Dhoni motorcycle collection

জুলাই 24, 2020

Dhoni motorcycle collection

ক্রিকেটের বাইরে মহেন্দ্র সিং ধোনি আর যে বিষয়গুলির জন্য আলোচনায় উঠে আসেন, তার অন্যতম হল তাঁর গাড়ি এবং মোটর বাইকপ্রীতি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক খেলার মাঠের পাশাপাশি গাড়ি ও বাইক সংগ্রহের দিকেও যথেষ্ট সময় দেন। আইসিসি বিশ্বকাপ ২০১৯ শেষ হওয়ার পর সংবাদ মাধ্যমে উঠে এসেছে তাঁর অবসর নেওয়ার জল্পনা। তবে এ কথা বলাই বাহুল্য, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাঁর এই বাইক-অনুরাগ কিন্তু নতুন উদ্যম পেতে পারে। আসুন তাঁর গ্যারেজের কয়েটি স্ট্রাইকিং মোটরবাইকের দিকে এক ঝলক নজর ফেলা যাক-

কাওয়াসাকি নিনজা এইচ২

২০১৫ সালের এপ্রিলে ধোনি কিনেছিলেন কাওয়াসাকি নিনজা এইচ২। ভারতে এই বাইকের প্রথম ক্রেতা তিনিই!

কনফেডারেট এক্স১৩২ হেলক্যাট

সীমিত সংখ্যক কনফেডারেট এক্স১৩২ হেলক্যাট ভারতের বাজারে ছেড়েছিল সংস্থা। ধোনি কিনেছিলেন ৬০ লক্ষ টাকায়।

কাওয়াসাকি নিনজা জেডএক্স ১৪ আর

জাপানি বাইক নির্মাতা সংস্থা কাওয়াসাকির সব থেকে দামি মডেলগুলির মধ্যে অন্যতম কাওয়াসাকি নিনজা জেডএক্স ১৪ আর।

ইয়ামাহা আরডি৩৫০

হাজারো স্মৃতি! ধোনির প্রথম বাইক ইয়ামাহা আরডি৩৫০। কিনেছিলেন মাত্র সাড়ে চার হাজার টাকায়।

হারলে ডেভিডসন ফ্যাটবয়

আমেরিকায় তৈরি এই বাইকটি নিয়ে ধোনিকে প্রকাশ্যে দেখা যায় প্রায়শই। পছন্দের তালিকায় অন্যতম।

বিএসএ গোল্ডস্টার

ভিন্টেজ বিউটি। ৫০০ সিসির বিএসএ গোল্ডস্টার ধোনির গ্যারেজে সুরক্ষিত।

নরটন জুবিলি ২৫০

১৯৫৮ সালের মডেল। নরটন জুবিলি ২৫০ ধোনি কিনেছিলেন ২০১৪ সালের অক্টোবর মাসে।

হিরো মোটোকর্প ক্যারিজমা জেএমআর

ওয়ান ডে সিরিজের ম্যান অব দ্য সিরিজ পুরস্কার হিসাবে পেয়েছিলেন এই হিরো মোটোকর্প ক্যারিজমা জেএমআর-টি।

ইয়ামাহা এফজেড১

আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলার সময় ধোনিকে এই ইয়ামাহা এফজেড১ চালাতে দেখা গিয়েছে একাধিকবার।