বর্ণাঢ্য আয়োজন ও হাজারো রাইডারের অংশগ্রহণে শনিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হলো ‘ইয়ামাহা বাইক কার্নিভ্যাল ২০২৫’। ঢাকার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানটি দেশের বাইকপ্রেমীদের এক মহামিলনমেলায় পরিণত হয়।
ইয়ামাহা বাংলাদেশের পরিবেশক এসিআই মটরস ২০১৬ সালে যাত্রা শুরু করে। আসছে ১১ নভেম্বর ইয়ামাহা ও এসিআই মটরসের এই সফল পথচলার নবম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজন করা হয় দিনব্যাপী এই উৎসবের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত রাইডাররা উপভোগ করেন টেস্ট রাইড, জিমখানা, স্টান্ট শোসহ নানা রোমাঞ্চকর বাইকিং কার্যক্রম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস, উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
সুব্রত রঞ্জন দাস বলেন,
“প্রতিবছর আমরা ইয়ামাহা দিবস উদযাপন করি, তবে এবার আয়োজনটি ছিল আরও বড় পরিসরে। সারা দেশ থেকে পাঁচ হাজারের বেশি রাইডার অংশ নিয়েছেন। আমরা শুধু মোটরসাইকেল বিক্রি করছি না, বরং বাংলাদেশের বাইক সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। ভবিষ্যতে এই আয়োজনকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চাই, যেখানে বিদেশি বাইকাররাও অংশ নেবে। ইয়ামাহা এখন তরুণদের স্বপ্নের প্রতীক—এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।”
এসিআই মটরসের মহাব্যবস্থাপক হোসাইন মোহাম্মদ বলেন,
“আমরা বিশ্বাস করি, ইয়ামাহা শুধু একটি ব্র্যান্ড নয়—এটি একটি বিশাল পরিবার। সামনে আরও উদ্ভাবন, উন্নত সেবা ও গ্রাহক অভিজ্ঞতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।”
বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে ইয়ামাহা এখন একটি শীর্ষস্থানীয় নাম। তরুণ প্রজন্মের কাছে এটি ‘স্বপ্নের বাইক’ হিসেবে পরিচিত। বিক্রির শীর্ষে থাকা এই ব্র্যান্ডের সাফল্যের পেছনে রয়েছে এসিআই মটরসের অবিচ্ছিন্ন সহযোগিতা। শুরু থেকেই নতুন নতুন মডেল, মানসম্মত বিক্রয়োত্তর সেবা ও গ্রাহককেন্দ্রিক উদ্যোগের মাধ্যমে ইয়ামাহা ও এসিআই মটরস বাইকপ্রেমীদের আস্থা অর্জন করেছে।
ইয়ামাহা বাইক কার্নিভ্যালে বাইকিং কার্যক্রম ছাড়াও ছিল ইয়ামাহার বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী। সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক পর্বে কণ্ঠশিল্পী কনা ও কিংবদন্তি শিল্পী নগরবাউল জেমসের মনোমুগ্ধকর পরিবেশনা উৎসবের উচ্ছ্বাস আরও বাড়িয়ে তোলে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই আয়োজনে গ্রাহক ও রাইডারদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হলো ইয়ামাহা ও এসিআই মটরসের, যা ভবিষ্যতে বাংলাদেশের মোটরসাইকেল সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।




