1.63 লক্ষ টাকায় লঞ্চ হল BS6 Suzuki Gixxer
May 31, 2020

Views
Shares
BS6 ভেরিয়েন্টে লঞ্চ হল Suzuki Gixxer 250 ও Gixxer SF 250। BS6 ভারতের বাজারে।
BS6 Suzuki Gixxer 250-এর দাম 1.63 লক্ষ টাকা। অন্যদিকে BS6 Gixxer SF 250 এর দাম 1.74 লক্ষ টাকা। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন মোটরসাইকেল ডেলিভারি শুরু হবে। ইতিমধ্যেই গোটা দেশে 50 শতাংশ ডিলারশিপে কাজ শুরু হয়েছে।
BS6 Suzuki Gixxer 250 ও Gixxer SF 250 তে রয়েছে 249cc ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 26 bhp শক্তি ও 22.2 Nm টর্ক পাওয়া যাবে। সঙ্গে রয়েছে সিক্স স্পিড ট্রান্সমিশন।
নতুন মোটরসাইকেলের লুকস ও ফিচারে কোন পরিবর্তন হচ্ছে না। এই দুই মোটরসাইকেলের সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে মনোশক সাসপেনশন থাকছে। দুটি মোটরসাইকেলেই 17 ইঞ্চি চাকা ব্যবহার করেছে জাপানের কোম্পানিটি। দুই চাকার সঙ্গেই ডিস্ক ব্রেক থাকছে।
তথ্য সুত্রঃ carandbike