Yamaha R15S: মধ্যবিত্তের প্রিয় স্পোর্টস বাইক R15-এর আরও সস্তা ভার্সন আনছে ইয়ামাহা

অক্টোবর 30, 2021

Yamaha R15S: মধ্যবিত্তের প্রিয় স্পোর্টস বাইক R15-এর আরও সস্তা ভার্সন আনছে ইয়ামাহা

বাজেটের মধ্যে সেরা স্পোর্টি ফুল ফেয়ার্ড বাইকে কোনটা? বাইকপ্রেমীদের জিজ্ঞাসা করলে তাঁদের সম্মিলিত সুর একটা কথাই বলবে, ‘Yamaha R15’। দীর্ঘকাল ধলে সোঁ সোঁ করে দ্রুতগতিতে মধ্যবিত্তের বাইক চালানোর স্বপ্নপূরণ করে আসছে ইয়ামাহার এই এন্ট্রি লেভেল স্পোর্টস বাইক। সম্প্রতি আবার Yamaha R15-এর চতুর্থ প্রজন্মের মডেল R15 V4 ও R15M আত্মপ্রকাশ করেছিল।

USD ফর্ক, কুইকশিফটার, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ব্লুটুথ কানেক্টিভিটি-র মতো প্রযুক্তি দেওয়ার কারণে বাইকগুলি ইতিমধ্যেই মার্কেটে ‘হিট’ তকমা পেয়েছে। তবে, নতুন আপডেটের কারণে R15-এর নতুন মডেলের দাম ১০-২০ হাজার টাকার কাছাকাছি বেড়েছে। এতএব, মূল্য যাতে মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে এবার একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চের পরিকল্পনা করছে ইয়ামাহা। যার নামকরণ করা হয়েছে Yamaha R15S।

- গরম ডিস্কে পানি দিলে এর প্রভাব কি হতে পারে?

অর্থাৎ কয়েকবছর আগে Yamaha R15 V2-এর সাথে বিক্রীত R15S মডেলটি রি-লঞ্চ হতে চলেছে। এর মধ্যেই পরিবহন দপ্তরে নামটির নথিভুক্তিকরণ সম্পূর্ণ হয়েছে।

Yamaha R15S কি R15 V3-এর রিব্র্যান্ডেড ভার্সন?

যারা কম বাজেটের মধ্যে স্পোর্টস বাইক খুঁজছেন, তাঁদের জন্য Yamaha R15S আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এতে Yamaha R15 V4-এর মতোই স্টাইলিং থাকতে পারে। কিন্তু, দামে কাটছাঁট করার লক্ষ্যে কয়েকটি অ্যাডভান্সড ফিচারের উপর কোপ পড়তে পারে। আবার বাইকটি Yamaha R15-এর রিব্র্যান্ডেড ভার্সন হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, ডিলারদের কাছে R15 V3-এর স্টক অবিক্রীত অবস্থায় পড়ে। ফলে এতে নতুন কালার এবং গ্রাফিক্স যোগ করে আরও আকর্ষণীয় করে R15S নামে বাজারে ছাড়া হতে পারে।

উল্লেখ্য, Yamaha R15 V2-এর সময়কালে স্ট্যান্ডার্ড মডেলের পাশাপাশি ‘S’ নামাঙ্কিত একটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছিল। V2-এর ব্যাক সিট উঁচু ও ছোট হওয়ায় ব্যাক সিট-এ বসা আরোহীর সমস্যা হতে পারে। সেই কথা মাথায় রেখেই R15S-এর ব্যবহারিক দিকে জোর দেওয়া হয়। ফলস্বরূপ এটি সিঙ্গেল-পিস সিটের সাথে এসেছিল। মডেল দু’টির ডিজাইন ছিল প্রায়ই একইরকম৷ যদিও ফিচারের ক্ষেত্রে কয়েকটি জায়গায় অদলবদল ঘটানো হয়েছিল।

নতুন Yamaha R15S

আপকামিং ইয়ামাহা আরওয়ানফাইভ এস বাইকে R15 V4-এর মতোই ডিজাইন ও স্টাইল ধরে রাখা হবে বলে মনে করা হচ্ছে। কারণ, পুরনো মডেলের মতো দেখতে কোনও বাইক কেনার আগ্রহ নাও দেখাতে পারে ক্রেতারা। ইয়ামাহা আরওয়ানফাইভ এস-এ ইউএসডি ফর্ক, নতুন কালার, নতুন গ্রাফিক্স এবং বহিরঙ্গে ডিজাইন আপডেট দেখা যেতে পারে। কিন্তু দাম কম রাখার কারণে কুইকশিফটার, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম-সহ নানা ফিচার অনুপস্থিত থাকতে পারে।

টাইপ অ্যাপ্রুভাল সার্টিফিকেট অনুযাযী, পুরনো ইয়ামাহা আরওয়ানফাইভ ভি৩-এর মতো নয়া আরওয়ানফাইভ এস-এ ১৫৫ সিসি-র লিকুইড কুল্ড ইঞ্জিন দেওয়া হবে। যার পাওয়ার আউটপুট ১৮.৬২ পিএস (১৩.৭ কিলোওয়াট)। অর্থাৎ এটি আরওয়ানফাইভ ভি৪-এর চেয়ে ০.২ পিএস বেশি পাওয়ার দেবে।

কয়েকদিনের মধ্যেই ইয়ামাহার তরফ থেকে আরওয়ানফাইভ এস বাইকটির অফিসিয়াল ঘোষণা আসবে বলে আশা করা যায়।

সুত্র টেকগাপ