5 mobile tips for motorcycle rider.

জুলাই 28, 2021

5 mobile tips for motorcycle rider.

বেক্তি জীবনে মোবাইল ফোন আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মোবাইল ফোন ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। আর রাইডার এর জন্য এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। ট্যুরে রাস্তার লোকেশান দেখা, ডেস্টিনেশানে অপেক্ষমাণ প্রিয় মানুষের সাথে যোগাযোগ রাখা ইত্যাদি নানা কারনে মোবাইল অনেক গুরুত্ব বহন করে।

একটু সুন্দর করে সাজিয়ে নিলে এই দরকারি জিনিসটা আরো সুন্দর করে ব্যাবহার করা যায়।

মোবাইলে বাবা মা এর নাম

বাবা মা আমাদের সকলেরি প্রিয়। আমরা আমাদের পিতামাতাকে আমাদের জিবনের চাইতেও অনেক বেশি ভালোবাসি। মানুষের স্বাভাবিক স্বভাব হচ্ছে যাকে সে সবচেয়ে ভালোবাসে তাকে সে একটু আলাদাভাবে নিজের জিবনে স্থান দিতে চায়। এর বহিঃপ্রকাশ এর একটা মাধ্যম হচ্ছে মোবাইলে সুন্দর ও আদুরে নাম দিতে তার তথ্য সেইভ করা।

আল্লাহ না করুন আপনি কোন বিপদে পড়লেন, কিন্তু আপনার আম্মু বা আব্বুর নাম্বার সরাসরি বাবা/মা না হলে আদুরে কোন নামে সেইভ করা, বলুন একবার কি রকম ঝামেলা হতে পারে?

রাইডের সময় ( অন্তত লং ট্যুর এ ) আপনাকে এটা পরিহার করতে হবে। জেন ইমারজেন্সিতে আপনার ফোন থেকে আপনার তথ্য অন্যকেউ নিয়ে আপনার আপনজন দের সাথে যোগাযোগ করতে পারে।

মোবাইলে বিরোক্তিকর এসএমএস অফ

ধরেন আপনি একটা লম্বা ট্যুরে আছেন। মোবাইল ফোনে একটা গুরুত্ব পূর্ণ তথ্য আসার কথা। একটু পর পর এসএমএস আসছে আর আপনি বাইক থামিয়ে চেক করছেন। প্রতিবারি ধোকা, যে এসএমএস আসার কথা তা না এসে আসছে মোবাইল ফোন অপারেটরদের প্রমোশনাল এসএমএস। বলেন কেমন লাগবে আপনার?

আপনি চাইলে কিন্তু এই বিরক্তিকর এসএমএস আসা বন্ধ করে দিতে পারেন।

মোবাইল ফোনে অপারেটরদের প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে ডু নট ডিস্টার্ব বা ডিএনডি সেবার কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

গ্রামীণফোনের *১২১*১১০১#, বাংলালিংক *১২১*৮*৬# এবং রবি ও এয়ারটেল *৭# ডায়াল করে সেবাটি চালু ও বন্ধ করতে পারেন।

অদরকারি এপ্স গুলা স্টপ করে রাখা

এখনকার স্মার্ট ফোন গুলো বেশ সমৃদ্ধ। অনেক তথ্য একসাথে সংরক্ষন করা যায়। কিন্তু এই স্মার্ট ফোন গুলোর একটা বড় সমস্যা হচ্ছে, চার্জ। এই সমস্যা সমাধানে আপনি পাওয়ার ব্যাংক ব্যাবহার করতে পারেন। কিন্তু সবজায়গায় বা সবসময় পাওয়ার ব্যাংক বহন করাও ঝামেলা। তাহলে …?

একটা ছোট্ট সমাধান বলে দিচ্ছি, যেটা মেনে চললে আপনার ফোন স্বাভাবিকের চেয়ে প্রায় দিগুন বেশি সময় ধরে সচল থাকবে।

স্মার্ট ফোনের বেশির ভাগ এপ্সই ২৪/৭ দিন সচল থাকে বা ইন্টারনেট সংযোগ পেলেই চালু হয়ে যায়। এর অনেক গুলোই হয়ত আপনি রেগুলার ব্যাবহার করেন না। আপনি যেটা করবে তা হলো শুধুমাত্র দরকারি এপ্স গুলো ছাড়া বাকিগুলা স্টপ করে রাখবেন সেটিং থেকে। পরে আপনার দরকার হলে আবার চালু করবেন। আপনার ফোন এই সেটিং না থাকলে আপনি সেকেন্ডারি এপ্স এর সাহায্য নিতে পারেন।

মোবাইল লক কোড মানিবেগ এর বড় করে লিখে রাখা

মোবাইলে আমাদের অনেক বেশি বেক্তিগত তথ্য থাকে। আর এই তথ্যকে নিরাপদ রাখতে আমরা বেশ কঠিন করেই ফোনে লক সাজাই। কিন্তু রাইডে বা ট্যুরে গেলে আপনাকে এটা করা চলবে না। সবচেয়ে ভালোহয় ফোনের লক ওপেন করে দেওয়া, তা সম্ভব না হলে এই লক বড় করে আপনার মানিব্যাগএ লিখে রাখবেন।

জেন যে কোন ইমারজেন্সি দরকারে মানিব্যাগ থেকে অন্যকেউ এই তথ্য ব্যাবহার করে আপনার ফোন কাজে লাগাতে পারে।

3g/4g সেটিং

আমি ট্যুরে সবচেয়ে বেশি এই সমস্যাটি ফেইস করেছি। দেখা যাচ্ছে একজায়গায় নেটওয়ার্ক আছে তো অন্য যায়গায় সোনার হরিন।

এই সমস্যা থেকে বাঁচতে আপনি আপনার ফোনের একটি সিম শুধু মাত্র 2G করে রাখুন ও অন্যটা 3G/4G ।