নতুন রঙ, ব্লুটুথ কানেক্টিভিটি সহ হাজির হল ইয়ামাহা ফ্যাসিনো

ফেব্রুয়ারি 25, 2023

নতুন রঙ, ব্লুটুথ কানেক্টিভিটি সহ হাজির হল ইয়ামাহা ফ্যাসিনো
এই প্রত্যেকটি স্কুটার বিএস6 এবং ওবিডি-2 নিয়ম মেনেই বাজারে প্রবেশ করেছে। নতুন ইঞ্জিন আপগ্রেডের পাশাপাশি এই তিন স্কুটারে নতুন কালার পেইন্ট এবং ইয়ামাহা ওয়াই কানেক্ট অ্যাপ ব্লুটুথ প্রযুক্তি পাওয়া যাবে।

একাধিক স্কুটারের নতুন এডিশন বাজারে আনলো ইয়ামাহা। ভারতে অফিশিয়ালি লঞ্চ হল ইয়ামাহা ফ্যাসিনো এবং ইয়ামাহা রে জেডআর। এর মধ্যে ফ্যাসিনো 125 কেবল একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে - এফআই হাইব্রিড। যেখানে রেজেডআর দুটি ভেরিয়েন্টে মিলবে - রেজেডআর 125 এফআই হাইব্রিড এবং রে-জেডআর স্ট্রিট 125 এফআই হাইব্রিড।

এই প্রত্যেকটি স্কুটার বিএস6 এবং ওবিডি-2 নিয়ম মেনেই বাজারে প্রবেশ করেছে। নতুন ইঞ্জিন আপগ্রেডের পাশাপাশি এই তিন স্কুটারে নতুন কালার পেইন্ট এবং ইয়ামাহা ওয়াই কানেক্ট অ্যাপ ব্লুটুথ প্রযুক্তি পাওয়া যাবে।

ভিডিওঃ--সার্ভিস সেন্টারে না গিয়ে নিজেই কার্বন ক্লিন করবেন যেভাবে

2023 ইয়ামাহা ফ্যাসিনো 125 এবং রেজেডআর 125 স্পেসিফিকেশন

নতুন স্কুটারগুলিতে 125 cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সঙ্গে ফুয়েল ইনজেকসন প্রযুক্তি থাকছে যা 8 বিএইচপি শক্তি এবং সর্বোচ্চ 10.3 এনএম টর্ক জেনারেট করতে পারে। এই স্কুটারে ওবিডি-2 সেন্সর থাকায় ইঞ্জিনের শারীরিক অবস্থা এবং পারফরম্যান্স রিয়েল টাইম যাচাই করা যাবে। সাসপেনশন রয়েছে টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার স্প্রিং।

এটির বেস ভেরিয়েন্টে সামনে ও পিছনে দু জায়গাতেই মিলবে ড্রাম ব্রেক। তবে প্রিমিয়াম ভেরিয়েন্টগুলিতে মিলবে ডিস্ক ব্রেক। স্কুটারের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে 5.2 লিটার এবং কার্ব ওয়েট 99 কেজি।

বিজ্ঞাপন ভিডিওঃ-- আসুন সচেতন হই দুর্ঘটনার আগে

2023 ইয়ামাহা ফ্যাসিনো 125 এবং রেজেডআর 125 ফিচার্স

এ হাইব্রিড স্কুটারে সংস্থার ওয়াই-কানেক্ট অ্যাপের মাধ্যমে (যা ব্লুটুথ এনেবেল) বিভিন্ন ফিচার্স অ্যাক্সেস করতে পারবেন যেমন - তেল খরচ, শেষ পার্কিং লোকেশন, স্কুটারে কোনও ম্যালফাংশন হলে তার তথ্য, ড্যাশবোর্ড এবং মেইনটেনেন্স এলার্ট।

এছাড়া এই স্কুটারে মিলবে আইপিএএস (ইন্টেলিজেন্ট পাওয়ার অ্যাসিস্ট সিস্টেম) যা এসএমজি (স্মার্ট মোটর জেনারেটর) ব্যবহার করে অতিরিক্ত থ্রাস্ট উত্পাদন করতে সাহায্য করে। অন্যদিকে 125 এফআই হাইব্রিড ইঞ্জিনে মিলবে অটোমেটিক স্টপ এবং স্টার্ট সিস্টেম যার সাহায্যে অতিরিক্ত তেল খরচ বাঁচাতে পারবেন। ব্রেকিংয়ের ক্ষেত্রে মিলবে কম্বি ব্রেকিং সিস্টেম।

ভিডিওঃ-- Lifan kpt 150 4v চায়না বাইক কাঁদায় নাকি হাসায় ?

ইয়ামাহা ফ্যাসিনো 125 এবং রেজেডআর স্কুটার

ফ্যাসিনো 125 এফআই হাইব্রিড -এর ডিস্ক ভেরিয়েন্টে এবার থেকে নতুন ডার্ক ম্যাট ব্লু রঙে পাওয়া যাবে। অন্যান্য রঙগুলির মধ্যে রয়েছে ভিভিড রেড, ইয়েলো ককটেল, সায়ান ব্লু, মেটালিক ব্ল্যাক, কুল ব্লু মেটালিক এবং ডার্ক ম্যাট ব্লু। থাকছে নতুন ব্ল্যাক এবং গোল্ডেন কালারের অ্যালয় হুইল।

ইয়ামাহা 125 স্কুটারের দাম

Ray ZR Street Rally 125 FI Scooter মডেলের মূল্য ২,৩৫,০০০ টাকা।

ভিডিওঃ--