ড্রাইভিং লাইসেন্স এর পরিক্ষা কারা নেন? ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড (ডিসিটিবি) কি?

মে 16, 2021

ড্রাইভিং লাইসেন্স এর পরিক্ষা কারা নেন? ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড (ডিসিটিবি) কি?

মোটরযান বিধিমালা ১৯৮৪ এর বিধি ৬ অনুযায়ী প্রত্যেক মেট্রো এবং জেলায় ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড (ডিসিটিবি) থাকবে। যা নিমোক্ত সদস্যদের নিয়ে গঠিতঃ

জেলা ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড

১- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট- চেয়ারম্যান

২- পুলিশ সুপার মনোনীত অতিরিক্ত পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা

৩- সিভিল সার্জন মনোনীত মেডিকেল অফিসার

৪- বিআরটিএ ‘ র মোটর‍যান পরিদর্শক-সদস্য সচিব

মহানগর ডিসিটিবিঃ

১- অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম- চেয়ারম্যান

২-উপপুলিশ কমিশনার (ট্রাফিক) বা পুলিশ কমিশনার মনোনীত সহকারী পুলিশ কমিশনার।

৩-মেডিকেল কলেজের অধ্যক্ষ মনোনীত সহকারী অধ্যাপক

৪-সড়ক ও মহাসড়ক বিভাগের চীফ ইঞ্জিনিয়ার কর্তৃক মনোনীত ম্যাকানিকাল বা অটোমোবাইল সাবডিভিশনাল ইঞ্জিনিয়ার

৫- সংশ্লিষ্ট এলাকার পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মনোনীত ইন্সট্রাক্টর

৬- বিআরটিএ’র মোটরযান পরিদর্শক -সদস্য সচিব

সুতরাং আপনি পরিক্ষায় পাশ না ফেল করেছেন তা সকলের সম্মতিতে নির্ধারণ হয়।

পরিক্ষায় পাশ করার পর আপনার মূল লার্ণার হারিয়ে ফেলেছেন। এখন আপনি কি করবেন?

থানায় জিডি করে লার্নার এর প্রতিলিপি সংগ্রহ করতে হবে। ব্যাংকে ফি জমা দিতে হবে ১৭৩/- (১৫% ভ্যাটসহ)