জয়েন করুন ৬০ হাজারের বেশি বাইকারের গ্রুপ কিউরিয়াস বাইকার
Tvs Apache RR 310 আসছে নতুন ভাবে। Tvs এর এই স্পোর্টস বাইক লঞ্চ করেছিল ২০১৭ সালে। এখন এই মডেল পাওয়া যায় লাল ও কালো রঙে। এবার এই দুই রং ছাড়াও নতুন রং নিয়ে আসছে Tvs Apache RR 310.
নতুন ভাবে আত্মপ্রকাশ করছে। তাই দামও হবে নতুন। ডিজাইন থেকে শুরু করে রং, একাধিক ক্ষেত্রে বদল আনা হচ্ছে Tvs Apache RR 310-এর।
২৮ মে নতুন দাম ঘোষণা করবে সংস্থাটি। তবে প্রযুক্তিগত দিক থেকে আগের সঙ্গে নতুন ভার্সন-এর আহামরি তফাত হবে না বলে খবর। সাসপেনসন সেট-আপ-এ কিছু পরিবর্তন হতে পারে। এছাড়া ইঞ্জিনে তেমন কোনো পরিবর্তন হবে না। তবে টিউনিং আগের থেকে উন্নত হতে পারে।
৩১২. ২ লিকুইড কুল ইঞ্জিন রয়েছে Tvs Apache RR 310-এ। ৩৩. ৫২ বিএইচপি ও ২৭.৩ এমএম টর্ক। সিক্স স্পিড গিয়ার বক্স।