TVS Apache RTR 160 নাকি Bajaj Pulsar 150

সেপ্টেম্বর 11, 2022

TVS Apache RTR 160 নাকি Bajaj Pulsar 150
সম্প্রতি বাজারে Apache রেঞ্জের (2022) মোটরবাইক লঞ্চ করেছে টিভিএস মোটর (TVS Motor)। যার মধ্যে রয়েছে আপডেটেড TVS Apache RTR 160। একাধিক নতুন ফিচার্স এবং নতুন স্টাইলিং আপগ্রেডের সাথে লঞ্চ হয়েছে বাইকটি। বাজারে যার অন্যতম প্রতিপক্ষ Bajaj Pulsar 150। বাইক দু’টি এখন থেকেই একে অপরকে পেছনে ফেলার প্রতিযোগিতায় শামিল হয়েছে। আসুন Apache RTR 160 ও Pulsar 150-এর মধ্যে তুলনা দেখে নেওয়া যাক।

সম্প্রতি বাজারে Apache রেঞ্জের (2022) মোটরবাইক লঞ্চ করেছে টিভিএস মোটর (TVS Motor)। যার মধ্যে রয়েছে আপডেটেড TVS Apache RTR 160। একাধিক নতুন ফিচার্স এবং নতুন স্টাইলিং আপগ্রেডের সাথে লঞ্চ হয়েছে বাইকটি। বাজারে যার অন্যতম প্রতিপক্ষ Bajaj Pulsar 150। বাইক দু’টি এখন থেকেই একে অপরকে পেছনে ফেলার প্রতিযোগিতায় শামিল হয়েছে। আসুন Apache RTR 160 ও Pulsar 150-এর মধ্যে তুলনা দেখে নেওয়া যাক।

TVS Apache RTR 160 vs Bajaj Pulsar 150 ডিজাইন

Apache RTR 160-এর হেডল্যাম্প ও টেললাইটের ডিজাইন পরিবর্তন করেছে টিভিএস। এছাড়া, নতুন গ্রাফিক্স এবং কালার অপশন পেয়েছে বাইকটি। এদিকে বেশ কয়েক বছর যাবৎ Pulsar 150 বড়সড় কোনও আপডেট পায়নি। এখনও বাইকটি উল্ফ আই হ্যালোজেন হেডল্যাম্প ডিজাইন এবং অ্যাঙ্গুলার টেল ল্যাম্প সহ বাজার দাপাচ্ছে। প্রতি বছর নয়া আপডেট বলতে কেবলমাত্র নতুন পেইন্ট স্কিম দেওয়া হয়েছে এতে।

আরো পড়ুন

TVS Apache RTR 160 vs Bajaj Pulsar 150 স্পেসিফিকেশন

Bajaj Pulsar 150-তে রয়েছে একটি ১৪৯.৫ সিসি DTS-i ইঞ্জিন, যা থেকে ৮,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১৪ পিএস শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ১৩.২৫ এনএম টর্ক উৎপন্ন হয়। এতে উপস্থিত ৫-স্পিড গিয়ারবক্স। অন্যদিকে TVS Apache RTR 160-এ উপস্থিত ১৫৯.৭ সিসি ইঞ্জিন থেকে ৮,৭৫০ আরপিএম গতিতে ১৬.০৪ পিএস শক্তি এবং ৭,০০০ আরপিএম গতিতে ১৩.৮৫ এনএম টর্ক পাওয়া যায়। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৫-স্পিড গিয়ারবক্স।

TVS Apache RTR 160 vs Bajaj Pulsar 150 ফিচার্স

ফিচারের প্রসঙ্গে বললে TVS Apache RTR 160-তে দেওয়া হয়েছে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি এবং একাধিক রাইডিং মোড। অন্যদিকে Bajaj Pulsar 150 রয়েছে অ্যানালগ ট্যাকোমিটার সহ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। স্পষ্ট তেই বোঝা যাচ্ছে ফিচারের নিরিখে RTR 160-র তুলনায় Pulsar 150 অনেকটাই পিছিয়ে।

TVS Apache RTR 160 vs Bajaj Pulsar 150 দাম

TVS Apache RTR 160 Price List;

Apache RTR 160 (DD) Tk.204,900

Apache RTR 160 (SD) Tk.176,900

Bajaj Pulsar 150 Twin Price List;

Pulsar 150 Twin Disc Tk.192,500.00

Pulsar 150 Single Disc Tk.184,000.00

Pulsar 150 Twin Disc ABS