Suzuki Access 125 BS6 নতুন কি কি থাকছে এতে?

ডিসেম্বর 29, 2019

Suzuki Access 125 BS6  নতুন কি কি থাকছে এতে?

ভারতে BS6 দূষণ বিধি মেনে প্রথম স্কুটার সামনে আনল Suzuki। সোমবার লঞ্চ হয়েছে 2020 Suzuki Access 125। BS4 এর পরিবর্তে BS6 দূষণ বিধি মেনে এই স্কুটার লঞ্চ করেছে জাপানের কোম্পানিটি। BS6 Access 125 স্কুটারে থাকছে ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন, বাইরে থেকে পেট্রল ভরার ব্যবস্থা আর নতুন এলইডি ল্যাম্প। 124cc ইঞ্জিনে থাকছে 8.6 bhp শক্তি আর 10.2 Nm টর্ক।

ভারতে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কৈচিরো হীরাও বলেন, “ভারতে BS6 দূষণ বিধি মেনে প্রথম স্কুটার লঞ্চ করতে পেরে আমরা উত্তেজিত। 1 এপ্রিলের পরে দেশের সব স্কুটারে BS6 দূষণ বিধি মানা বাধ্যতামূলক হয়েছে। প্রায় এক দশকের বেশি সময় ধরে দেশের অন্যতম জনপ্রিয় স্কুটার Suzuki Access 125। ইতিমধ্যেই ভারতের গ্রাহকদের দুর্দান্ত সমর্থন পেয়েছি আমরা। নতুন 2020 Suzuki Access 125 ভারতের গ্রাহকদের আরও বেশি করে পছন্দ হবে বলেই আশা করছি আমরা।”

কম পেট্রল পুড়িয়ে তুলনামূলক বেশি পথ যাওয়ার জন্য সুনাম রয়েছে Suzuki Access 125 স্কুটারের। 2020 Suzuki Access 125 স্কুটারে থাকছে ইউএসবি সকেট। রাস্তায় মোবাইল ও অন্যান্য ডিভাইস চার্জ করতে এই পোর্ট কাজে লাগবে। থাকছে আগের থেকে ভালো এলইডি হেডল্যাম্প।