


ঈদের যাত্রাকে নির্বিঘ্ন করতে প্রতিবারের মতো এই বছরেও Yamaha নিয়ে এলো Rev on the Go Service Campaign.
এই ক্যাম্পেইনে থাকছে-
১। ইঞ্জিন ওয়েল পরিবর্তন, ড্রাইভ চেইন এডজাস্টমেন্ট, RPM চেক, ফুল ব্রেক অপারেশন চেক, কুলেন্ট লেভেল চেক, Throttle অপারেশন চেক, টায়ার প্রেশার চেক, ইলেকট্রনিক অপারেশন চেক।
২। Spare Parts এবং Yamalube এর উপর ১০% ডিসকাউন্ট।
৩। জিরো সার্ভিস চার্জ।
৪। স্ন্যাকস এর ব্যবস্থা।
এবং যেকোনো মোটরসাইকেল ইউজারের জন্য এই সুবিধাগুলো প্রযোজ্য।
১৪ থেকে ১৫ তারিখে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কুমিল্লা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, গাজিপুর, মাদারিপুর মিলে দেশের বিভিন্ন পয়েন্টে হাইওয়েতে সার্ভিসিং বুথ নিয়ে বাইকারদের সকল প্রকার সহযোগীতার জন্য আছে Yamaha।
এবার ঈদের যাত্রা হোক ঝামেলাহীন, নিরাপদ, আনন্দের।
বিস্তারিত:
বাইক নিয়ে বিভিন্ন বিষয় জানতে ও জানাতে ভিসিট করুন
আমাদের ফেইসবুক পেইজ
https://www.facebook.com/curiousbiker
আমাদের ফেইসবুক গ্রুপ