ACI motors will officially launch Yamaha XSR 155

ফেব্রুয়ারি 02, 2021

ACI motors will officially launch Yamaha XSR 155

সাম্প্রতিক সময়ে Cafe Racer বাইকের প্রতি বাংলাদেশের গ্রাহকদের আকর্ষণ বাড়ছে। আর এই মার্কেট এর কথা চিন্তা করে অগোছালো ভাবে কিছু বাইক আসলেও প্রিমিয়াম ক্যাটাগরির Cafe Racer বাইকের কোন authorised বাইক পরিবেশক কোম্পানি ছিল না।

Cafe racer সেগমেন্ট এর Yamaha XSR 155 এই বাইকটির বেশ ভালো গ্রাহক চাহিদা আছে বাংলাদেশে। বাংলাদেশে মুলত ইয়ামাহার একক পরিবেশক ACI Motors. শোনা যাচ্ছে খুব শিগ্রি ACI Motors এই বাইকটি বাজারে ছাড়তে যাচ্ছে।

দাম কত হতে পারে, কোন দেশি ভার্সন আসবে, কিভাবে পাবেন তা নিয়েই আজকের আলোচনা

চলুন দেখেনেই Yamaha XSR 155 বাইকটির মূল বৈশিষ্টগুলো।

  • Yamaha XSR 155 ঢাকা শহরের মত জায়গায় বেশ উপযুক্ত হবে।

  • Yamaha XSR 155 বাইকটি মূলত একটি ‘Sport Heritage’ বাইক, যেটির ডিজাইন XSR 700 এবং XSR 900 এর মতই।

  • এ বাইকটি মূলত Yamaha MT-15 মোটরসাইকেল মডেলের উপর ভিত্তি করে তৈরি একটি Cafe Racer ধরনের বাইক।

  • Yamaha XSR 155 বাইকটিতে রয়েছে Dual Channel ABS, যা নিরাপদ রাইডিং এর অত্যান্ত সহায়ক।

  • রাইডার অত্যান্ত আরামদায়ক এবং যথাপযুক্ত পজিশনে থেকে বাইকটিকে নিয়ন্ত্রন করতে সহজ হবে।

এক নজরে দেখে নেওয়া জাক এর স্পেসিফিকেশন

  • বাইকটিতে 155.1 সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা একক সিলিন্ডার, লিকুইড কুল্ড, এফআই (জ্বালানী ইনজেকশন) ইঞ্জিন।

  • এই ইঞ্জিনের সর্বোচ্চ শক্তি 19.3 HP @ 10,000 rpm, সর্বাধিক টর্ক 14.7 NM @ 8500 rpm।

  • এই বাইকটিতে 6 গতির ম্যানুয়াল গিয়ার রয়েছে।

  • ধারনা করা হচ্ছে এই বাইকের সর্বাধিক গতি ১৪৫ কিলোমিটার প্রতি ঘন্টায়।

  • এটির জ্বালানীর ট্যাঙ্কের ক্ষমতা 10 লিটার এবং আশা করা যায় যেহেতু এফআই ইঞ্জিন, এর মাইলেজ প্রায় 40 কিলোমিটার প্রতি লিটারে পাওয়া যাবে।

বিরহের খবর হল বাইকটি এখনই আপনি ACI Authorised শোরুমে পাবেন না। ধারনা করা যাচ্ছে খুব শিগ্রি Yamaha XSR 155 Thailand Version এর প্রি-বুকিং নেওয়া শুরু করবে ACI.

বাইকটির আনুমানিক দাম হতে পারে ৫,৫০,০০০ টাকা।

বাইকটি বাজারে আসলে জাপানী মোটরসাইকেল ব্রান্ড Yamaha বাংলাদেশে তাদের বহরে আরো একটি নতুন বাইক সংযোজন হবে। যেটি Yamaha XSR সিরিজের সর্বকনিষ্ঠ। এটি একটি Cafe Racer Motorcycle। বাংলাদেশে এ ধরনের মোটরসাইকেল একেবারেই বিরল।