করোনায় উৎপাদন কার্যক্রম বন্ধ করল ইয়ামাহা

মে 10, 2021

করোনায় উৎপাদন কার্যক্রম বন্ধ করল ইয়ামাহা

ভারতীয় মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইয়ামাহা উৎপাদন কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে উচ্চ সংক্রমণের কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয় তারা।

সোমবার (১০ মে) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, আগামী ১৫ থেকে ৩১ মে পর্যন্ত সব প্রকার কার্যক্রম বন্ধ থাকবে।

তবে আগামী জুনের ১ তারিখ থেকে প্রতিষ্ঠানটি কার্যক্রমে ফিরবে কিনা সে বিষয়ে বিবৃতিতে কিছু জানায়নি।

তবে কোভিড পরিস্থিতির উন্নতি হলে তারা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।

কোম্পানিটি বলছে, তাদের প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে কর্মীদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করা। এমনকী তার সকল প্রকার ডিলার ও সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা আপাতত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে কর্পোরেট ও অঞ্চলভিত্তিক অফিসের কর্মীরা বাসায় বসে গ্রাহকদের সেবা দিতে পারে।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১০ মে) পর্যন্ত ভারতে মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৪১০ জন। এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১৪৬ জনের।

রোববার (৯ মে) দেশটিতে আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ৩ হাজার ৭৩৮ জন এবং মৃত্যু হয়েছিল ৪ হাজার ৯২ জনের।

তবে এখানে আমাদের আতংকিত হবার কিছুই নেই, আমাদের দেশে ইন্ডিয়া থেকে বাইক আমদানি করে সরবরাহ করা হয় যেখানে তারা ২/৩ মাস এর চাহিদা মাফিক বড় সংখ্যক বাইক একসাথে আমদানি করে.

খবর এনডিটিভির