MotoGP রেস সবারই কম বেশী পছন্দের একটি রেস। কিন্তু তার থেকেও বেশী পছন্দ করি মটোজিপি রেসারদের এবং তাদের রাইডিং কসটিউম, বুট এবং বাইকের ব্র্যান্ড। এইসবের মধ্যে আরো একটি আকর্ষণের জায়গা হলো রেসারের হেলমেটটি। সত্যি বলতে আমি নিজেই রেস দেখার সময় প্রত্যেকটা রাইডারের হেলমেটের দিকেই নজর দেই বেশী।
জয়েন করুন আমাদের গ্রুপে ক্লিক
মটোজিপি রেসারদের রাইডিং জ্যাকেট, বুট, গ্লাভস সব কিছুই অত্যন্ত উন্নত মানের হয়ে থাকে, তবে যেহেতু রেসটা অনেক ঝুকিপূর্ণ আর রেসারদের শরীরের সবচেয়ে সেন্সেটিভ অরগান হলো তাদের মাথা তাই তাদের মাথার সুরক্ষায় তারা কোনোরকম কার্পণ্য করেন না। ব্যাবহার করেন বিশ্বের নামীদামি সব হেলমেট। সেই সব হেলমেট নিয়েও আমাদের আগ্রহের কমতি নেই তাই আজকে আমরা পৃথিবীর সেরা ৫ টি হেলমেট ব্রান্ড নিয়ে জানার চেস্টা করবো যেগুলো মুলত ২০১৮ সালের মটোজিপিতে পার্টিসিপেট করেছিলো। মুলত সেফটি, ফিচার কম্ফোর্ট সবকিছুর সমন্বয়েই একটা হেলমেট ব্রান্ড সেরা হিসেবে বিবেচিত হয়।
1. AGV(Amisano Gino Valenza):
ইটালিয়ান ব্রান্ড। AGV হেলমেট ব্রান্ডের প্রতিষ্ঠাতার নাম (Gino Amisano) এবং শহর (Valenza) এর নামের প্রথম অক্ষর দিয়ে এজিভি এর নামকরন করা হয়। প্রতিষ্ঠা হয়েছিল ১৯৪৭ সালে। এছাড়া, আমরা এই নামটা আরও বেশী জানতে পেরেছি ৯ বারের বিশ্ব চ্যাম্পিয়ান Valentino Rossi'র কারনে। রসির মাথায় নিয়মিত এজিভি হেলমেট শোভা পেতো।
2. SHOEI:
জাপানিজ ব্রান্ড। এর প্রতিষ্ঠাতা Eitaro Kamata. কোম্পানি টি প্রতিষ্ঠা হয়েছিল ১৯৫৯ সালে। অবাক করা বিষয় হচ্ছে SHOEI হলো বিশ্বের প্রথম হেলমেট ব্রান্ড যারা হালকা কিন্ত মজবুত হেলমেট বানানোর জন্য সবার আগে কার্বন ফাইবার ইউজ করে। এছাড়া, কেভ্লার দিয়ে হেলমেট বানানোর ক্ষেত্রে তারাই প্রথম স্থান অর্জন করেছে। হেলমেটে ডাবল লাইনার ভেন্টিলেশানের টেকনোলোজিও তারাই প্রথম নিয়ে আসে।
3. KYT:
একমাত্র এশিয়ান ব্র্যান্ড যারা ২০১৮ সালে সেরা ৫ এর তালিকায় স্থান পেয়েছে। KYT ইন্দোনেশিয়ান ব্যান্ড। প্রতিষ্ঠাতা Eddy Tedjakusuma. মূলত “রেসিং আইডিয়া প্রোজেক্ট” এর অনুপ্রেরণা থেকেই KYT ব্র্যান্ডের প্রতিষ্ঠা করেছিলেন। PT TARA Group হচ্ছে বিশ্বের অন্যতম সবচেয়ে বড় হেলমেট ম্যানুফ্যাকচারার কোম্পানি যেখানে বছরে ২০ লাখ হেলমেট প্রোডাকশান করা হয়। এদের রয়েছে ৭৫০ জন কর্মচারী।
4.Arai :
জাপানীজ ব্র্যান্ড। প্রতিষ্ঠাতা Hirotake Arai এর নামানুসারে ব্র্যান্ডের নামকরণ করা হয়েছে। প্রতিষ্ঠা হয়েছিল ১৯২৬ সালে। এই কোম্পানির সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে তাদের প্রতিটা হেলমেট handmade. মোটো জিপির অনেক বিখ্যাত রাইডারের মুকুট হিসেবে Arai থাকে তার মধ্যে অধিকাংশের অতি পরিচিত রেসার Dani Pedrosa
5.Shark:
ফ্রান্সের কোম্পানি। প্রতিষ্ঠা হয়েছিল ১৯৮৬ সালে। তাদের সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে সর্বোচ্চ রিটেইল আউটলেটের মাধ্যমে প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করা। এছাড়া, ট্র্যাকের অনেক রাইডারের মাথায় দেখা যায় Shark Helmet.
6. Nolan:
নোলান হেলমেট হল মোটরসাইকেল হেলমেট শিল্পের একটি বিখ্যাত ব্র্যান্ড, যা তার উচ্চ মানের হেলমেট এবং রাইডার নিরাপত্তার প্রতিশ্রুতির জন্য ব্যাপক ভাবে সমাদৃত। ব্র্যান্ডটি তাদের হেলমেট নির্মাণে উন্নত উপকরণ এবং প্রযুক্তি ব্যবহার করে রাইডার সুরক্ষার উপর জোর দেয়। ইন্টিগ্রেটেড সান ভিজার, ব্লুটুথ কমিউনিকেশন সিস্টেম এবং উন্নত বায়ুচলাচল সিস্টেম রয়েছে এই হেলমেটটিতে।
এছাড়াও Scorpion, Bell, HJC, Nolan, MT, LS2 ইত্যাদিও বেশ জনপ্রিয় ব্রান্ড। এদের প্রত্যেকেরই নিজস্ব স্বকীয়তা রয়েছে। অন্য কোনোদিন সেগুলোর সম্পর্কেও জানাবো। কমেন্টে জানিয়ে দিন আপনার প্রিয় হেলমেট ব্রান্ড কোনটা এবং কেন?
সবসময় সার্টিফাইড হেলমেট পরে রাইড করার অনুরোধ জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি।