Biker, Mobile Phone & Promotional sms

এপ্রিল 26, 2021

Biker, Mobile Phone & Promotional sms

ধরেন আপনি একটা লম্বা ট্যুরে আছেন। মোবাইল ফোনে একটা গুরুত্ব পূর্ণ তথ্য আসার কথা। একটু পর পর এসএমএস আসছে আর আপনি বাইক থামিয়ে চেক করছেন। প্রতিবারি ধোকা, যে এসএমএস আসার কথা তা না এসে আসছে মোবাইল ফোন অপারেটরদের প্রমোশনাল এসএমএস। বলেন কেমন লাগবে আপনার?

নকল বাইক সম্পর্কে কি বলছে এসিআই?

এখন বেশির ভাগ মোবাইল ফোন ব্যাবহার কারি একসাথে ২ টা সিম ব্যাবহার করেন। ধরুন প্রতিদিন ৫ টা করে মোবাইল ফোন অপারেটরদের প্রমোশনাল এসএমএস আসলে দিনে ১০ টা আর মাসে ৩০০ টা। তাও যদি কোন দরকারি এসএমএস আসতো?

বাইক চালানোর সময় এটা তো বিরোক্তির সাথে স্বাভাবিক সময়েও এটা খুব বিরক্তির।

বাইক ভালো রাখবে যে ৫ টী কাজ

Yamaha YZF R1M

এটা নিয়ে প্রচুর অভিযোগ যেত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তে। সম্প্রতি তারা এক জুগান্ত কারি পদক্ষেপ নিয়েছে।

পুরাতন বাইক কিনবেন, কি কি চেক করবেন? 

মোবাইল ফোনে অপারেটরদের প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে ডু নট ডিস্টার্ব বা ডিএনডি সেবার কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

Hero Thriller or Extreme 160r Full Review || First Impression || ভালো এবং খারাপ দিক

গত ২৪ এপ্রিল , ২০২১ শনিবারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে বিস্তারিত জানিয়ে গণমাধ্যমে তা প্রচারের কার্যক্রম শুরু করেছে সরকারের এ নিয়ন্ত্রক সংস্থাটি।

Motorcycle Registration Paper in Bangladesh

বিটিআরসি জানায়, মোবাইল অপারেটরদের নিত্যনতুন সেবা সম্পর্কে জানতে প্রমোশনাল এসএমএস বা ক্যাম্পেইন সহায়ক ভূমিকা পালন করে। তারপরও ক্ষেত্রবিশেষে গ্রাহকের কাছে এসব বিরক্তিকর বলে প্রতীয়মান হয়। তাই, গ্রাহকরা যেন এসব বন্ধ করতে ‘ডু নট ডিস্টার্ব’ সেবাটি নেন।

বাইকের চাকা একদিকে টানে কেন?

বিটিআরসি জানায়, বেশ কয়েক বছর আগেই গ্রাহকের জন্য এসব এসএমএস বন্ধের অপশন রাখতে অপারেটরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু গ্রাহকরা এ বিষয়ে সেবা বন্ধের বিষয়টি জানতেন না।

Motorcycle Mileage problem

‘ডু নট ডিস্টার্ব বা ডিএনডি’ সেবাটি যেন গ্রাহকরা নেন সেজন্য সচেতনতা তৈরি করতে প্রচারণা শুরু করেছে বিটিআরসি।

Motorcycle Timing Chain Problem

প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে গ্রাহকরা গ্রামীণফোনের *১২১*১১০১#,

বাংলালিংক *১২১*৮*৬# এবং

রবি ও এয়ারটেল *৭# ডায়াল করে সেবাটি চালু ও বন্ধ করতে পারেন।

ধন্যবাদ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কে এই রকম একটি সময় উপযোগী সিধান্ত গ্রহনের জন্য।