Honda Hornet 2.0 হোন্ডার বড় চমক

সেপ্টেম্বর 17, 2024

Honda Hornet 2.0 হোন্ডার বড় চমক
জাপানের সবচেয়ে বড় মোটরসাইকেল নির্মাতা হোন্ডা এবার বাজারে নিয়ে এলো তাদের অতি জনপ্রিয় বাইক Hornet 2.0 এর ২০২৪ সালের আপডেটেড ভার্সন। এই নতুন সংস্করণে OBD2 ও E20 (৮০ শতাংশ পেট্রল + ২০ শতাংশ ইথানল) নীতি অনুসরণ করে ইঞ্জিন তৈরি করা হয়েছে।

জয়েন করুন 72 হাজারের বেশি বাইকারের গ্রুপ কিউরিয়াস বাইকার

এন্ট্রি লেভেলের কমিউটার বাইক হিসেবে প্রথম থেকেই Hornet সিরিজের এই বাইকের চাহিদা যথেষ্ট। সেই দিক থেকে বিচার করে লঞ্চ হওয়া এই নতুন সংস্করণ আগামী দিনে মোটরসাইকেল এর মানচিত্রে হোন্ডার নাম আরও উজ্জ্বল করতে সাহায্য করবে এই অনুমান করা যায়।

এক নজরে দেখে নেওয়া যাক 2023 Hornet 2.0 এর বৈশিষ্ট্য

ডিজাইন:

ডিজাইনের কথা বলতে গেলে প্রথমেই জানিয়ে রাখা ভালো যে এই নতুন সংস্করণের বাইকটিও তার পূর্ববর্তী সংস্করণের মতোই সামগ্রিক ডিজাইন অপরিবর্তিত রেখেছে। তেমন ধরনের কোনো বড় পরিবর্তন ডিজাইন কিংবা রংয়ের কম্বিনেশনে দেখতে পাওয়া যাবে না এবার। একেবারে সামনের দিকে রয়েছে পূর্বের মতোই উজ্জল এলইডি হেডলাইট। এছাড়াও খাঁজ কাটা ফুয়েল ট্যাংক এর সঙ্গে যোগ্য সংগত দিয়েছে এর শার্প বডি প্যানেল। বাইকটির নতুন গ্রাফিক্স নিঃসন্দেহে বেশ অ্যাগ্রেসিভ লুকের দাবিদার।

ফিচার:

2023 Hornet 2.0 এর মধ্যেও আগের মতই সাসপেনশনের দায়িত্ব সামলাতে সামনের দিকে ইউএসডি ফর্ক ব্যবহার করা হয়েছে। এছাড়াও পিছনের দিকে থাকছে মনোশক সাসপেনশন। হোন্ডার এই নেকেড স্পোর্টস বাইকটির সামগ্রিক ডিজাইন ও স্টাইল স্টেটমেন্টকে কয়েকগুণ বর্ধিত করেছে এর অ্যালয় হুইল এবং স্প্লিট সিট সেট আপ। ব্রেকিং সিস্টেম হিসেবে উভয় চাকাতেই ডিস্ক ব্রেক লাগানো থাকলেও রাইডারের সুরক্ষার্থে এতে সিঙ্গেল চ্যানেল এবিএস বিদ্যমান।

হেডলাইট থেকে শুরু করে টেললাইট, সাইড ইন্ডিকেটর সর্বত্রই এখানে এলইডি লাইটের ব্যবহার চোখে পড়ে। এছাড়াও পাঁচ ধাপ পর্যন্ত ব্রাইটনেস কন্ট্রোল ফিচার যুক্ত ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে হোন্ডার এই বাইকে। এই ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সাহায্যে গিয়ারের অবস্থান সার্ভিস ইন্ডিকেটর, স্পিডোমিটার, ট্রিপ মিটার, রিয়েল টাইম মাইলেজ, ঘড়ি এই সমস্ত তথ্যই দেখতে পাওয়া সম্ভব।

আরো পড়তে পারেন

ইঞ্জিনের বৈশিষ্ট্য:

ইঞ্জিন স্পেসিফিকেশনে নজর দিলে দেখা যাবে পূর্বের মতো এবারও ১৮৪.৪ সিসির সিঙ্গেল সিলিন্ডার যুক্ত এয়ার কুল্ড ইঞ্জিন থেকে চালিকা শক্তি প্রদান করে। ইঞ্জিনটি ওবিডি-টু নীতির অনুসারী। ৮৫০০ আরপিএম গতিতে সর্বাধিক ১৭ বিএইচপি শক্তি এবং ৬০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১৫.৯ এনএম টর্ক উৎপাদন করতে পারে এই ইঞ্জিন। সঙ্গে রয়েছে পাঁচ ধাপ যুক্ত গিয়ার বক্স। তবে আপডেট এর মাধ্যমে হোন্ডা হর্নেট এর মধ্যে স্লিপার ক্লাচ যুক্ত করেছে। বাইকটির উপর নির্মাতার তরফে ৩ বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি প্রদান করা হবে। তবে গ্রাহকরা চাইলে এই ওয়ারেন্টি ৭ বছর পর্যন্ত বর্ধিত করতে পারে।

হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া এর এই নতুন বাইকের লঞ্চ প্রসঙ্গে সংস্থার ভারতীয় শাখার অধিকর্তা মিস্টার সুতসুমু ওটানি তার নিজের অভিমত ব্যক্ত করে জানিয়েছেন, “ভারত সরকারের নতুন কার্বন নির্গমন নীতি অনুসরণ করে হোন্ডা তার নিজের সমস্ত টু-হুইলার মডেলগুলির আপডেট করার জন্য কাজ করে চলেছে। আজ এই নীতি অনুসরণ করে এদেশে লঞ্চ করা হলো নতুন Hornet 2.0। ২০২০ সাল থেকে Hornet 2.0 গ্রাহকদের কাছ থেকে বিপুল ভালোবাসা অর্জন করে এসেছে।”