ইয়ামাহা দিচ্ছে ঘরে বসে অনলাইনে বাইক সার্ভিস বুকিং এর সুবিধা

ডিসেম্বর 24, 2019

ইয়ামাহা দিচ্ছে ঘরে বসে অনলাইনে বাইক সার্ভিস বুকিং এর সুবিধা

মোটরবাইক, সবার ভালবাসার বস্তু। অনেকে হয়ত সারা জিবনের সঞ্চয় এক-করে সখের বাইক টি নিজের করে নিয়েছেন। কিন্তু আপনি যে বাইকই চালান না কেন, যে কোম্পানির বাইক চালান না কেন, তা যদি সঠিক সময়ে, নিয়ম মাফিক ভাবে সার্ভিস না করান তবে তা থেকে দীর্ঘ স্থায়ি সুবিধা নিতে পারবেন না।

দেশে প্রতিদিন বাড়ছে বাইকের সংখ্যা, সেই সাথে বাড়ছে না গুনগত মান সম্পন্ন বাইকের সার্ভিস স্টেশান। তাই প্রতিনিয়ত ভালো সার্ভিস পয়েন্টে বাড়ছে বাইকার এর ভিড়। এই ভিড় সামলাতে রিতিমত হিমশিম খেতে হচ্ছে সার্ভিস পয়েন্টে কর্মরত ব্যক্তিদের। এতে বাইকার ও সার্ভিস স্টেশান দু পক্ষের সময় অপচয় হচ্ছে আর সার্ভিস সিরিয়াল নিয়ে তো বিড়ম্বনা আছেই।

এই সব কিছু চিন্তা করে বিশ্ব বিখ্যাত ব্রান্ড ইয়ামাহার বাংলাদেশে একমাত্র পরিবেশক ACI Motors ঘরে বসে, অনলাইনে বাইকের সার্ভিস বুকিং এর সুবিধা চালু করেছে।

বাংলাদেশে ইয়ামাহা ব্যাবহার কারিদের সুবিধারথে মোবাইলের মাধ্যমে কিভাবে আপনি আপনার বাইকের সার্ভিস বুকিং করবেন তার বিস্তারিত তুলে ধরা হল…

প্রথমেই আপনি আপনার সুবিধা মত যে কোন ব্রাউসারে গিয়ে লিখুন booking.yamahabd.com

এন্টার প্রেস করবার পরে নিচের পেইজ টি আসবে, সেখানে আপনি আপনার বাইকের চেসিস নাম্বার টি ইনপুট করে সাবমিট বাটনে ক্লিক করুন।

সাবমিট বাটনে ক্লিক করার পরে এই পেইজ টি আসবে, যেখানে আপনার নাম ও ফোন নাম্বার শো করবে, এবার আপনি বাকি খালি অংশে আপনার তথ্য দিবেন

যে সকল অংশে * মার্ক আছে সে অংশে অবশ্যই আপনাকে সথিক তথ্য দিতে হবে।

এখানে সবচেয়ে সুবিধার বিষয় হচ্ছে এই , একে তো আপনি ঘরে বসে সার্ভিস বুকিং করতে পারছেন পাশাপাশি আপনার সুবিধা মত ডেইট ও টাইম দিতে পারছেন।

এর পরে আসবে সার্ভিস টাইপ, এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন আপনি কি ধরনের সার্ভিস নিতে চাচ্ছেন, ফ্রি নাকি পেইড। পেইড হলে আপনি কত টাকার পেকেজ নিতে চাচ্ছেন তাও দাম সহ দেওয়া আছে, আপনার প্রয়োজনীয় পেকেজ টি নির্বাচন করে নিবেন।

অবশ্যই আপনার বাইকের কত কি মি চলছে তা উল্লেখ কর দিবেন।

এখানে আপনি নির্ধারণ করে দিবেন, আপনি কোন পয়েন্ট থেকে সার্ভিস নিতে চান।

আপনি কোন সময়ে সার্ভিস টি নিতে চান তা উল্লেখ করে দিবেন

সব শেষে আপনার বাইকের কোন সমস্যা থাকলে তাও উল্লেখ করে দিবেন। এর পর সাবমিট বাটনে ক্লিক করবেন।

আপনার দেওয়া ডেইট ও টাইমে যদি খালি না থাকে তবে নিচের এসএমএস টি দেখাবে। এবার আপনি আবার আপনার সুবিধা মত নতুন টাইম ও ডেইট দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন।

সব কিছু ঠিক থাকলে আপনাকে, আপনার অনলাইনের বুকিং আইডি সহ এই পপ-আপ টি দেখাবে।

আপনি ওকে প্রেস করলে আপনাকে Service Reservation Form টা দেখাবে।

আপনি প্রিন্ট বাটনে ক্লিক করে সরাসরি প্রিন্ট করে নিতে পারেন বা এই পেইজ টি পিডিএফ করে আপনার ফোনে সেইভ করে নিতে পারেন যেন সার্ভিস এ যাবার সময় প্রিন্ট করে নিতে পারেন।

ব্যাস হয়ে গেল আপনার সার্ভিস বুকিং। একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে তা হল আপনার দেওয়া সময়ের অন্তত ১০ মিনিট আগে নির্ধারিত সার্ভিস পয়েন্টের দায়িত্ব প্রাপ্ত বেক্তির নিকট বাইক সহ রিপোর্ট করতে হবে।