Motorcycle Driving license What to do if lost

মে 19, 2021

Motorcycle Driving license What to do if lost

একটা লম্বা রাইড দিয়ে এসে দেখলেন সাথে ড্রাইভিং লাইসেন্স টা নেই।
অফ-রোড এর ফিল নিতে গিয়ে কখন যে পকেট থেকে পড়ে গেছে তার ইয়ত্তা নেই।
কি করবেন এখন?

আপনার ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে। আপনাকে প্রতিলিপি তোলার জন্য যা যা করতে হবেঃ-

আপনাকে প্রতিলিপির জন্য আবেদন করতে হবে। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

১। নির্ধারিত ফরমে আবেদন।

২। জিডি কপি ও ট্রাফিক ক্লিয়ারেন্স।

৩। নির্ধারিত ফী (হাই সিকিউরিউটি ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে ৮৭৫/-টাকা) বিআরটিএ’র নির্ধারিত ব্যাংকে জমাদানের রশিদ।

৪। সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।

মনে করুন আপনার ড্রাইভিং লাইসেন্স রাজশাহী থেকে করা ছিল । উক্ত লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে।এখন প্রশ্ন আমি কি চট্রগ্রামে নবায়ন করতে পারব কি ?

হ্যা, পারবেন। এজন্য আপনাকে রাজশাহীর লাইসেন্স চট্রগ্রামে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে। আপনাকে চট্রগ্রাম বিআরটিএ অফিসে লাইসেন্স ট্রান্সফারের নির্ধারিত ফরমে লাইসেন্স কপি ও জাতীয় পরিচয়পত্রসহ আবেদন করতে হবে। লাইসেন্স ট্রান্সফার হয়ে চট্রগ্রাম চলে আসার পর ফি ও আবেদনপত্র জমা দিয়ে লাইসেন্স নবায়ন করতে পারবেন।

আমার পেশাদার হালকাযান/মাঝারিযান/ভারীযান চালানোর ড্রাইভিং লাইসেন্স আছে। আমি কি অপেশাদার লাইসেন্স করতে পারব?

হ্যা, আপনার পেশাদার লাইসেন্স থাকলে অপেশাদার লাইসেন্সে রূপান্তর করতে পারবেন। এজন্য লাইসেন্সিং কর্তৃপক্ষ বরাবর নির্ধারিত আবেদন ফরম (Conversion of Driving licence) পূরণ করে দাখিল করতে হবে। এক্ষেত্রে আপনাকে পেশাদার লাইসেন্স নবায়নের জন্য ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহনের প্রয়োজন নেই। ফরম পূরণ ও নবায়ন/প্রতিলিপি (যেটা প্রযোজ্য) ফি জমা দিয়ে অপেশাদার লাইসেন্স পেতে পারেন।

আমি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে চাই। আমার বাংলাদেশী পাসপোর্ট আছে। আমার কি পুলিশ ভেরিফিকেশন লাগবে?

পাসপোর্ট থাকার পরও বিদ্যমান আইন অনুযায়ী পেশাদার লাইসেন্স করতে হলে আপনার পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট লাগবে ।

আমার ড্রাইভিং লাইসেন্সের জন্ম তারিখের সাথে জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখের গরমিল রয়েছে। আমি কি লাইসেন্সের জন্মতারিখ সংশোধন করতে পারব?

ড্রাইভিং লাইসেন্সে First Issue/ প্রথম ইস্যুর তারিখ উল্লেখ থাকে। জন্মতারিখ পরিবর্তন করার ফলে যদি ড্রাইভিং প্রথম ইস্যুর তারিখ ১৮ বছরের কম (অপেশাদার লাইসেন্সের ক্ষেত্রে) বা ২০ বছরের কম (পেশাদার লাইসেন্সের ক্ষেত্রে) হয় তাহলে আপনি জন্মতারিখ সংশোধন করতে পারবেন না।

২) যদি আপনি ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয় পত্রের পূর্বে পেয়ে থাকেন তাহলে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের জন্মতারিখ অনুযায়ী জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে হবে।

৩) অন্যান্য ক্ষেত্রে, আপনার জন্মসনদ/এসএসসি সার্টিফিকেট/ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্মতারিখ সংশোধন করা যায়। এজন্য, নির্ধারিত ফরম পূরণ ও নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা দাখিল করণ এবং ব্যাংকে সংশোধনী ফি জমা দিতে হবে।