Evaly, ACI Motor’s, YAMAHA

এপ্রিল 20, 2021

Evaly, ACI Motor’s, YAMAHA

বাংলাদেশ ইয়ামাহা ব্র্যান্ডের বাইক এর একমাত্র পরিবেশক বা ডিস্ট্রিবিউটর এসিআই মটরস।

বাইকিং ইন্ডাস্ট্রিতে এসিআই মটরস যেমন একটি সুপরিচিত এবং জনপ্রিয় একটা নাম তেমনি এসিআই মটরস এর কার্যক্রম অপছন্দ করেন এরকম বাইক প্রেমি ও বাইকারের সংখ্যাও নেহায়েত কম নয়।

2016 সালে বাইক নিয়ে এসিআই মটরস এর যাত্রা শুরু হলেও সময় সময়ে বাইক সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে বেশ আলোচনায় থেকেছে সব সময়।

কেমন মেয়ে রাইডার কে ডেট করবেন?

ইতিবাচক এবং নেতিবাচক বিভিন্ন ইস্যু নিয়ে এসিআই মটরস বেশ আলোচনায় ছিল বাইকিং কমিউনিটিতে তথা বাইকারদের মধ্যে।

অন্যদিকে ই-কমার্স পাড়ায় বেশ আলোড়ন ফেলে দেওয়া ইভ্যালি বেশ উত্তাপ ছড়াচ্ছে। শুরু থেকেই অবিশ্বাস্য কিছু ছাড়ে ইভ্যালি বিভিন্ন ব্র্যান্ডের মোটরবাইক সরবরাহ করে আসছে ।

বাইকের চাকা একদিকে টানে কেন?

যেহেতু ইয়ামাহা একটা জনপ্রিয় ব্র্যান্ড বাংলাদেশ এবং এটার একমাত্র ডিস্ট্রিবিউটর এসিআই মটরস, সুতরাং ইভ্যালিতে ইয়ামাহা বাইকের ছাড় দেবার শুরু থেকেই এসিআই মটরস এর নামটি চলে আসছে।

শুরুর দিকেই ইভ্যালি এসিআই মটরস এর অথরাইজ ডিস্ট্রিবিউটর থেকে বাইক সংগ্রহ করলেও 2020 সালের জুন মাসের 1 তারিখ এসিআই মটরস এর অথরাইজ ফেসবুক পেজ থেকে নোটিশ করে জানানো হয়েছে এখন থেকে তারা আর ইভ্যালি সাথে নেই।

পরবর্তীতে ইভ্যালি হাফসা মার্ট এর সাথে সংযুক্ত হয়ে ইয়ামাহা বাইক বিপণন শুরু করে।

হয়তো এই বিষয়ে তারা অফিশিয়ালি নতুন কোন বার্তা খুব শীঘ্রই দিবে।

এসিআই মটরস এর এক কর্মকর্তা আমাদেরকে আনঅফিশিয়ালী জানান।

ইভ্যালি বা গ্রে মার্কেট এর বাইক পরিবেশকদের অধিকাংশরই পরিপূর্ণ সার্ভিস সুবিধা নেই যার দরুন একটা বড় অংশের বাইকার এসিআই অথোরাইজ সার্ভিস সেন্টারে ভিড় করছেন। যেহেতু তাদের বিজনেস পলিসি তে তাদের শোরুম ব্যতিরেকে অন্য কোন বাইক সার্ভিস করার সুযোগ নেই সুতরাং তারা সবসময়ই এই সকল বাইক গুলোকে সার্ভিস দিতে অপারগতা প্রকাশ করছে।

Disk Brake তাড়াতাড়ি ক্ষয়ে যায় কেন?

এসিআই অথোরাইজ ছাড়া বাইরে থেকে ক্রয় করা অধিকাংশ কাস্টমাররা ই এই তথ্যটি না জানার কারণে তারা এসিআই অথোরাইজ সার্ভিস সেন্টার এসে বিভিন্ন প্রশ্নবাণে জর্জরিত করছেন।

বিভিন্ন সময় তারা সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য জায়গায় এটা নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন যেটা এসিআই মটরস এর ব্র্যান্ড ভ্যালু কে ক্ষতিগ্রস্ত করছে বলে তারা মনে করছেন।

বাইক ওয়াসের সময় লক্ষনিয়

আর এই সকল দিক বিবেচনা করেই এসিআই মটরস এর পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

১৯৫৫ সালে জাপানে প্রতিষ্ঠিত বিশ্বের শীর্ষস্থানীয় মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইয়ামাহা এর বাংলাদেশে ২০১৬ সালে ইয়ামাহার পরিবেশক হয় এসিআই মোটরস। তারা গাজীপুরের শ্রীপুরে একটি কারখানাও করেছে যেখানে ইয়ামাহার মোটরসাইকেল সংযোজন ও উৎপাদন হয়। এই কারখানায় কারিগরি সহায়তা দিচ্ছে ইয়ামাহা।

ব্যাকফায়ার কি ?

উকিল নোটিশে এসিআই মোটরস বলেছে, ২০১৬ সালের ৫ জুন থেকে এসিআই মোটরস ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেলের একমাত্র পরিবেশক। সেই থেকে একমাত্র এসিআই মোটরস ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল আমদানি, সংযোজন, উৎপাদন, বিপণন, মজুতকরণ এবং বিক্রয়-পরবর্তী সেবা ও ওয়ারেন্টি সার্ভিস দিচ্ছে। ২০২০ সালের মার্চ থেকে এসিআই মোটরসের সঙ্গে ইয়ামাহার কারিগরি সহায়তা চুক্তিও রয়েছে।

ব্রেক করলে বাজে শব্দ হয় কেন?

নোটিশে আরও বলা হয়, ইয়ামাহার দেওয়া চিঠি অনুযায়ী এসিআইয়ের বাইরে বাংলাদেশে আর কেউ ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল বিক্রি করতে পারবে না। ই-ভ্যালির সঙ্গে এসিআই মোটরসের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। তাই ই-ভ্যালি ইয়ামাহা ট্রেডমার্ক ব্যবহার করে ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেলের অননুমোদিত সরবরাহকারী।