ইয়ামাহা বাইকের বর্তমান দাম গুলো দেখে নিন

জুন 01, 2022

ইয়ামাহা বাইকের বর্তমান দাম গুলো দেখে নিন

মে, ২০১৯ থেকে গাজীপুরের শ্রীপুরে ইয়ামাহার ফ্যাক্টরী স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশে উৎপাদন শুরু করে এ সি আই মটরস্। তবে সেটা CKD পদ্ধতিতে হবার কারনে সকল যন্ত্রাংশের জন্য আমদানীর উপর নির্ভরশীল।
ডলার দরবৃদ্ধির ফলে সেসব আমদানী করতে হচ্ছে বাড়তি দামে। আর প্রিমিয়াম সেগমেন্ট এর মোটরবাইক Yamaha R15 V3, Yamaha XSR 155, Yamaha MT15 ইত্যাদি মডেলগুলো CBU ইউনিট আকারে সম্পুর্ন প্রস্তুত হয়ে আসছে বিদেশ থেকে।
এইসমস্ত নানান কারণে নতুন মূল্য সমন্বয় করা হয়েছে

এক নজরে দেখে নেওয়া যাক বর্তমান দাম উপহার গুলো
R15M মডেলের মূল্য ৫,৫৫,০০০ টাকা। এবং বিদ্যমান ইয়ামাহা ইউজারের জন্য রয়েছে ১০,০০০ টাকা ক্যাশব্যাক।
👉 R15 V4 Racing Blue মডেলের মূল্য ৫,8৫,০০০ টাকা। এবং বিদ্যমান ইয়ামাহা ইউজারের জন্য রয়েছে ১০,০০০ টাকা ক্যাশব্যাক।
👉 R15 V4 Dark Knight এবং Metallic Red মডেলের মূল্য ৫,৪০,০০০ টাকা। এবং বিদ্যমান ইয়ামাহা ইউজারের জন্য রয়েছে ১০,০০০ টাকা ক্যাশব্যাক।
👉 FZ-X মডেলের মূল্য ৩,৫০,০০০ টাকা। এবং বিদ্যমান ইয়ামাহা ইউজারের জন্য রয়েছে ৫,০০০ টাকা ক্যাশব্যাক।

👉 R15 V3 মডেলে থাকছে ২৫,০০০ টাকা ক্যাশব্যাক! ক্যাশব্যাক পরবর্তী অফার মূল্য ৪,৬০,০০০ টাকা।
👉 XSR 155CC মডেলে থাকছে ২৫,০০০ টাকা ক্যাশব্যাক! ক্যাশব্যাক পরবর্তী অফার মূল্য ৫,২০,০০০ টাকা।
👉 MT 15 মডেলের মূল্য ৪,১৫,০০০ টাকা।
👉 Fazer Fi V2 মডেলে থাকছে ৫,০০০ টাকা ক্যাশব্যাক! ক্যাশব্যাক পরবর্তী অফার মূল্য ২,৬৬,০০০ টাকা।
👉 FZ-S Fi V3 ABS মডেলের মূল্য ২,৪৪,০০০ টাকা।
👉 FZ-S Fi V3 ABS Vintage Edition মডেলের মূল্য ২,৪৬,০০০ টাকা।
👉 FZ-S Fi V2 মডেলের মূল্য ২,১৫,০০০ টাকা।
👉 Ray ZR Street Rally 125 Fi Scooter মডেলের মূল্য ২,৩০,০০০ টাকা।
👉 Saluto 125cc মডেলে থাকছে ৩,০০০ টাকা ক্যাশব্যাক! ক্যাশব্যাকের পরবর্তী অফার মূল্য ১,৩০,০০০ টাকা।