খুব সজেই ডিজিটাল নাম্বার প্লেট

মার্চ 21, 2020

খুব সজেই ডিজিটাল নাম্বার প্লেট

বাইক কেনার পরে আমাদের প্রথম যে কাজটি করতে হয় তা হলো বাইক টিকে নিজের নামে নিবন্ধন করে নেওয়া।

অনেকেই ভাবেন, এই নিবন্ধন কাজটি বেশ ঝামেলা পূর্ণ তাই বেশিরভাগ নতুন বাইকের ক্রেতা এই কাজটি শোরুম এর উপর দিয়ে থাকে।

সত্যি কথা বলতে এই কাজটি তেমন ঝামেলাপূর্ণ নয় বাইক নিজের নামে নিবন্ধন করতে বিআরটিএ-তে আপনাকে যে সকল পেপার সাবমিট করতে হয় তার সবকিছু শোরুম থেকে একবারে ফাইল আকারে আপনাকে দিয়ে দিবে আপনি চাইলে খুব সহজেই নিজের নাম্বারটি নিজের করে নিয়ে নিতে পারবেন।

ধরেন আপনি এত ঝামেলা পোহাতে চান না এবং সবকিছু আপনি শোরুম এর উপর দিয়ে দিলেন শোরুম আপনাকে বাইকের নাম্বার করিয়ে দিল।

যেহেতু আপনার প্রথমেই ডিজিটাল নাম্বার প্লেট আসবেনা তাই ডিজিটাল নাম্বার প্লেট সংগ্রহ করতে আপনাকে কোনো না কোনো সময়ে বিআরটিএ-তে নিজে গিয়ে উপস্থিত হতে হবে।

এখন প্রশ্ন হচ্ছে কীভাবে আপনি এই নাম্বার প্লেট সংগ্রহ করবেন যেহেতু এখানে শোরুম আপনাকে আর কোনো হেল্প বা সাহায্য করতে পারবেনা?

কাজটা একদম সোজা মাত্র 15 থেকে 20 মিনিট লাগবে আপনার নাম্বার প্লেট সংগ্রহ করতে আসুন জেনে নিই কিভাবে কি করতে হবে

আপনার বাইকের নাম্বার আসার কিছুদিনের মাথায় আপনার ফোন নাম্বার এ বাইকের ডিজিটাল নাম্বার প্লেট রেডি হয়েছে এই মর্মে একটি এসএমএস আসবে

এসএমএসে বাইকের নাম্বার প্লেট সংগ্রহ করার কোন ডেট দেওয়া থাকতেও পারে আবার নাও থাকতে পারে

আবার আবার নির্ধারিত ডেটে আপনাকে উপস্থিত হতে হবে এমনটি নয়

আপনার ফোনে এসএমএস আসার পর এবং আপনি যখন বিআরটিএ-তে উপস্থিত হবেন ঠিক তখনই আপনার মূল কাজগুলো শুরু হবে

প্রথম ধাপ

এসএমএস আসার পরে আপনি বিআরটিএ-তে উপস্থিত হবেন সাথে রেজিস্ট্রেশন নাম্বার নাম্বারের ফটোকপি রেজিস্ট্রেশন এর জন্য জমা দেওয়া মানি রিসিট আর ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এর ফটোকপি জমা দিতে হবে।

এই তিনটে পেপার এর ফটোকপি একসাথে করে পিনাপ করে আপনাকে অরিজিনাল কাগজগুলো সাথে নিয়ে লাইনে দাঁড়াতে হবে।

দ্বিতীয় ধাপ

বিআরটিএ থেকে একজন আপনার সকল পেপার চেক করে পেপার গুলো নিজের কাছে রেখে আর একটি লাইনে দাঁড়াতে বলবে

তৃতীয় ধাপ

কিছুক্ষণ অপেক্ষার পর আপনার লাইনের সামনে থেকে কেউ মাইকের সাহায্যে আপনার বাইকের নাম্বার প্লেট ধরে ডাকতে থাকবে আপনার নাম্বার প্লেট টি বুঝে নিবেন সাথে বিআরটিএ থেকে একজন এসে আপনার বাইকের নাম্বার প্লেট আপনার বাইকে লাগিয়ে দিবে।

লাইন আস্তে আস্তে সামনে এগোতে থাকবে এবং সর্বশেষ আপনার পালা আসলে বিআরটিএ থেকে একজন ডিভাইসের সাহায্যে আপনার বাইক এর সকল তথ্য আরেকবার টুকে রেখে বাইকের সাথে আপনার একটি ছবি তুলে রাখবে।

ব্যাস হয়ে গেল আপনার কাজ এবার আপনিও একজন সম্মানিত ডিজিটাল নাম্বার প্লেট ধারি বাইকার

সাবধানতা

  • আপনি বিআরটিএ-তে ঢোকার সাথে সাথে কিছু লোক আপনার কাছে টাকার বিনিময়ে আপনাকে উপকার করতে চাইবে, তারা বিভিন্ন রকম অফার করবে আপনাকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই করে দিব ইত্যাদি নানান ধরনের কথা কোন অবস্থাতেই তাদের সাহায্য নিবেন না
  • স্বাভাবিকভাবেই আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগবে আর চাপ থাকলে আরেকটু বেশি সময় লাগতে পারে সুতরাং আপনি নিজেই লাইনে দাঁড়িয়ে নিজের কাজটি করে ফেলুন।
  • কোন কোন অবস্থায় বাইকের রেজিস্ট্রেশন পেপার এর অরিজিনাল কপি জমা দিবেন না উত্তেজনায় অনেককে দেখেছি রেজিস্ট্রেশন পেপারটি জমা দিয়ে দিতে।
  • সম্ভব হলে সাথে কাউকে নিয়ে যাবেন আপনার ও বাইকের নিরাপত্তার জন্য কারণ অনেক সময় ফটোকপি করতে হতে পারে আপনাকে, লাইনে দাঁড়াতে হতে পারে বা আপনার সাহায্যে লাগতেই পারে কাউকে।
  • কোন অবস্থাতেই কারো দেওয়া কোন কিছু খাবেন না, শসা, পানি, ডাব কোন কিছুই না।

ব্যাস হয়ে গেল আপনার ডিজিটাল নাম্বার প্লেট আর্টিকেলটি আপনার কোন উপকারে আসলে আপনি এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন যেন তারাও এই আর্টিকেলটি পড়ে উপকৃত হতে পারে।