Motorcycle Wheels Why pull to one side?

জুন 12, 2020

Motorcycle Wheels Why pull to one side?

বাইক বাইকার এর লাইফে এমন একটা পার্ট যে নিয়মিত রাইডার তো বটেই একজন অনভিজ্ঞ রাইডারও খুব সহজেই ধরতে পারে বাইকের যে কোন পরিবর্তন।

বেশ কিছুদিন আগে আমার এক বন্ধুর বাইকে এক অদ্ভুত সমস্যা হচ্ছিল। সমস্যা এমন যে একটু একাগ্র হয়ে চালালে ধরা পড়ছে। কিন্তু আবার স্বাভাবিক ভাবে চালিয়েও মজা লাগছে না।

সমস্যা হচ্ছে বাইক টা একদিকে হেলে যাচ্ছে। মনে হচ্ছে কেউ ইচ্ছে করেই বাইকটা টেনে ধরছে।

প্রথম দিকে ও বেশি গুরুত্ত দেয় নি। ভেবেছে রাস্তা ভাঙ্গা তাই এই রকম হচ্ছে। পরে যখন ভালো রাস্তায় একি সমস্যা সে চিন্তায় পরে গেছে

আসোলে বেশ কয়েকটি কারনে বাইকের এই সমস্যা টী হতে পারে। কি কি সেই সমস্যা ও তার সমাধান কি কি তা নিয়ে আমাদের আজকের আলোচনা…

# এলাইনমেন্ট
বিভিন্ন কারনে বাইকের চাকা খুলতে হয় অনেকসময়। কিন্তু লাগানোর সময় ঘটে বিপত্তি। চাকা জদি চেসিস এর সাথে সঠিক স্থানে না বসে তবে চালানোর সময় যে পাশে এলাইনমেন্ট এর সমস্যা হয়েছে সে পাশে হেলে পড়বে।

চাকা লাগানোর সময় দুইপাশে সঠিক ভাবে এলাইনমেন্ট করতে হবে। যেন চেসিস এর একদম মাঝ বরাবর থাকে চাকাটি।

# টায়ার এডজাস্ট
টায়ার লিক হলে বা টায়ারে জেল ভরতে আপনার টায়ার খুলতে হতে পারে। লাগানোর সময় জদি সঠিক ভাবে টায়ার এডজাস্ট না হয়ে তবেও এই সমস্যা টী হতে পারে।

দেখবেন ওরিজিনাল টায়াও ও রিমের মধ্যে একটা চিনহ দেওয়া থাকে যে কোথা থেকে রিমের সাথে টায়ারের সম্পর্ক শুরু হবে।

টিউব লেস টায়ারে সবচেয়ে বেশি এই সমস্যা টি হয়ে থাকে।

# টায়ার জেল
টায়র জেল এর উপকারিতা যেমন রয়েছে তেমনি রয়েছে অপকারিতা। একটা নির্দিষ্ট সময় পর পর টায়ার জেল পরিবর্তন করতে হয়।

দীর্ঘ দিন টায়ার জেল পরিবর্তন না করলে জেল ভিতরে শুকিয়ে জেতে পারে। এতে টায়র শক্ত হয়ে যাবে স্বাভাবিক গ্রিপ পাবেন না। এতে চালানোর সময় মনে হবে চাকা টাল। টায়ার জেল এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে জানতে ক্লিক করুন

# টেইন টাইট
ইঞ্জিনের পরে বাইকের চেইন সবচেয়ে গুরুত্ত পূর্ণ পার্টস বাইকের জন্য। ইঞ্জিন থেকে উৎপাদিত শক্তি চেইন এর মাধ্যমে বাইকের চাকাতে পৌছায়।

চেইন ঢিলা থাকলে যেমন স্বাভাবিক মাইলেজ থেকে আপনি বঞ্চিত হবেন, বাজে শব্দ আসবে চাকা থেকে ঠিক তেমনি চেইণ অতিরিক্ত টাইট থাকলে চালানোর কারনে চাকার এলাইনমেন্ট নষ্ট হয়ে যাবে।

বাইকের চেইন নিয়ে ক্লিক করুন

টাইমিং চেইন নষ্ট বুঝবেন কীভাবে?

বাইকের চেইন লুব করার প্রয়োজনীয়তা

# রিম টাল
বেশ কয়েকটি কারনে বাইকের রিম টাল (বাঁকা) হতে পারে। যেমন, রিমের বয়স বেশি হলে, পিলিওনের ওজন বেশি হলে, টায়র প্রেশার সঠিক মাত্রায় না হলে।

বাইকের রিম টাল হলেও এই সমস্যা টি হতে পারে।

আমি সব সময় বলি, বাইকের জন্য বেস্ট মেকানিক সিলেক্ট করা চাই। হোক সেটা বাসা থেকে দূরে। কারন অনভিজ্ঞ হাত বাইকের একটা সমস্যা সমধান করবে আর নতুন করে সৃষ্টি করবে আরেকটা।