আগামী ২০ ও ২১ অক্টোবর ২০২৩ পর্যন্ত চলবে মোটর ফেস্ট, জিইসি কনভেনশন সেন্টার, জিইসি সার্কেল, চট্টগ্রাম এ। যেখানে থাকছে টেস্ট রাইড, জিমখান, বাইক স্টান্ট শো, কালচারাল ইভেন্ট এবং লাইভ ডিজে সহ নানান আয়োজন।
মোটরশো তে ইয়ামাহার স্টলে থাকছে ১০০০ সিসির R1M বাইক ডিসপ্লে সহ ইয়ামাহার সকল নতুন মডেলসমূহ, যেখান থেকে আপনারা খুব সহজেই টাচ-এন্ড-ফিল এক্সপিরিয়েন্স করেত পারবেন।
এছাড়াও স্টলের বাইরে থাকছে, ইয়ামাহা জিমখানা, এখানে ইয়ামাহার বাইক নিয়ে সবচাইতে কম সময়ের ভেতর জিমখানা কমপ্লিট করতে পারলে, প্রতি ঘণ্টায় বিজয়ীরা পাবেন আকর্ষণীয় টি-শার্ট এবং সারাদিন শেষে সবচাইতে কম সময়ের মধ্যে জিমখানা কমপ্লিট করা ১ম ও ২য় বিজয়ীর জন্য থাকছে SMK & Studds হেলমেট। জিমখানা চলবে সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।
বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে স্টান্ট শো এছাড়াও এর পাশাপাশি ইয়ামাহা স্টলে থাকছে লাইভ ডিজে শো।
ইয়ামাহার পাশাপাশি অন্যান্য ব্র্যান্ডগুলোও অংশগ্রহণ করছে এই চট্টগ্রাম মোটরশো তে। তাই আর দেরি না করে এখনি চলে আসুন এবং সরাসরি উপভোগ করুন মোটর ফেস্ট।