মোটর সাইকেলের মধ্যে টর্ক ও আরপিএম কী? এগুলো দেখে কিভাবে মোটর সাইকেলের গতির গুণমান বোঝা যায়?

জানুয়ারি 02, 2023

মোটর সাইকেলের মধ্যে টর্ক ও আরপিএম কী? এগুলো দেখে কিভাবে মোটর সাইকেলের গতির গুণমান বোঝা যায়?
RPM = Revolutions per minute. এর অর্থ হলো প্রতি মিনিটে মোটরসাইকেলের ইঞ্জিনের (যেকোনো যন্ত্র ) ফ্লাই হুইল কত পাক ঘুরে । টর্ক হলো ফ্লাই হুইল ও চাকার ঘুর্নন অনুপাত ।টর্ক কম বেশি হয় গিয়ার পরিবর্তনের মাধ্যমে ।

টর্ক হল ঘূর্ণন সৃষ্টির প্রবণতা।

আরপিএম মানে রেভোলিউশন পার মিনিট। অর্থাৎ মিনিটে চাকাটি কত বার ঘুরছে তা নির্দেশ করে।

ফুললি লোডেড অবস্থায় স্টার্টিং টর্কের মান দেখে বোঝা যাবে আপনার ইঞ্জিনের শক্তিমত্তা।আর আর পি এম থেকে গাড়ির গতিবেগ বোঝা যায় ।

আরো পড়ুন

অন্য দিকে আরপিএম হচ্ছে রেভুলোশন পার মিনিট যেটা কোন বস্তু প্রতি মিনিটে কত বার ঘুরছে তা নির্দেশ করে,,,রাশিটি কৌণিক গতিতে রয়েছে,,,এটিকে রৈখিক গতিতে কনভার্ট করে নিলে আপনি মোটরসাইকেল এর গতি জানতে পারবেন।

কৌণিক গতি… W=2π/60

রৈখিক গতি,,, v=w*r

…………………… =n*2πr/60

nহচ্ছে চাকাটি প্রতি মিনিটে যত বার ঘুরছে তার মান

এখারে r হচ্ছে চাকার ব্যসার্ধ,

π=3.1416 যা ধ্রুবক।

RPM = Revolutions per minute. এর অর্থ হলো প্রতি মিনিটে মোটরসাইকেলের ইঞ্জিনের (যেকোনো যন্ত্র ) ফ্লাই হুইল কত পাক ঘুরে ।

টর্ক হলো ফ্লাই হুইল ও চাকার ঘুর্নন অনুপাত ।টর্ক কম বেশি হয় গিয়ার পরিবর্তনের মাধ্যমে ।

আরো পড়ুন

উদাহরণ : ফাস্ট গিয়ারে ফ্লাই হুইল 7 বার ঘুরলে চাকা 1 বার ঘুরবে ।( টর্ক বেশি, ব্যবহার : গাড়ি চালু বা খাড়া ব্রিজে ওঠা )

4র্থ গিয়ারে ফ্লাই হুইল 2 বার ঘুরলে চাকা 1 বার ঘুরবে ।( টর্ক কম, সমান রাস্তায় গাড়ি চালানো বা দ্রুত চালানো )