Curious Biker
মুলপাতাবাইকিং টিপসটেকনিক্যাল বিষয়বাইকের দামবাইক ব্র্যান্ডবাইকিং ভিডিওমোটরবাইক যন্ত্রাংশভ্রমণ গাইড
  • মুলপাতা
  • বাইকিং টিপস
  • টেকনিক্যাল বিষয়
  • বাইকের দাম
  • বাইক ব্র্যান্ড
  • বাইকিং ভিডিও
  • মোটরবাইক যন্ত্রাংশ
  • ভ্রমণ গাইড
  • ব্যবহারের শর্তাবলী
  • প্রাইভেসি নীতি

© 2025 কিউরিয়াসবাইকার. সর্বস্বত্ব সংরক্ষিত।

ওয়েবসাইটটি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করেছে গ্রাফল্যান্ড আইটি।

Version 0.2.3

Curiousbiker Facebook Group এ যোগ দিন

বাইক প্রেমীদের সাথে আলোচনা করুন এবং নতুন তথ্য জানুন

টেকনিক্যাল

যখন শক-এবসরভার পরিবর্তন করবেন

ডিসেম্বর 01, 2019
যখন শক-এবসরভার পরিবর্তন করবেন

আপনার শরিরের ওজন, বাইকের ওজন, সাথে খারাপ রাস্তার ঝাঁকুনির অত্যাচার সব কিছু মুখ বুঝে শয়ে যায় বাইকের শক এবসরভার।

যদিওবা এর মুখ নেই, থাকলে হয়ত দু-চারটে কটু কথা আপনাকে শুনতেই হত।

সাসপেনশন মূলত শক্তিশালী স্প্রিংয়ের তৈরি যা মোটরসাইকেলের চাকাকে ভূমির সঙ্গে আটকে রাখে এবং আরোহীকে ঝাঁকুনি থেকে বাঁচায়।

সাসপেনশন এর কোয়ালিটি বাইকের ধরন ভেদে হয়ে থাকে। সুপার স্পোর্টস বাইকের জন্য একরকম আবার কমিউটার বাইকের জন্য আরেক রকম।

বাইকের সাসপেনশন ভালো রাখতে নিয়মিত এর যত্ন নিতে হয়। তো চলুন এই সম্পর্কে সামান্য আলোচনা করা যাক…

প্রথমেই জেনে নেওয়া যাক কি কি কারনে বাইকের সাসপেনশন খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়

# খারাপ রাস্তায় চালালে
আপনি যদি নিয়মিত খারাপ রাস্তায় হাই স্পিডে বাইক চালান এটা যেমন বাইকের সাসপেনশনে অতিরিক্ত চাপ প্রয়োগ করবে পাশাপাশি বাইকের চেসিস এর সমস্যা হতে পারে। নিয়মিত খারাপ রাস্তায় উচ্চ গতিতে বাইক চালালে বাইকের স্বাভাবিক ব্যালেন্স নষ্ট হয়ে যায়।

# ওজন
নির্দিষ্ট ওজনের চাইতে বেশি ওজন নিয়ে বাইক চালালে সাসপেনশনে যে স্প্রিং থাকে, তার শক্তি কমে যায়। এতে সামান্য ঝাঁকিতেই চেসিস এর সাথে সাসপেনশন লেগে বাজে শব্দ করে।

# অসাবধানতা
বাইকের বেশির ভাগ পার্টস আমাদের পরিবর্তন করা লাগে অসাবধানতার কারনে। শুরু থেকে পরিচর্যা করলে দেখা জেত এই পার্টস আরো কিছুদিন চালানো যেত।

কিভাবে বুঝবেন আপনার বাইকের সাসপেনশন পরিবর্তন করতে হবে

বাইকের সাসপেনশনের একটা নির্দিষ্ট সময় থাকে, এর পরে এটা খারাপ হয়ে যাওয়া স্বাভাবিক। তবে এটা নির্ভর করে চালানোর ধরনের উপর। এই ভিন্নতার কারনে কারো টা আগেই নষ্ট হয়ে যায় আবার কারো টা এর বেশি সময় ধরে সার্ভিস দেয়।

ধরে নেওয়া হয় একটি সাসপেনশনের স্বাভাবিক আয়ু ১০,০০০ কিঃ মিঃ বা ২ বছর।

. যখন দেখবেন বাইক চালানোর সময় ঝাঁকুনি বেশি লাগছে। মানে আপনি যখন বাইক কিনেছিলেন সেই সময় থেকে বর্তমান সময়ে ঝাঁকুনির মাত্রা বেশি অনুভত হচ্ছে।

. সাসপেনশন কাজ করার সময় শব্দ হচ্ছে। মনে হচ্ছে কিছুতে বাড়ি খাচ্ছে।

. স্বাভাবিকের চেয়ে বেশি শক্ত বা নরম অনুভত হচ্ছে।

. বাইক কোন একপাশে বেশি হেলে যাচ্ছে।

. ভালো রাস্তায় আপনি ঝাকি অনুভব করছেন?

. ঝাকি খাবার পরে বা সাসপেনশন ডেবে জাবার পরে পুনরায় স্বাভাবিক অবস্থানে আসতে সময় নিচ্ছে।

প্রতিবার বার সার্ভিস এর সময় চেক করে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। সাসপেনশনের অয়েল লিক করছে কিনা? স্প্রিং এর ভাজে ভাজে ইট বা পাথরের কনা আটকে আছে কিনা? মাঝে মাঝে অন্য যানবাহনের চাকা থকে ছিটকে আসা কনা অনেক সময় স্পিরিং এর মাঝে আটকে যায়।

বাইক ভালো রাখতে এর পরিচর্যার কোন বিকল্প নেই।

শেয়ার করুন
সব লেখা দেখুন

সোশ্যাল মিডিয়া

প্রাসঙ্গিক লেখা

বাইকের ফুয়েল ট্যাংকে মরিচা: কারণ ও কার্যকর সমাধান

জুন 30, 2025

Bajaj Freedom 125 CNG বাইকের মাইলেজ কি সত্যি 330 কিমি?

জুলাই 08, 2024

ফ্রি সার্ভিস কেন নিব না

জানুয়ারি 09, 2024

বাইকের চাকা একদিকে হেলে পড়ে কেন

অক্টোবর 12, 2023

সাম্প্রতিক লেখা

শীতকালে কোন ইঞ্জিন অয়েল ভালো? মিনারেল নাকি সিনথেটিক – বাইকারদের জন্য সম্পূর্ণ গাইড (2025

নভেম্বর 25, 2025

হাজারো রাইডারের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইয়ামাহা বাইক কার্নিভ্যাল ২০২৫ | Yamaha Bike Carnival Bangladesh

নভেম্বর 12, 2025

Fuel Efficiency বাড়ানোর ৭টি উপায় – বাইকের মাইলেজ বাড়ানোর টিপস

নভেম্বর 04, 2025