সকল মোটরসাইক্লিস্টের জন্য, upside down fork (USD) সবচেয়ে নিরাপদ। তবে কেবলমাত্র হাতেগোনা কিছু বাইকারই জানেন ইউএসডি ও অন্যগুলার পার্থক্য কী এবং এটি কী প্রযুক্তিগত সুবিধা নিয়ে আসে।
আজকের এই আর্টিকেল টি পড়ার পরে আপনি জানতে পারবেন এই বিষয়ে বিস্তারিত
আসেন শুরুতে জানি এরা কিভাবে কাজ করে?
টেলিস্কোপিক সাসপেনশন
টেলিস্কোপিক ফর্ক সাস্পেনশান প্রযুক্তিতে একটি প্রাইমারি ব্যারেলের মধ্যে সাবলীল ভাবে মুভমেন্ট করার জন্য একটি স্লাইডার বার ঢুকানো থাকে । শক এভজর্ব করার জন্য ভেতরে একটি স্প্রিং এবং ফর্ক অয়েল থাকে। টেলিস্কোপিক সাস্পেনশান তিনটি ক্লাম্পের সাহায্য হ্যান্ডেলবারের সাথে ঝুলানো থাকে অপর প্রান্ত চাকার এক্সেলের সাথে যুক্ত থাকে। এর ফলে সমস্ত শক সিস্টেম সামনের চাকার সাথে যুক্ত হয়ে যায় । এতে করে চাকার মুভমেন্ট যেমন চমৎকার ভাবে করা যায় তেমনি বাইককে স্থিতিশীল রাখার জন্য হ্যান্ডেলও যথেষ্ট শক্ত থাকে।
<a href="https://curiousbiker.com/disk-brake-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/" rel="noreferrer noopener" target="_blank">Disk Brake তাড়াতাড়ি ক্ষয়ে যায় কেন</a> <a href="https://curiousbiker.com/motorcycle-wheels-why-pull-to-one-side/" rel="noreferrer noopener" target="_blank">Motorcycle Wheels Why pull to one side?</a>
আপ সাইড ডাউন
ঠিক উপরে যে প্রজুক্তি বলা হয়েছে এটা ঠিক সেইম। পার্থক্য শুধু, টেলিস্কোপিক ফর্ককেই ব্যবহার করা হয় উল্টোভাবে। বাইরের স্লাইডারটি উপরে হ্যান্ডেলবারের সাথে লাগানো থাকে।
<a href="https://curiousbiker.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%9c%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/">খুব সজেই ডিজিটাল নাম্বার প্লেট</a> <a href="https://curiousbiker.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95-%e0%a6%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%93%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%93-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%9e%e0%a7%8d/" rel="noreferrer noopener" target="_blank">বাইক ইঞ্জিন ওয়েল ও কার ইঞ্জিন ওয়েল</a>
এখন আপনি জানলেন দুটির মাঝে পার্থক্য। শধুমাত্র এই উল্টোভাবে ব্যাবহারে কারনে এদের ব্যাবহারিক পার্থক্য হয় আকাশ পাতাল। কি সেটা, আসুন জানি এবার
মজার বিষয় হচ্ছে এই দুটো সাস্পেনশান ব্যাবহারের সুবিধা অসুবিধা একবারে সমানে সমান। তবে আপনার প্রয়জনের উপর ভিত্তি করে ও আপনি কি মডেল এর বাইক চালাচ্ছেন তার উপর নির্ভর করে।
<a href="https://curiousbiker.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%95/" rel="noreferrer noopener" target="_blank">কিভাবে বাইকের মাইলেজ চেক করবেন?</a> <a href="https://curiousbiker.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87-%e0%a7%ab%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c/" rel="noreferrer noopener" target="_blank">মাইলেজ বাড়াবে যে ৫টি কাজ</a>
তবে আপনি যদি এক কথায় জানতে চান তবে এই ভাবে বলতে পারি আমরা
আপনি যদি হাইওয়ে তে বেশি চালান এবং আপনার বাইক যদি স্পোর্টস সেগমেন্টের হয়ে থাকে তবে আপনার জন্য বেস্ট হবে USD fork। একমাত্র হাই পারফর্মেন্স যুক্ত বাইকের বেলায় USD fork এর আসোল মজা উপভোগ করতে পারবেন। অন্যথায় এটা অপচয় হবে আপনার জন্য। কেননা USD fork তুলনামূলক ভাবে দামে বেশি ও রক্ষণাবেক্ষণ কস্টসাধ্য।
<a href="https://curiousbiker.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%95/" rel="noreferrer noopener" target="_blank">কেমন মেয়ে রাইডার কে ডেট করবেন?</a> <a href="https://curiousbiker.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%89%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%a8/" rel="noreferrer noopener" target="_blank">রাইডিং এর সাথে মিউসিক শোনা</a>
কিন্তু আপনি যদি সিটি রাইডার হন, খুব কম আপনি হাইওয়ে তে রাইড করেন। আপনি যে রাস্তায় রাইড করেন সেটা ভাঙ্গা চোড়া বা বার বার আপনাকে ব্রেক করতে হয় তাহলে আপনার জন্য টেলিস্কোপিক ফর্ক একমাত্র সমধান। টেলিস্কোপিক ফর্ক এর আভিরভাব হয়েছেই ভাংগা রাস্থায় রাইডে বাইকের নিরাপত্তা বাড়ানোর জন্য।
আমাদের কথা
সত্যি কথা বলতে কি, কয়েক বছর ধরে USD fork ব্যাবহারের প্রবণতা “state-of-the-art” অবস্থানে উন্নীত হয়েছে বলে মনে হয়।
<a href="https://curiousbiker.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%ab%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%bf/" rel="noreferrer noopener" target="_blank">ব্যাকফায়ার কি ?</a>
এর অন্যতম কারন রাইডার এর প্রছন্দ। একজন নির্মাতারা তার বাইকে (বিশেষত সুপারস্টোর্ট বাইক) USD fork মাউন্ট করতে শুরু করেছেন এবং অন্যরা অনুসরণ করেছে। কারন USD fork আছে এমন বাইকের চাহিদা বাড়ছে।
USD fork ব্যবহারের প্রধান সুবিধা হলো মোটরসাইকেলের অতিরিক্ত ওজন কমিয়ে ফেলে এবং মোটরসাইকেল কন্ট্রোলিংএ অধিক সুবিধা প্রদান করে।
খুব তাড়াতারি এই দুটো সাসপেনশানের বিস্তারিত নিয়ে ভিডিও আসছে আমাদের ফেবু ও ইউটিউবের পাতায়।