Curious Biker
মুলপাতাবাইকিং টিপসটেকনিক্যাল বিষয়বাইকের দামবাইক ব্র্যান্ডবাইকিং ভিডিওমোটরবাইক যন্ত্রাংশভ্রমণ গাইড
  • মুলপাতা
  • বাইকিং টিপস
  • টেকনিক্যাল বিষয়
  • বাইকের দাম
  • বাইক ব্র্যান্ড
  • বাইকিং ভিডিও
  • মোটরবাইক যন্ত্রাংশ
  • ভ্রমণ গাইড
  • ব্যবহারের শর্তাবলী
  • প্রাইভেসি নীতি

© 2025 কিউরিয়াসবাইকার. সর্বস্বত্ব সংরক্ষিত।

ওয়েবসাইটটি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করেছে গ্রাফল্যান্ড আইটি।

Version 0.2.3

Curiousbiker Facebook Group এ যোগ দিন

বাইক প্রেমীদের সাথে আলোচনা করুন এবং নতুন তথ্য জানুন

টেকনিক্যালটিপস

Relationship between engine oil and oil filter

অক্টোবর 28, 2021
Relationship between engine oil and oil filter

মোটরসাইকেলের ইঞ্জিনের সঠিক রক্ষণাবেক্ষণ মোটরসাইকেলের স্থায়িত্তের মূল চাবিকাঠি। সমস্ত প্রস্তুতকারক তার বাইকের রক্ষণাবেক্ষণের কিছু মেন্টেনেন্স চার্ট দিয়ে থাকে। আপনার কাজ হল রেকর্ড করে রাখা যে নিয়মিত আপনার মোটরসাইকেলের সেই কাজ করা হয়েছে কিনা এবং কখন করা হয়েছিল। আপনার মোটরসাইকেলের জন্য প্রস্তুতকারকের রক্ষণাবেক্ষণের সময়সূচী অনুসরণ করা তা নিশ্চিত করবে যে এটি যান্ত্রিকভাবে সুরক্ষিত এবং পারফরমেন্স দিন দিন বাড়বে।

অয়েল ফিল্টার এর সাথে ইঞ্জিন অয়েলের যে সম্পর্ক তা সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

অয়েল ফিল্টার এর কাজ কি ?

অয়েল ফিল্টার হল বাইকের ইঞ্জিনে স্থাপিত অয়েল ছাকনি।

বাইকের ইঞ্জিন এর ভিতরের পার্টস ক্ষয় হইতে সৃষ্ট লৌহ কনা ও ক্লাচ প্লেট এর ক্ষয় জনিত উপাদান সমুহকে ইঞ্জিন অয়েল থেকে পরিশোধ করে ইঞ্জিন এর রিং , পিস্টন ও অন্যান্য পার্টস এ পরিষ্কার ইঞ্জিন অয়েল সরবারাহ করে ইঞ্জিনকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করে থাকে ।

  • Komine Motorcycle Saddle Bags Reviews, Feature, Price, Unboxing and First Look!
  • বাজেটের মধ্যে সেফটি গার্ড

ইঞ্জিন অয়েল কি?

ইঞ্জিন অয়েল হলো এক প্রকার খনিজ তেল যা মোটরসাইকেলে ব্যাবহার করা থাকি। অনেকের কাছে এটি মবিল নামে পরিচিত। ইঞ্জিন অয়েল মোটরসাইকেলের একটি নিত্য প্রয়োজনীয় জিনিস। ইঞ্জিন অয়েলের কাজ মোটরসাইকেল ইঞ্জিনকে পিচ্ছিল রাখা যাতে ইঞ্জিনের ভিতরের পার্টস সহজে মুভমেন্ট করতে পারে । এছাড়া ইঞ্জিন ঠান্ডা রাখতে ইঞ্জিন অয়েল সাহায্য করে। ইঞ্জিন অয়েলকে মূলত মোটর ওয়েল, ইঞ্জিন লুব্রিকেন্টবা ইঞ্জিন অয়েল নামে পরিচিত।

  • HJC RPHA 11 Helmet Review Bangla
  • agv k1 flavum 46 Price, Feature, full Bangla review

ফিল্টার ও অয়েলের সম্পর্ক

মোটরসাইকেলের ইঞ্জিন এর ভেতরের অধিকাংশ পার্টস গুলোর ধাতব পদার্থ। যখন বাইকের ইঞ্জিন সচল অবস্থায় থাকে তখন এই ধাতব পদার্থের অধিকাংশই একটা আরেকটার সাথে ঘুর্ণয়মান অবস্থায় থাকে।

  • সত্যি কি লাল বাইকে আলাদা পারফর্মেন্স যুক্ত থাকে?

আর এই অবস্থানের কারণে যেহেতু সেই পদার্থগুলো ধাতব পদার্থ এবং একটা আরেকটার সাথে ঘূর্ণায়মান এবং অবস্থায় থাকে তাই এদের ঘর্ষণের ফলে কিছু ধারণা এবং বিভিন্ন পদার্থের সৃষ্টি হয়।

  • YZF R1M The Super bike

ওয়ায়েল ফিল্টারের কাজ মূলত এই সমস্ত পদার্থ যাতে পুনরায় ইঞ্জিনে ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য অয়েল ফিল্টার এর বিভিন্ন ধাপ এবং খাজে এই পদার্থ গুলোকে আটকে দেয়া এবং পুনরায় একটা ফ্রেশ এবং পরিষ্কার বিশুদ্ধ অয়েল ইঞ্জিন এর ভেতরে প্রবেশ করানো।

  • Yamaha XSR 155, Price, First-impression, Reviews

আমাদের মধ্যে বাইক প্রেমি তাদের বাইকে ব্যবহৃত ইঞ্জিন অয়েল নিয়ে মোটামুটি সচেতন থাকেন। তারা চেষ্টা করেন কোম্পানীর নির্ধারিত গ্রেডের এবং সর্বোচ্চ মানের ইঞ্জিন অয়েল ইঞ্জিনে প্রবেশ করাতে।

কিন্তু ইঞ্জিন অয়েল ইঞ্জিন এর ভেতরে প্রবেশ করার পর এই অয়েল টাকে সমুন্নত রাখা এই অয়েল এর গুণগত মান ঠিক রাখার জন্য অয়েল ফিল্টার এর ভূমিকা অপরিসীম যে জায়গা গুলোতে আমাদের অবহেলা এবং অসচেতনতা দেখা দেয়।

  • সিসি লিমিট উঠে গেলে কত দাম হবে?

মোটরসাইকেলের ইঞ্জিন কে ভালো রাখার জন্য ইঞ্জিন অয়েলের গুরুত্ব যতোটুকু ঠিক ততটুকুই অয়েল ফিল্টার এর গুরুত্ব আপনি যত ভালো মানের এবং ভালো গ্রেডের ইঞ্জিন অয়েল ইঞ্জিনে প্রবেশ করান না কেন আপনার এয়ার ফিল্টার টা যদি সেই মানের না হয়ে থাকে তাহলে দেখা যাবে ইঞ্জিন অয়েল এর ভেতরে তার দক্ষতা এবং ক্ষমতার সক্ষমতা সেটা প্রকাশ করতে পারছে না।

ইঞ্জিনে অয়েল এবং অয়েল ফিল্টার যদি ইঞ্জিনে ভেতরের সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে না পারে তাহলে কি ঘটতে পারে?

  • প্রথম যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আপনার ইঞ্জিনের ভেতরে ইঞ্জিন অয়েলের স্বাভাবিক যে কর্ম ক্ষমতা এবং দক্ষতা রয়েছে সেটা হ্রাস পাবে ফলে স্বাভাবিকভাবেই তৈলাক্ত এবং পিচ্ছিলতা দেওয়ার কথা ছিল সেটা সে দিতে পারবে না।

  • অয়েল ফিল্টার যদি সঠিক না হয় সে ক্ষেত্রে দেখা যাবে কয়েকশো কিলো পরেই অয়েল ফিল্টার টা নষ্ট হয়ে যাবে এবং ধাতব পদার্থ গুলো পুনরায় আবার প্রবেশ করতে শুরু করে দেবে যার দরুন ইঞ্জিনের সাউন্ড বেড়ে যাবে।

  • বাইকের ইঞ্জিন থেকে যদি অতিরিক্ত সাউন্ড আসে সে ক্ষেত্রে আপনার চালানোতে অস্বস্তি আসতে পারে আর এই অস্বস্তির কারণে আপনি রাস্তায় কোন ভুল করে ফেলতে পারেন।

  • ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার ইঞ্জিনে ভিতরে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে না পারলে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হবে ইঞ্জিনের থেকে মাইলেজ কমে যাবে এবং।

  • YAMAHA R15 V3 Real User Feedback

আমাদের করণীয় কি?

প্রথমত আমাদের করণীয় হচ্ছে একটা অরিজিনাল এবং ভালো মানের সঠিক গ্রেডের অয়েল ফিল্টার নির্বাচন করা আপনার বাইকের জন্য। এরপরে সঠিক গ্রেডের এবং একটা সার্টিফাইড কোম্পানির ইঞ্জিন অয়েল আপনার বাইকের ইঞ্জিনের প্রবেশ করানো। প্রতিবারইইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় চেক করে দেখতে হবে।

আপনার বাইকের সাথে সরবরাহ করা ওনার্স ম্যানুয়ালে সঠিকভাবে লেখা আছে কত কিলোমিটার পর পর আপনার বাইকের জন্য অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে, সেটা ফলো করে নির্দিষ্ট সময় পরপর অয়েল ফিল্টার পরিবর্তন করবেন।

শেয়ার করুন
সব লেখা দেখুন

সোশ্যাল মিডিয়া

প্রাসঙ্গিক লেখা

কম খরচে দৈনিক বাইক মেইনটেন্যান্স টিপস – নতুন ও পুরাতন বাইকারদের জন্য গাইড

আগস্ট 23, 2025

বাইকের ফুয়েল ট্যাংকে মরিচা: কারণ ও কার্যকর সমাধান

জুন 30, 2025

বাইকের জন্য ফুয়েল এডেটিভ: কি, কেন এবং কখন ব্যবহার করবেন?

এপ্রিল 29, 2025

হ্যান্ডেল কাঁপে বা বাইক কাঁপে – এর পেছনের কারণ কী?

মার্চ 22, 2025

সাম্প্রতিক লেখা

শীতকালে কোন ইঞ্জিন অয়েল ভালো? মিনারেল নাকি সিনথেটিক – বাইকারদের জন্য সম্পূর্ণ গাইড (2025

নভেম্বর 25, 2025

হাজারো রাইডারের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইয়ামাহা বাইক কার্নিভ্যাল ২০২৫ | Yamaha Bike Carnival Bangladesh

নভেম্বর 12, 2025

Fuel Efficiency বাড়ানোর ৭টি উপায় – বাইকের মাইলেজ বাড়ানোর টিপস

নভেম্বর 04, 2025