডভান্সড R15M।

বাইক দুটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করে দেশের নামকরা বাইকিং গ্রুপ প্ল্যাটফর্ম এবং পোর্টাল। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এ সি এই মোটরস এর হেড অফিসের হলরুম বাইকারদের মিলন মেলা হয়ে ওঠে।

উদ্বোধনী অনুষ্ঠানে এ সি এই মোটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব সুব্রত রঞ্জন দাস বলেন বাইকগুলোর আপডেট যে ফিচার এবং কালার স্ক্রিম এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। বাইকগুলো আপনাদের হাতে তুলে দিতে আমরা কিছুটা সময় দেরি করেছি কারণ এর ফিচারগুলোর সাথে আমাদের সার্ভিস মেকানিক্সদের একটা সম্পর্ক তৈরি করতে হয়েছে। আমরা নতুন নতুন প্রযুক্তি কাস্টমারদের হাতে তুলে দেবার পাশাপাশি সেই প্রযুক্তির সর্বোচ্চ সেবা এবং সার্ভিস নিশ্চিত করি এবং সেই সাথে পার্টস অ্যাভেলেবেল করার পেছনেও গুরুত্ব দিয়ে থাকি।

এর পরে বাইকারদের সম্মানে জমকালো সাংকৃতিক অনুষ্ঠান ও ডিনার পরিবেশন করা হয়।

Yamaha R15 V4, R15M: নতুন কী আছে?

এতদিন ধরে টুইন পড হেডলাইট দেখেই বলে দেওয়া যেত, না, এটাই ইয়ামাহা আরওয়ানফাইভ। কিন্তু চতুর্থ প্রজন্মের মডেলে এই হেডলাইট সেটআপ পুরোপুরি বাদ পড়েছে। এর বদলে এসেছে নতুন এলইডি প্রজেক্টর হেডল্যাম্প৷ যার সঙ্গে শোভা বর্দ্ধন করছে এলইডি ডিআরএল।

এছাড়া ইয়ামাহা আরওয়ানফাইভ ভি৪-এর সবচেয়ে বড় হাইলাইট আপসাইড ডাউন বা ইউএসডি ফোর্কস৷ বহুদিন ধরেই বাইকটির সামনে ইউএসডি ফোর্কস দেওয়ার সওয়াল করে আসছিলেন ইয়ামাহাপ্রেমীরা। অবেশেষে তাদের কথা শোনা হয়েছে। এছাড়া নতুন ফেয়ারিং, নতুন ভাইজর, সাইড-স্ল্যাং এগজস্ট, এম-এয়ার ডাক্ট ডিজাইন, এবং স্টেপড-আপ সিট রয়েছে ইয়ামাহা আরওয়ানফাইভ ভি৪র বাইকে।

অন্য দিকে, ইয়ামাহা আরওয়ানফাইভ এম ভ্যারিয়েন্ট আরও স্পোর্টি ডিজাইন পেয়েছে। এতে নীল রঙের হুইলস, কার্বনের মতো পদার্থ দিয়ে তৈরি সিট কভার, সোনালী রঙের ব্রেক ক্যালিপার এবং অ্যানোডাইজড ব্লু ফোর্ক ক্যাপস রয়েছে।

কমন ফিচার হিসেবে মোটরসাইকেলগুলিতে সিঙ্গেল ডিস্ক ব্রেক (দুই চাকায়), ডুয়েল চ্যানেল এবিএস, এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আছে।