জার্মানি দেশের অয়েল সমাচার ও আমাদের দেশের বাইকারদের কনফিউশ

এপ্রিল 16, 2022

জার্মানি দেশের অয়েল সমাচার ও আমাদের দেশের বাইকারদের কনফিউশ

Synthesis বা HC-synthsis অয়েল কি সেমি সিন্থেটিক নাকি ফুল সিন্থেটিক?

(সবচেয়ে বেশি প্রশ্ন শুনেছি Liqui Moly street syntheses 10w-30 ,10w-40 বা 15w-50অয়েল কি সেমি সিন্থেটিক নাকি ফুল সিন্থেটিক?? )

জার্মানির অয়েলে কেন এই ব্যাপারে কনফিউসন লাগে?

পোস্টটি শুরু করার আগে জানতে হবে ইঞ্জিন অয়েলে বেইজ অয়েল কাকে বলে আর কত প্রকার। বেশি কঠিনে যাবো না।

একটা অয়েলে ৮০-৯০% থাকে বেইজ অয়েল,আর ১০-২০% থাকে নানা প্রকার এডিটিভ। যেমনঃ ১ লিটার অয়েলে ৮০০-৯০০মি.লি. থাকবে বেইজ অয়েল, বাকিটা এডিটিভ থাকবে

এই বেইজ অয়েল আবার ৫ প্রকারঃ গ্রুপ-১, গ্রুপ-২, গ্রুপ-৩, গ্রুপ-৪ এবং গ্রুপ-৫।

গ্রুপ-১ হচ্ছে পিউর মিনারেল বেইজ অয়েল যেটাকে আমরা মিনারেল অয়েল বলি। যেমনঃ shell advance mineral, Havoline 4t, mobil super 4t ইত্যাদি।

গ্রুপ-২ হলো মিনারেল অয়েলকে হাইড্রোক্র‍্যাক করার পর যেই অয়েল হয় তা। হাইড্রোক্র‍্যাক প্রসেসকে বলা ”সিন্থেটিকের সূচনা“। (হাইড্রোক্র‍্যাক কি ও জানা লাগবে না।) বাজারে এমন অয়েলের সুন্দর এক্সাম্পল Zic M7 অয়েল, Tvs True4 synthetic ,

  • ইঞ্জিন অয়েল ফিল্টার নিয়ে আর হেলাফেলা নয়

    গ্রুপ-৩ থেকে মূলত ফুলি সিন্থেটিকের শুরু। হাইড্রোক্রাক অয়েলকে আরো কিছু প্রসেস যেমন ক্যাটালিটিক ডিওয়াক্সিং, আয়ন ব্লকেজ ইত্যাদি কঠিন কিছু টার্মের মাধ্যমে তৈরি হয় গ্রুপ-৩ ফুল সিন্থেটিক অয়েল। যেমন ঃ Shell Ultra, Castrol power 1 racing, zic m9, Liqui moly Synthesis, Bizol HC synthesis. Mobil-1 ,

  • ইঞ্জিন অয়েল লিক করে কেন

    গ্রুপ-৪ অয়েল হলো PAO(poly alpha olefin) বা PAG(poly alpha glycol) বেইজ অয়েল। এক সময় অনলি এটাকে ফুল সিন্থেটিক বলা হতো। কিন্তু ১৯৯৪ সালে ক্যাস্ট্রল আর মবিলের একটা কালজয়ী মামলায় রায়ে ক্যাস্ট্রল জয়ী হবার পর থেকে গ্রুপ-৩ কেও ফুল সিন্থেটিক বলা হয়।

গ্রুপ-৪ এর চমৎকার এক্সামপল হলো Liqui Moly Street Race Vollysynthesis, (10w-40,10w-50, 20w-50)

এবং Ravenol 10w-40 Volly synthesis PAO+ Ester (এটাতে গ্রুপ ৫ ও মিক্স আছে)

(বাই দ্যা ওয়ে জার্মান ভাষায় ফুলি সিনথেটিক কে Vollysyntheses বলে. সেমি সিন্থেটিককে Telisyntheses বলে)

  • ভুল গ্রেডের ইঞ্জিন অয়েল ইঞ্জিনের কতটা ক্ষতিকর

    গ্রুপ-৫ হলো গ্রুপ-৩ আর ৪ ছাড়া বাকি যা সিন্থেটিক আছে, সেটা। যেমনঃ এস্টার,এল্কাইলেটেড ন্যাপথালিন। এস্টারের আবার সমস্যা এটাকে পিউর বেইজ অয়েল আকারে ইউজ করা যায় না। অন্য কোন বেইজ অয়েল যেমন গ্রুপ-৪ এর সাথে (Ravenol volly syntheses),গ্রুপ-৩ এর সাথে ( motul 7100,300v), মিনারেলের সাথে ( motul 5100, ravenol semi syntheses) মিক্স করে বাজারে ছাড়ে।

তাইলে দেখেন, গ্রুপ-৩ ,৪ আর ৫ কে ফুলি সিনথেটিক বলে সারা বিশ্ব।

সেমি সিন্থেটিক অয়েল তখনই বলা যাবে যখন মিনারেল অয়েল মানে গ্রুপ-১ অয়েলের সাথে যেকোন ফুল সিন্থেটিক অয়েলের মিশ্রন হবে। যেমন ঃ মটুল ৩১০০ (মিনারেল+ গ্রুপ-৩), মটুল ৫১০০ (মিনারেল + গ্রুপ-৫ এস্টার), Ravenol Telisynthesis( মিনারেল+ গ্রুপ ৫ এস্টার)

কাজের কথায় আসি।।

জার্মানির সমস্যা কি??

জার্মানি অলয়েজ নিজেদের একটু এলিট রাখে। জার্মানির অয়েল সেক্টরে একটা আইন আছে যে তাদের দেশের কোন অয়েলের বেইজ অয়েল যদি ১০০% গ্রুপ-৪ বা গ্রুপ-৫ না থাকে তাইলে তারা Fully Synthetic বা জার্মান ভাষায় Vollysynthesis লিখতে পারবে না। এই আইন শুধু জার্মান অয়েল কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য। এইজন্য Liqui Moly Synthesis Bizol Hc-Synthesis, Wolver Synthesis অয়েল গুলো গ্রুপ-৩ ফুল সিন্থেটিক হওয়া সত্তেও তারা ফুল সিন্থেটিক লিখতে পারবে না। তাদের লিখতে হয় Synthesis Technology। আমি জার্মান অয়েলের ওয়েবসাইট গুলার কিছু স্ক্রিন শর্ট দিয়ে দিলাম। তাই, Liqui Moly Synthesis (10w-30,10w40,15w-50), কোন অবস্থায় সেমি সিন্থেটিক অয়েল না,কারন এখানে কোন মিনারেল অয়েলের মিক্সিং নাই। এটা,Shell Ultra, Castrol power 1 racing ,repsol racing full synthetic বা Mobil-1 এর মত গ্রুপ-৩ ফুল সিন্থেটিক।

(এই জিনিসের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেসিলাম 😂😝 তাই বাধ্য হয়ে পোস্ট দিতে হচ্ছে, নেক্সটে কেও এইটা জিজ্ঞেস করলে ঠুস ঠুস গুল্লি করবো 😛 )

জার্মানির অয়েলে Vollysynthesis মানে ফুলি সিনথেটিক লিখা দেখলেই বুজবেন এটায় গ্রুপ-৪ বা ৫ আছে, গ্রুপ-৩ এর কোন ছোয়াও নাই।

যেমনঃ Liqui Moly Street Race Vollysyntheses 10w-40, 10w-50, 20w-50 এইগুলা পিউর গ্রুপ-৪ PAO বেইজড ফুল সিনথেটিক।

Ravenol Vollysynthesis 10w-40 গ্রুপ-৪ PAO এর সাথে গ্রুপ-৫ এস্টার মিক্স ফুল সিন্থেটীক।

তাইলে দেখেন, Synthesis বা Hc-Synthetic টার্মটা যদি জার্মান ব্র‍্যান্ডে দেখেন তখনই শুধু এটাকে গ্রুপ-৩ ফুল সিন্থেটিক ভাববেন। অন্য কোন দেশের অয়েলে Synthesis বা Hc-synthesis লিখা থাকলে সেটা কিন্থ গ্রুপ-৩ ফুল সিন্থেটিক না, গ্রুপ-২ অয়েল হবে।। যেমন ঃ কোরিয়ান Zic M7 synthese Techonology একটা গ্রুপ-২ অয়েল। ঠিক তেমন ভাবে আমেরিকান Castrol Magnatec synthetic Technology কার অয়েল একটি গ্রুপ-২ বেইজ অয়েল,গ্রুপ-৩ নয়।

লেখাঃ সাহেদ হাসান আবীর