Fazer Fi V2 and FZS V2 DD will be discontinued, ACI Motors

ফেব্রুয়ারি 04, 2021

Fazer Fi V2 and FZS V2 DD will be discontinued, ACI Motors

আজ একটা মন খারেপের সংবাদ নিয়ে হাজির হয়েছি।

জনপ্রিয়তার বিচারে শীর্ষে অবস্থান করা কমিঊটার সেগ্মেন্ট এর বাইক গুলোর মাঝে দুটি বাইক এর পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে বাংলাদেশের বাইকের মার্কেট থেকে।

Fazer Fi V2 এবং FZS V2 DD বাংলাদেশে অন্যতম জনপ্রিয় দুটি বাইক। ধারনা করা যাচ্ছে, খুব তাড়াতাড়ী এই ব্যাপারে বাংলাদেশে ইয়ামাহার একক পরিবেশক ACI Motors থেকে ঘোষণা আসতে যাচ্ছে।

কেমন মেয়ে রাইডার কে ডেট করবেন?

বাইকের মাইলেজ সমস্যা?

গ্লোবাল ইয়ামাহার ইন্ডিয়া কারখানা থেকে বাংলাদেশে এই বাইক দুটি সরবরাহ করা হত। কিন্তু বছর খানিক আগেই এই বাইকের উৎপাদন তারা বন্ধ করে দেয়। শুধু মাত্র বাংলাদেশের কাস্টমারদের কথা চিন্তা করে বাইক গুলির উৎপাদন চালু রাখে।

Hero Thriller or Extreme 160r Full Review || First Impression || ভালো এবং খারাপ দিক

Motorcycle Battery Maintenance Tips

সম্প্রতি তারা তাদের এই দুটি বাইকের উৎপাদন লাইন সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। আমরা ধারনা করছি ACI Motors হয়ত এই শেষ বারের মত তাদের গ্রহকদের এই বাইক টি সরবরাহ করতে পারবে।

Disk Brake তাড়াতাড়ি ক্ষয়ে যায় কেন

Motorcycle Wheels Why pull to one side?

ইয়ামাহার এফডেজ সিরিজের, বিশেষ করে প্রথম প্রজন্মের বাইকগুলো ঢাকা শহরে সব জায়গাতেই দেখা যায়। এই বাইকগুলো এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে প্রায় যেকোন ট্রাফিক সিগনালে অন্তত একটা এফজেড অথবা ফেজার দেখা যাবেই।

বাইক ইঞ্জিন ওয়েল ও কার ইঞ্জিন ওয়েল

নতুন ম্যাট ফিনিশিং, সামনে ঝুঁকে থাকা ডিজাইন আর ছোট ক্লাস্টারসহ অভিনব ফিচারগুলো আপডেটেড মডেলের এই ইয়ামাহা বাইকগুলোকে সত্যিই অসামান্য করে তুলেছে।

কিভাবে বাইকের মাইলেজ চেক করবেন?

এফজেড – এস ২.০ বা ফেজার ২ এর সমমানের প্রচুর মোটরসাইকেল বাজারে আছে। কিন্তু নতুন ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন-চালিত ভার্সন ২.০ বেশ ভালোই চোখ রাঙ্গিয়েছে প্রতিজোগিদের।

মাইলেজ বাড়াবে যে ৫টি কাজ

বাইক দুটির প্রতিজোগিদের জন্য এটা সুখবর হলেও এই সেগ্মেন্ট এর কাস্টমাদের সন্তুষ্ট করতে ইয়ামাহা বাজারে এনেছে FZS V3, ABS ব্রেকিং, খিপ্র চেহারা আর দৃষ্টিনন্দন কালারের সমন্নয়ে এই বাইক।

রাইডিং ও শরীর ব্যথা, করণীয় কি?

ভারসাম্য, সক্ষমতা এবং দৃষ্টিনন্দন ডিজাইনের অভূতপূর্ব এই সংমিশ্রণে বাইকটি সব মিলিয়ে এক কথায় অসাধারণ। প্রতিযোগিতার বাজারে একটি ১৫০ সিসির বাইক যেরকম হওয়া উচিৎ, ঠিক সেরকম।