Covid-19 and Biker Activity in Bangladesh

মে 30, 2020

Covid-19 and Biker Activity in Bangladesh

বাংলাদেশ মোটর বাইক নিয়ে গ্রুপ ভিত্তিক কার্যক্রমের শুরু মূলত এক যুগ আগে থেকে। কিন্তু গ্রুপগুলোর সংখ্যা এবং সেইসাথে মোটরসাইকেল কেন্দ্রিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে ২০১৪ সাল থেকে।

কিন্তু বর্তমান বাইকিং গ্রুপগুলোর কার্যক্রম আর শুধুমাত্র মোটরবাইক কেন্দ্রিক নয়। কোন কোন ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা থেকে অনেক বাইকিং গ্রুপ প্রশংসনীয় কাজ করে যাচ্ছে।

২০১৮ সালের শুরুর দিকে যাত্রা করা এরকম একটি বাইকিং গ্রুপের নাম হল Yamaha Riders Club – Bangladesh (YRC.BD)। যা এখন প্রায় ৪৬ হাজার এর একটি পরিবার।

ইয়ামাহা বাইক ব্যাবহার কারীদের সাথে তাদের যেমন সখ্যতা, তেমনি সখ্যতা রয়েছে অন্য ব্রেন্ডের বাইক ব্যাবহার কারীদের সাথে।

উদ্যমী ও তারুণ্য নির্ভর এই গ্রুপের কার্যক্রম সত্যিই চোখে পরার মত। অন্য বাইকিং গ্রুপগুলোর মত বাইক রাইড, টুর, গেট টুগেদার, বাইক রিলেটেড সমস্যা নিয়ে আলোচনা, চা চক্র এগুলোর পাশাপাশি দেশের ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে বিভিন্ন সময়ে ব্যতিক্রমী মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

এই তো বেশ কিছুদিন আগে তারা রাইডিং ফিয়েস্তা নামে পৃথিবীর সর্ব বৃহৎ সুমুদ্র সৈকতে সারা দেশের প্র্যায় সকল ব্র্যান্ডের বাইক ব্যাবহার কারীদের নিয়ে করে জমকালো এক আয়োজন।

পাশাপাশি তাদের সাম্প্রতিক কাজগুলো অনুকরণীয় হতে পারে অন্য বাইকিং গ্রুপ গুলোর জন্য।

বিশ্বব্যাপী করনা মহামারীর প্রভাব পড়েছে আমাদের দেশ বাংলাদেশেও। করণা কালীন এই সময়ে (YRC.BD) কার্যক্রম প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে। এরকমই কিছু কার্যক্রমের খন্ড চিত্র তুলে ধরা হলো। উদ্দেশ্য অন্য বাইকিং গ্রুপ গুলোকে উতসাহ দেওয়া।

বরাবরের মত ইয়ামাহা বাইকার দের প্রতি সংবেদনশীল। বাইকার দের খুঁটিনাটি বিষয়ে ইয়ামহা তাদের ছাপ রাখতে চায়। এরি ধারাবাহিকতায় বাইকার দের বিভিন্ন প্রয়োজনে সবপ্রনোদিত হয়ে পাশে থাকতে চেস্থা করে। তাই করোনা কালীন সময়ে শুরুর দিকে বাইকারদের নিরাপদ রাখতে সুরক্ষা উপকরণ বিতরণ করে এ সি আই মটস, ইয়ামাহা।

]

]

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে ফরিদপুর, চট্টগ্রাম, রাজবাড়ী, বরিশাল, মাদারীপুর, কুমিল্লা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জয়পুরহাট, যশোর, মানিকগঞ্জ, খুলনা, ঝালকাঠি, টাঙ্গাইল, ঢাকা সহ পুরো দেশ ব্যাপী প্রায় ২০০০ ব্যাগ উপহার সামগ্রি বিতরণ করে ইয়ামাহা রাইডার্স ক্লাব।

তাদের এই মহান কাজে স্বেচ্ছাসেবক এর ভুমিকায় পাশে থেকে সমান ভাবে সহযোগিতা করেছেন স্ব স্ব এলাকার গণ্যমান্য বেক্তিবর্গ ও সধারন মানুষ।

\

বরিশাল ইয়ামাহা রাইডার্স ক্লাব থেকে সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে তাদের মাঝে ঈদ উপহার বন্টন করা হয়েছে।

মাদারীপুর ইয়ামাহা রাইডার্স ক্লাব, পাকদীর এক মাদ্রাসার এতিম বাচ্চাদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে তাদের মাঝে ঈদ উপহার বন্টন করে।

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ধান কাটার মৌসুমে কৃষকের পাশে এসে দাঁড়িয়েছেন ইয়ামাহা রাইডার্স ক্লাব, কুমিল্লা। এসিআই মটরস লিমিটেডের সহায়তায় অত্যাধুনিক রিপার মেশিন দিয়ে দিনব্যাপী কৃষকদের ধান কাটায় সাহায্য করেন তারা।

Yamaha Riders Club – Bangladesh (YRC.BD) এর এডমিনদের সাথে কথা বলে জানাগেল এই রকম সামাজিক আরো কিছু কার্যক্রম তারা হাতে নিয়েছেন। খুব শীঘ্রই তারা এই গুলো শুরু করতে যাচ্ছে।

কিউরিয়াস বাইকার এর পক্ষ থেকে ইয়ামাহা রাইডার্স ক্লাব এর প্রতি রইলো অনেক অনেক শুভ কামনা।