জীবনে প্রথম বাইক কেনার ক্ষেত্রে নতুন বাইক নাকি সেকেন্ড হ্যান্ড বাইক কেনা ভালো হবে?

ডিসেম্বর 22, 2022

জীবনে প্রথম বাইক কেনার ক্ষেত্রে নতুন বাইক নাকি সেকেন্ড হ্যান্ড বাইক কেনা ভালো হবে?
জীবনে প্রথম বাইক কিনবেন আহা এর চেয়ে বড় সুসংবাদ খুশির সংবাদ আর হতেই পারে না। আমি যখন প্রথম বাইক কিনব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, তিন চার দিন আমার ঘুমই হচ্ছিল না।

জীবনে প্রথম বাইক কিনবেন আহা এর চেয়ে বড় সুসংবাদ খুশির সংবাদ আর হতেই পারে না।

আমি যখন প্রথম বাইক কিনব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, তিন চার দিন আমার ঘুমই হচ্ছিল না।

বাইক মোছার জন্য ন্যাকড়া, বিভিন্ন জিনিস সংগ্রহ করতে শুরু করে দিলাম। বড় বড় সাইট ব্লগ গুলো পড়তে শুরু করে দিলাম নতুন বাইক কিভাবে মেইনটেইন করতে হয়।

যাইহোক সেগুলো অন্য গল্প আজকে আপনাদেরকে শোনাবো জীবনে প্রথম বাইক কেনার ক্ষেত্রে নতুন বাইক নাকি সেকেন্ড হ্যান্ড বাইক কেনা ভালো হবে?

আরো পড়ুন

আপনি যদি নতুন চালক হয়ে থাকেন অথবা আপনি এই বাইকটা কিনে বাইক চালানো শিখবেন এরকম যদি সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে আমি বলব আপনি সেকেন্ড হ্যান্ড বাইকের দিকেই বেশি নজর দিন।

সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয়ের সুবিধা / অসুবিধা ( বাংলাদেশের পরিপ্রেক্ষিতে)

১. সস্তায় ক্রয় করা যায় কিন্তু বাইক এর ইঞ্জিন পার্টস সম্পরকে আপনি অজ্ঞাত, তাই ভাল বা খারাপ হতে পারে।

২। ব্রেইক ইন প্রিয়ড এর জন্য অপেক্ষা করা লাগে না তাই নিয়েই ইচ্ছেমত ড্রাইভ করা যায়।

৩।বাইক ক্রয় করে কিছু না কিছু মেইন্টেনেন্স খরচ আছে।

৪। মালিকানা পরিবর্তন করা ছাড়া আর তেমন কোন বি আর টি এর কাজ নাই। নুতন বাইক ক্রয় করলে নম্বরের জন্য অপেক্ষা করা লাগে।

নুতন বাইক ক্রয়ের সুবিধা / অসুবিধা

১। ক্রয়ের সাথে রেজিস্ট্রেসন খরচ।

২। নিজের হাতে ব্রেকিং প্রিয়ড অতিক্রম করলে ইঞ্জিনের পারফর্মেন্স যেমন ভাল হয় টেকসই হয়।

৩। নুতন বাইকে ৪/৫ বছর মেজর কন মেইন্টেনেন্স খরচ নাই বললেই চলে।

৪। বি আর টি এ ৩/৪ বার যাওয়া লাগে, এটা একটা পেইনফুল কাজ। একবার নম্বরের জন্য একবার ফিংগারের জন্য।

আরো পড়ুন

বাইক ক্রয়ের আগে কিছু বিষয় দেখে নিন -

  • প্রথমত আপনি যে বাইকটি ক্রয় করতে চাচ্ছেন সেটি সম্পর্কে আপনার ধারণা কতটুকু আছে।
  • বাইকটি সম্ভব হলে টেস্ট রাইড করে দেখুন।
  • বাইকটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা, মেইটেনেন্স করতে পারবেন কিনা সেটা দেখুন।
  • বাইকটির পার্টস এভেইলেবল কিনা। এখন আপনি এমন বাইক ক্রয় করলেন যেটার পার্টস সহজে পাওয়া যায় না। তাহলে আপনাকে পরবর্তিতে ঝামেলায় পরতে হবে।
  • বাইকটির সম্পর্কে এক্সপার্ট এডভাইস নিতে পারেন।
  • অনেক গুলো অপশন দেখে নিন। কম্পেয়ার করুন।
  • কোন কোম্পানির বাইক নিচ্ছেন। তাদের সার্ভিস কেমন সেটা দেখে নিন।

আজকে এই পর্যন্তই। আমাদের ইউটিউব পেইজ টি সাবস্ক্রাইব করতে পারেন। ফলো করতে পারেন আমাদের ফেইসবুক পেইজ টি।

আরো পড়ুন