কিভাবে বাইকের মাইলেজ চেক করবেন?

নভেম্বর 22, 2019

কিভাবে বাইকের মাইলেজ চেক করবেন?

বাইক কেনার পরে আমাদের সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে অভিযোগ থাকে তা হল বাইকের মাইলেজ। কারো বাইকে আসোলেই মাইলেজ নিয়ে সমস্যা থাকে, কারো বাইক চালানোর ধরনে সমস্যা থাকে আবার কেউ বুঝতেই পারেন না বাইকে কত মাইলেজ পাচ্ছেন?

বাইকের মাইলেজ পরিমাপের কাজ টা একদম সহজ। এর অনেক গুলা পধত্তি আছে। তার মধ্যে দুটি পধত্তি নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করবো।

কিভাবে বাইকের মাইলেজ বাড়াবেন তা নিয়ে আমাদের বিস্তারিত একটি আর্টিকেল আছে। আর্টিকেল টি পড়তে ক্লিক করুন।

সবচেয়ে বেশি ব্যবহৃত পধত্তি হচ্ছে রিজার্ভ থেকে পরিমাপ করা । আরেকটু পরিস্কার করে বলছি ।

প্রথমে যখন আপনার বাইকটি রিজার্ভার এ আসে, তখন ট্রিপ মিটার টি ফিক্স করুন । এবার ফুয়েল পাম্প এ গিয়ে ১ লিটার ফুয়েল নিন।যতক্ষণ আপনার বাইকটি পুনরায় রিজার্ভার এ না আসে, ততক্ষন চালান । এবার দেখুন কত মিটার চলেছে।

এভাবেই আপনি আপনার ট্রিপ মিটার থেকে মাইলেজ এর হিসাব পেতে পারেন।একই পদ্ধতি কয়েকবার অনুসরণ করার পর সবগুলি হিসাবের একটি গড় করবেন আর তাহলেই পেয়ে যাবেন আপনার বাইকের সঠিক মাইলেজ।

যাদের বাইকে রিজার্ভার নেই ? তারা কিভাবে করবেন ?
বলে দিচ্ছি সহজ উপায়

আপনারা যেটা করতে পারেন প্রথমে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক টি পুরপুরি খালি করুন । এরপর একটি বোতলে ১ লিটার ফুয়েল নিন ।ফুয়েল ট্যাঙ্কে সুধুমাত্র বতলের ১ লিটার ফুয়েল প্রবেশ করান ।

১লিটার ফুয়েল ভরার পর বর্তমান কিলোমিটার রিডিং(কিলোমিটার ১)টি নিবেন । বাইকটি চালিয়ে যখন প্রথম ১ লিটার শেষ হয়ে যাবে এবার কিলোমিটার রিডিং (কিলোমিটার ২) টি নিবেন । এবার ২য় রিডিং আর ১ম রিডিং এর পার্থক্যই হল আপনার মাইলেজ । একই পদ্ধতি কয়েকবার অনুসরণ করার পর সবগুলি হিসাবের একটি গড় করবেন আর তাহলেই আপনার বাইকের সঠিক মাইলেজটি বের হবে। তবে, এই মাইলেজ পরীক্ষা যতটা সম্ভব স্বাভাবিক ট্রাফিক অবস্থায় করার চেষ্টা করবেন ।

আর হা আপনার সাথে অবশ্যই অতিরিক্ত ফুয়েল রাখবেন যাতে ফুয়েল শেষ হয়ে গেলে আপনি বাইকটি আবার চালাতে পারেন।