TVS Radeon: দুর্ধর্ষ সব ফিচার

জুন 12, 2022

TVS Radeon: দুর্ধর্ষ সব ফিচার

ভারতে স্পোর্টস, অ্যাডভেঞ্চার, ক্রুজারের মতো দামি সেগমেন্টের মোটরসাইকেলের প্রতি গ্রাহকরা আকৃষ্ট হয় ঠিকই। তবে শহর বা গ্রামাঞ্চলের এপ্রান্ত থেকে ওপ্রান্ত নিত্যদিন চষে বেড়ানোর জন্য কমিউটার বাইকের জুড়ি মেলা ভার। বিক্রি বেশি হওয়ার কারণে, রাস্তায় কমিউটার সেগমেন্টের বাইক অধিক নজরে পড়ে। তেমনই একটি TVS Radeon। সস্তায় বেশি মাইলেজের জন্য এটি অন্যতম জনপ্রিয়। এবারে বাজারে নয়া অবতারে Radeon লঞ্চ করতে চলেছে টিভিএস (TVS)। সূত্রের খবর, চলতি বছরে উৎসবের মরসুমে, আরও অত্যাধুনিক প্রযুক্তি এবং ফিচারে সমৃদ্ধ হয়ে আসতে চলেছে 2022 TVS Radeon।

রিপোর্ট অনুযায়ী, নতুন Radeon-এ থাকবে ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটি ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। যেখানে নোটিফিকেশন, কল ও মেসেজ অ্যালার্ট, ট্রিপমিটার, রিয়েল টাইম মাইলেজ, রেঞ্জ এবং লো ফুয়েলের তথ্য ভেসে উঠবে। যদি এতে টার্ন-বাই-টার্ন নেভিগেশন অফার করা হয়, তবে সেটি বাহবার বিষয় হবে।

উপরন্তু আপডেটেড Radeo এলইডি ডিআরএল সহ এলইডি হেডলাইট, মাইলেজ বাড়াতে আইডল স্টার্ট/স্টপ সিস্টেম, ইউএসবি চার্জিং, এমনকি নতুন রঙের বিকল্পে হাজির হতে পারে ব। আগের মতোই এটি ১০৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিনে ছুটবে। যা থেকে ৮.১৯ পিএস শক্তি এবং ৮.৭ এনএম টর্ক আউটপুট মিলবে। নতুন মডেলেও ৪-স্পিড গিয়ার বক্স থাকবে।

এত কিছু ফিচার থাকার কারণে নতুন Radeon-এর দাম আগের তুলনায় ৩,৫০০ টাকা বাড়ানো হতে পারে। বর্তমানে বাজারচলতি ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টটির দাম ৭৪,০৬৬ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। এদিকে গত মাসে নতুন ফিচার সহ লঞ্চ হয়েছে Hero Splendor Plus Xtec। যার বাজারমূল্য ৭২,৯০০ টাকা। সেদিক থেকে আসন্ন Radeon-এর মূল্য ৭৭,০০০ টাকার কাছাকাছি রাখা হলেও, ২৪০ মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক সহ বাইকটির দাম খুব একটা বেশি হবে না বলা যায়।

তথ্যঃ techgup