MOTORCYCLE HACKS EVERY BIKER SHOULD KNOW

এপ্রিল 10, 2021

MOTORCYCLE HACKS EVERY BIKER SHOULD KNOW

আপনি যদি বাইকার হন তাহলে বাইক চালানোতে দক্ষতা অর্জনের পাশাপাশি বাইকটাকে সেইফ এবং সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনার জন্য।

এজন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না খালি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছুর দিকে খেয়াল রাখলেই ভালো থাকবে আপনার বাইক সাথে আপনিও।

আজ এরকম কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো মেইনটেন করা খুব সহজ, কিন্তু এর উপকারিতা অসীম।

গ্রীষ্মকালে ঠান্ডা থাকা

গরমের দিনে রাইডিং জ্যাকেট পরা অনেকটা যুদ্ধে যাওয়ার মতন। এমনিতেই রোদের তাপ পাশাপাশি বাইকের ইঞ্জিন থেকে উৎপাদিত গরম সেইসাথে জ্যামের মধ্যে বসে থাকার কষ্ট সবমিলিয়ে নাস্তানাবুদ পরিস্থিতি।

এইসব কথা চিন্তা করে অনেকেই রাইডিং জ্যাকেট পড়তে চান না। কিন্তু আমরা জানি রাইডিং জ্যাকেট পরা টা কতটা গুরুত্বপূর্ণ একজন বাইকার এর জন্য।

খুব সহজ একটা সমাধান বাতলে দিচ্ছি আপনাকে।

রাইডিং জ্যাকেট এর চেস্ট অংশের ডান পাশে এবং বাম পাশে কয়েকটা হুক লাগিয়ে নিন। যেটা দিয়ে বাতাস যাওয়ার আশা করবে। আপনি যখন রাইডিংএ থাকবেন তখন এই হুকগুলো দিয়ে বাতাস শরীরের বিভিন্ন অংশে প্রবেশ করে আপনাকে ঠান্ডা রাখবে।

স্ক্রু সংরক্ষণ

আমাদের দেশের ট্রেন্ড হল আমরা সচরাচর বাইকের কাজ নিজেরা করতে চাইনা সার্ভিস সেন্টার এর উপরেই নির্ভর করে থাকি।

কিন্তু দেখা যায় সার্ভিস করার সময় বাইক যখন খোলা হয় তখন বিভিন্ন পাটের অনেকগুলো স্ক্রু আলাদাভাবে সংরক্ষণ করতে হয় নয়তো সেগুলো হারিয়ে যায় বা আর পরবর্তীতে খুঁজে পাওয়া যায় না।

একটা বিষয় আপনি আমাদের সাথে একমত হবেন যে বাইকের সাথে যে স্টক স্ক্রু গুলো থাকে সেটার কপি বা সেটার মতন অরিজিনাল কোন স্ক্রু পরবর্তীতে আর পাওয়া যায় না।

সুতরাং সার্ভিসটা আপনি নিজের বাড়িতেই করেন অথবা সার্ভিস সেন্টারে করেন সেক্ষেত্রে দুটো পদ্ধতি কাজে লাগাতে পারেন।

প্রথম হচ্ছে যে সব স্ক্রু মেটাল সেটার জন্য আপনি একটা চৌম্বক সাথে রাখতে পারেন সার্ভিস করার সময় সেগুলো সেই চুম্বক এর সাথে এড করে বাইকের হ্যান্ডেল বার অথবা কোথাও লাগিয়ে রাখতে পারেন আর দ্বিতীয়তঃ যেগুলো প্লাস্টিকের বা রাবার এর রয়েছে সেটার জন্য আপনি ছোট একটা প্যাকেট ইউজ করতে পারেন প্যাকেটের মধ্যে আপনি একসাথে সংরক্ষণ করতে পারেন।

সূর্যের আলো ও হেলমেট

দিনের বেলা বাইক চালানোর সময় অনেক ক্ষেত্রে আমাদের সূর্যের আলো সরাসরি চোখে পড়ে যার কারণে আমরা অনেক বিরক্ত ফিল করি আবার রাতের বেলা দূর থেকে আসা গাড়ি বা বড় যানবাহনের আলো আমাদের চোখে পড়ে সেটাও একটা বিরক্তির কারণ।

এটার একটা সহজ সমাধান হচ্ছে আপনি আপনার হেলমেটের ভাইসর উপরে ছোট্ট করে কালো টেপ লাগিয়ে নিতে পারেন।

এতে দিনের বেলা সরাসরি সূর্যের আলো আপনার চোখে পড়া থেকে যেরকম রক্ষা করবে সেরকম রাতের বেলা দূর থেকে আসা গাড়ির যানবাহন এর হেডলাইটের আলোয় সরাসরি চোখে পড়া থেকে আপনি মুক্তি পাবেন।

সংবাদপত্র ও রাইডিং জুতো

আমরা যারা লং রাইড করি তারা অনেক ক্ষেত্রেই একটা প্রবলেমে সম্মুখিন হই সেটা হচ্ছে আমাদের রাইডিং এর সময় রাইডিং বুট গুলো ঘামে অথবা বৃষ্টির পানিতে ভিজে যায়।

অনেক ক্ষেত্রে সূর্যের দেখাও পাওয়া যায় না কারণ বেশিরভাগ সময়ই সন্ধ্যার পরেই আপনি হোটেল check-in করবেন।

পরের দিন সকালে সেই ভেজা জুতো নিয়ে আবার রাইডিং নামতে হয়।

এক্ষেত্রে নিউজপেপার আপনাকে ভালো একটা সমাধান দিতে পারে।

আপনি যখন রাতে ঘুমাতে যাবেন আপনার ভেজা জুতোর মধ্যে নিউজপেপার ভালো মতো গুঁজে দিবেন এবং সকালবেলা দেখবেন যে বুটজুতো শুকিয়ে গিয়েছে একি ট্রিকস আপনি হেলমেট এবং গ্লাভস এ ব্যবহার করতে পারেন।

কনডম ও মোবাইল ফোন

রাইড করার সময় অনেক ক্ষেত্রে আপনাকে মোবাইল ফোন ব্যবহার করতে হচ্ছে।

আপনি রাস্তা চিনেন না আপনি গুগল ম্যাপ ইউজ করছেন যেটা মোবাইল হোল্ডার এর মাধ্যমে আপনার বাইকে লাগানো রয়েছে।

একি সাথে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কি করবেন?

অথবা পানির নিচে বসে আপনার ছবি তুলতে মন চাচ্ছে।

এর সহজ একটি সমাধান হচ্ছে আপনি রাইডিং এর সময় কনডম নিয়ে যাবেন।

যেহেতু এটা রাবারের এবং বেশ নমনীয় সো এটার ভেতরে মোবাইলটা ভরে আপনি বৃষ্টির মধ্যেও মোবাইল ব্যবহার করতে পারবেন পাশাপাশি এখনকার বেশিরভাগ ফোন যেহেতু টাচ তো আপনার আঙুলের স্পর্ষ ভালোভাবে কাজ করবে পাশাপাশি আপনি চাইলে পানির মধ্যে ব্যবহার করতে পারবেন।

আশাকরি এই টিপস গুলো আপনার অনেক কাজে দিবে।