2019 Suzuki Gixxer SF 155

জুলাই 12, 2019

2019 Suzuki Gixxer SF 155

সাম্প্রতিক সময়ে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে Suzuki Gixxer SF 155 বাইকটি। বেশ কিছু দৃষ্টি নন্দন পরিবর্তন আনা হয়েছে বাইকটিতে। চলুন সংক্ষেপে বাইকটি সম্পর্কে পরিচিত হই।

নতুন ডিজাইন

এই বাইকে সর্বপ্রথম যে পরিবর্তন টি আপনার চোখে পড়বে তা হল এর ডিজাইন। পুরনো বাইকের থেকে অনেক পরিবর্তন আনা হয়েছে। দেখতে আরো আকর্ষণীয় লাগছে এখন বাইকটিকে।

সামনের কিট, হেন্ডেল বার, ফুয়েল ট্যাংক বাইকের সিট, পিলিওনের সিট, টেইল ল্যাম্প সর্বোপরি সবখানেই রয়েছে নতুনত্তের ছোঁয়া।

নতুন নতুন ফিচার

নতুন ডিজাইনের সাথে সাথে নতুন নতুন ফিচার দেওয়া হয়েছে Suzuki Gixxer SF 155 বাইকটিতে। ইন্সটল করা হয়েছে full-LED headlamp ও LED tail lamp । সাথে আছে টার্ন সিগন্যাল ইন্ডিকেটর। instrument cluster টিকেও আপডেট করা হয়েছে।

ইঞ্জিন

নতুন এই বাইকটিতে ইন্সটল করা হয়েছে ১৫৫ সি সি fuel-injected, oil-cooled ইঞ্জিন। যেটা পাওয়ার প্রডিউছ করবে 13.9bhp, আর টর্ক 14Nm। নতুন এই বাইকটির ওজন ১৪৬ কেজি, যা পূর্বের তুলনায় প্রায় ৬ কেজি বেশি।

কালার

নতুন Suzuki Gixxer SF 155 লঞ্চ হয়েছে দুটি কালারে। একটি সম্পূর্ণ কালো ও অন্যটি কালো ও সিল্ভার কালার এর সমন্বয়ে।

নতুন এই বাইকটির দাম ধরা হয়েছে ১ লাখ ৯ হাজার রুপি। ধারনা করা হচ্ছে এই বাইকটি Xtreme 200S ও Yamaha YZF-R15 V3 এর প্রতিদ্বন্দ্বী হিসাবে বাজারে এসেছে।