2019 Yamaha R15 V3 Monster Energy MotoGP Edition Launching
August 24, 2019

Views
Shares
সল্প সময়ের ব্যবধানে ইন্ডিয়া ও বাংলাদেশে লঞ্চ হয়ে 2019 Yamaha R15 V3 Monster Energy MotoGP Edition
গতকাল সন্ধায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে লঞ্চ হয়ে বাইকটি। আজ থেকে স্টক থাকা পর্যন্ত বাংলাদেশের সকল ইয়ামাহার ডিলার পয়েন্টে বাইকটি পাওয়া যাবে বলে ACI Motors নিশ্চিত করেছে।
উক্ত অনুষ্ঠানে ACI Motors এর Executive Director জনাব সুব্রত রঞ্জন দাস বলেন...
ঠিক এই মাসেই ইন্ডিয়া তে লঞ্চ হয়েছে বাইকটি আর একি মাসেই আমরা বাংলাদেশে লঞ্চ করছি। আর এই অল্প সময়ে বাংলাদেশে লঞ্ছ করার অন্যতম অনুপ্রেরণা বাংলাদেশের বাইকগন। এই জন্য তিনি সকল বাইকদের ধন্যবাদ জানান।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ACI Motors Yamaha এর Business Manager জনাব রবিউল হক, বাংলাদেশে ইয়ামাহার মুখপাত্র জনাব কুমামত , বাংলাদেশে ইয়ামাহার ব্রান্ড এম্বাসেডর পিয়া জান্নাতুল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে স্বনাম ধন্য বাইকিং কমিউনিটির প্রতিনিধি।
বাইকটির বাজার মূল্য ধরা হয়েছে ৪,৯৫,০০০ টাকা। আগামি ৭ সেপ্টেম্বর এর আগে কিনলে পাবেন ৫,০০০ টাকা ডিস্কাউন্ট।