সুজুকি বার্গম্যান ও টিভিএস এনটর্ক স্কুটার

মার্চ 09, 2023

সুজুকি বার্গম্যান ও টিভিএস এনটর্ক স্কুটার
স্টাইলিশ ডিজাইনের দুটি স্কুটার সুজুকি বার্গম্যান এবং টিভিএস এনটর্ক। হালফিলে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে উভয় মডেলই। বিশেষ করে তরুণ গ্রাহকদের আকর্ষিত করেছে স্কুটার দুটির মারকাটারি লুক। সঙ্গে দারুণ মাইলেজ এবং দমদার পারফরম্যান্স দেওয়ার কারণে এই ধরণের স্কুটার কেনার পরিকল্পনা করছেন অনেকেই।

স্টাইলিশ ডিজাইনের দুটি স্কুটার সুজুকি বার্গম্যান এবং টিভিএস এনটর্ক। হালফিলে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে উভয় মডেলই। বিশেষ করে তরুণ গ্রাহকদের আকর্ষিত করেছে স্কুটার দুটির মারকাটারি লুক। সঙ্গে দারুণ মাইলেজ এবং দমদার পারফরম্যান্স দেওয়ার কারণে এই ধরণের স্কুটার কেনার পরিকল্পনা করছেন অনেকেই।

ভিডিওঃ মাত্র ৩২৫ টাকায় পাবেন পুরনো ফিল

যেহেতু উভয় স্কুটারে বেশ কিছু স্পেসিফিকেশন এক রয়েছে তাই কোনটি সেরা তা বলা মুশকিল। তবে বর্তমান বাজারে সুজুকি বার্গম্যান এবং টিভিএস এনটর্ক দুই স্কুটার এখন হট ফেভারিট। স্কুটার দুটির মধ্যে আপনার জন্য কোনটা সেরা তা জানার জন্য বার্গম্যান এবং এনটর্কের একাধিক স্পেসিফিকেশন তুলে ধরা হল।

Suzuki Burgman Street

Suzuki Burgman Street বাংলাদেশের বাজারে একটি প্রিমিয়াম মানের স্কুটার। স্কুটার "Street" সরাসরি দেশের আমদানিকারকরা আসে। ফল স্বরূপ এর দাম তুলনামূলকভাবে 125 সিসি স্কুটার হিসাবে বেশি। তবে অনন্য নকশা এবং চমৎকার রঙ সমন্বয় এটিকে অন্য উচ্চতা বজায় রেখেছে

ভিডিওঃ-- সার্ভিস সেন্টারে না গিয়ে নিজেই কার্বন ক্লিন করবেন যেভাবে

- Suzuki Burgman Street দেখতে স্টাইলিশ এবং এর মাথা ও লেজের দিকে সুন্দর লাইট রয়েছে।

- এতে একটি ইউএসবি চার্জিং, মোবাইল স্ট্যান্ড এবং অতিরিক্ত উন্মুক্ত গ্লোভ রেক অন্তর্ভুক্ত রয়েছে।

- দীর্ঘ যাতায়াতের সময় পায়ের সাথের জায়গাগুলিতে জিনিস রাখার জন্য প্রশস্ত স্থান রয়েছে।

- এতে ঘড়ি সহ ডিজিটাল মিটার কনসোল আছে।

এই স্কুটারটির সাথে 124 সিসি এয়ার কুলড, 4-স্ট্রোক ইঞ্জিন ব্যবহৃত হয়েছে, যা সর্বোচ্চ 8,8 বিএইচপি 7000 আরপিএম এবং সর্বোচ্চ টর্কে 10.2 এনএম @ 5000 আরপিএম উৎপাদন করতে পারে।সুজুকি বারগম্যান স্ট্রিটের মাইলেজ প্রতি লিটারে 54 কিলোমিটার। বারগম্যান স্ট্রিট সম্পর্কে আরও নীচে দেওয়া হয়েছে।

আরো পড়তে পারেনঃ--

TVS Ntorq

এটি একটি জনপ্রিয় স্কুটি মডেল যা তৈরি করেছে ভারতীয় মোটরসাইকেল ব্রান্ড TVS। ভারত বাংলাদেশ সহ দক্ষিন এশিয়ায় যে কয়টি স্কুটি মডেল রয়েছে তার মোধ্যে এই TVS Ntorq 125 অন্যতম আধুনিক বৈশিষ্ট সম্বলিত একটি স্কুটি। এই TVS Ntorq 125 স্কুটি তৈরির মাধ্যমে Scooty অংশেও TVS এর দক্ষতা আরো একবার প্রমানিত। চলুন দেখি বহুল পরিচিত এই TVS Ntorq 125 স্কুটির কিছু ভালো এবং খারাপ দিক।

- প্রথমেই বলতে হয় এটি একটি stealth aircraft inspired styling স্কুটার মডেল। signature "T" rear lamp এবং sporty stubby muffler সহ বাহিৃক সৌন্দর্যে ভরপুর এই মডেলটির জন্য TVS ব্রান্ডকে thumbs up দিতেই হয়।

- এই Ntorq 125 স্কুটিতে 3-valve 125cc CVTi revv engine ব্যবহৃত হয়েছে, যেটি যথেষ্ট মসৃন এবং শক্তিশালি।

- এটির অনেকটা bold chunky tyre এবং 12" diamond cut alloy large wheel রাইডিং আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।

- TVS Ntorq 125 স্কুটির DRL প্রযুক্তি সহ aggrasive batwing styled headlight এটির সৌন্দর্যকে আরো বহুগুনে বাড়িয়ে দিয়েছে।

- এটিতে 220mm roto petel front disc brake ব্যবহৃত হয়েছে, যা ব্রেকিং আস্থা অটুট রাখবে।

- Pilion এর নিরাপত্ত্বার বিষয়টি চিন্তা করে এই স্কুটিতে দেওয়া হয়েছে চমৎকার ডিজাইনের sporty split grab rail।

- Ntorq 125 স্কুটিতে চমৎকার ডিজাইনের ডিজিটাল gaming console inspired speedometer ব্যবহৃত হয়েছে, যেখানে 60 টি বহু গুরুত্ত্বপূর্ণ তথ্যাদি প্রদর্শিত হয়।

- Mobile application এর মাধ্যমে মোবাইলের সাথে Ntorq 125 স্কুটির Instrument console খুব সহজেই যুক্ত করা যায়।

- এটিতে Navigation Assist , Incoming call alart এবং incoming massage alart এর মত সুবিধা রয়েছে।

- একটি premium segment-এর স্কুটির plastic kit আরো ভালো মানেও হওয়া উচিৎ ছিলো।

- এটির Fuel Tank Capacity মাত্র 5.8 Liters, যা দিয়ে লং রাইডে যাওয়া প্রায় অসম্ভব।

- Ntorq 125 স্কুটি ডিজাইনের দিকথেকে চমৎকার হলেও এটির গ্রাফিক্স এখনো অনেকটাই সাদামাটা।

TVS তাদের এই Ntorq 125 স্কুটিতে ব্যবহার করেছে 124.8 cc ইঞ্জিন, যেটি Single Cylinder, 4 - Stroke, SI, Air Cooled, Fuel Injected। এটি Maximum Power 9.38 PS @ 7000 rpm এবং Maximum Torque 10.5 Nm @ 5500 rpm উৎপন্ন করতে সক্ষম। এই স্কুটির Kerb Weight 118 Kg, এবং মাইলেজ 45 কিলোমিটার প্রতি লিটারে। এই স্কুটি সম্পর্কে আরো বিস্তারিত নিম্ন বিবরনীতে।

আরো পড়ুন

সুজুকি বার্গম্যান বনাম টিভিএস এনটর্ক

দুই স্কুটারেই রয়েছে এয়ার কুল্ড প্রযুক্তির 124 সিসির পেট্রল ইঞ্জিন। সঙ্গে অটোমেটিক ট্রান্সমিশন। তবে এনটর্ক সর্বোচ্চ 9.25 বিএইচপি শক্তি তৈরি করতে পারে। যেখানে বার্গম্যানের সর্বোচ্চ শক্তি 8.58 বিএইচপি।

সুজুকি বার্গম্যানের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 5.5 লিটার এবং টিভিএস এনটর্কের 5.8 লিটার। বার্গম্যান প্রতি লিটারে 49.5 লিটার মাইলেজ দেয়। অন্যদিকে টিভিএস এনটর্ক প্রতি লিটারে 40 কিলোমিটার মাইলেজ দেয়।

সুজুকি বার্গম্যান স্কুটারের সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পিছন চাকায় ড্রাম ব্রেক মিলবে। কিন্তু এনটর্কের দুই চাকাতেই মজুত ড্রাম ব্রেক। দুটি স্কুটারেই পাওয়া যাবে অ্যালয় হুইল। এনটর্কের কার্ব ওয়েট 118 কেজি। তুলনামূলক হালকা সুজুকি বার্গম্যান। এটির ওজন 110 কেজি।

টিভিএস এনটর্ক স্কুটারে যেখানে 20 লিটার বুট স্পেস মেলে সেখানে সুজুকি বার্গম্যানে রয়েছে 21.5 লিটার বুট স্পেস বা আন্ডারসিট স্টোরেজ।

বার্গম্যান স্কুটারের হেডলাইট এলইডি কিন্তু টিভিএস এনটর্কের হেডলাইট হ্যালোজেন। ফলে বার্গম্যান এই ক্ষেত্রে সামান্য এগিয়ে। দুই স্কুটারেই রয়েছে ডিজিটাল ওডোমিটার এবং স্পিডোমিটার। টিভিএস এনটর্কে অতিরিক্ত লো ফুয়েল ইন্ডিকেটর রয়েছে।

সুজুকি বার্গম্যান স্কুটারে মিলবে সম্পূর্ণ ডিজিটাল কনসোল এবং সেন্ট্রাল সিট লক সহ কি। আর টিভিএস এনটর্কে পাওয়া যাবে জিপিএস নেভিগেশন। শেষ কোথায় স্কুটার পার্ক করেছেন তার লোকেশনও জানা যাবে।

সুজুকি বার্গম্যান ও টিভিএস এনটর্ক স্কুটার এর দাম

TVS Ntorq 125 Disc Tk.194,990.00

Suzuki Burgman Street Price in Bangladesh

Tk.249,950 Front Disc Brake Edition

আরো পড়ুন