দাম বাড়লো যে সকল বাইকের

জুন 18, 2020

দাম বাড়লো যে সকল বাইকের

সম্প্রতি ইন্ডিয়ার বাজারে দাম বাড়লো বেশ কিছু বাইকের। এগুলোর অধিকাংশ বাংলাদেশর বাজারে বেশ ভালো চাহিদা রয়েছে। ধারনা করা হচ্ছে বাড়তে পারে বাংলাদেশের বাজারেও

BS6 TVS NTorq 125

মার্চে লঞ্চ হয়েছিল BS6 TVS NTorq 125। লঞ্চের সময় এই স্কুটারের দাম ছিল 65,975 টাকা। সম্প্রতি এই স্কুটারের দাম 910 টাকা বেড়েছে। 66,885 টাকা থেকে এই স্কুটারের দাম শুরু হচ্ছে। ডিস্ক ব্রেক ভার্সানে এই স্কুটার কিনতে 70,885 টাকা খরচ হবে। রেস এডিশনে BS6 TVS NTorq 125-এর দাম 73,365 টাকা।

এই স্কুটারে রয়েছে 124.8cc ইঞ্জিন। এই ইঞ্জিনে 9.1 bhp শক্তি ও 10.5 Nm টোর্ক পাওয়া যাবে। থাকছে একটি 5.8 লিটার পেট্রল ট্যাঙ্ক। BS6 TVS NTorq 125-এর ওজন 118 কিলোগ্রাম।

BS6 TVS NTorq 125 ছাড়াও সম্প্রতি BS6 Radeon-এর দাম বাড়িয়েছে কোম্পানিটি। লঞ্চের কয়েক সপ্তাহের মধ্যেই BS6 TVS Radeon-এর দাম বাড়ল। এপ্রিলের লঞ্চের সময় এই মোটরসাইকেলের দাম শুরু হচ্ছিল 58,992 টাকা থেকে। এবার 110cc মোটরসাইকেলের দাম 750 টাকা বাড়িয়েছে TVS। ফলে 59,742 টাকা থেকে এই মোটরসাইকেলের দাম শুরু হচ্ছে।

BS6 TVS Radeon

লঞ্চের কয়েক সপ্তাহের মধ্যেই BS6 TVS Radeon-এর দাম বাড়ল। এপ্রিলের লঞ্চের সময় এই মোটরসাইকেলের দাম শুরু হচ্ছিল 58,992 টাকা থেকে। এবার 110cc মোটরসাইকেলের দাম 750 টাকা বাড়িয়েছে TVS। ফলে 59,742 টাকা থেকে এই মোটরসাইকেলের দাম শুরু হচ্ছে।

BS6 TVS Radeon-এ থাকছে একটি 109.7cc ইঞ্চিন। এই ইঞ্জিনে 8.08 bhp শক্তি ও 8.7 Nm টোর্ক পাওয়া যাবে। এই মোটরসাইকেলের আয়তন এক থাকলেও ওজন 4 কিলো বেড়েছে। ডিস্ক ভেরিয়েন্টে এই মোটরসাইকেলের ওজন 118 কিলোগ্রাম। অন্যদিকে ড্রাম ব্রেক ভেরিয়েন্টে ওজন হবে 116 কিলোগ্রাম। কোম্পানির দাবি এক লিটার পেট্রলে 79.3 কিমি চলবে এই মোটরসাইকেল।

Suzuki Access 125

BS6 দূষণ বিধি মেনে চলতি বছর জানুয়ারিতে লঞ্চ হয়েছিল Suzuki Access 125। । সব ভেরিয়েন্টে এই স্কুটারের দাম 1,700 টাকা বাড়িয়েছে কোম্পানি। 68,800 টাকা থেকে 73,400 টাকায় বিভিন্ন ভেরিয়েন্টে এই স্কুটার কেনা যাবে। ভারতের সবথেকে জনপ্রিয় 125cc স্কুটার Suzuki Access 125।

নতুন Suzuki Access 125 স্কুটারে থাকছে একটি 125cc ইঞ্জিন। নতুন স্কুটারে আগের মতোই সর্বোচ্চ 8.6 bhp শক্তি পাওয়া গেলেও আগের থেকে 0.2 Nm টর্ক কমেছে। নতুন Access 125 স্কুটারে 10Nm টর্ক পাওয়া যাবে। এছাড়াও যোগ হয়েছে নতুন এলইডি হেডলাইট আর আপডেটেড ইন্সট্রুমেন্ট কনসোল।

BS6 Burgman Street

ভারতে BS6 Burgman Street-এর দাম বাড়াল Suzuki। ফ্ল্যাগশিপ স্কুটারের দাম 1,800 টাকা বাড়িয়েছে জাপানের কোম্পানিটি। এই মুহুর্তে দিল্লিতে BS6 Suzuki Burgman Street-এর দাম শুরু হচ্ছে 79,700 টাকা থেকে। BS6 ভেরিয়েন্ট লঞ্চের সময় এই স্কুটারের দাম 7,000 টাকা বেড়েছিল।

BS6 Suzuki Burgman Street-এ রয়েচ্যে 125cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 8.7 bhp শক্তি ও 10 Nm টর্ক পাওয়া যাবে।

এই স্কুটারে আগের সব ফিচার থাকছে। ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোলে রয়েভছে স্পিডোমিটার, ওডোমিটার, দুটি ট্রিপ মিটার, ফুয়েল গেজ ও ঘড়ি। মোবাইল ফোন চার্জিংয়ের সুবিধা থাকছে। এছাড়াও রয়েছে বাজারের ব্যাগ ঝোলানোর হুক। ইঞ্জিন স্টার্ট ও কিল সুইচ রয়েছে।

160 4V ও RTR 200 4V

ভারতে Apache RTR 160 4V ও RTR 200 4V’র দাম বাড়াল TVS Motors। গত বছর নভেম্বরে এই দুই মোটরসাইকেল ভারতে লঞ্চ হয়েছিল। BS6 TVS Apache RTR 160 4V’র দাম 2,000 টাকা ও RTR 200 4V’র দাম 2,500 টাকা বাড়ানো হয়েছে। যদিও দাম বাড়ানোর কারণ জানায়নি কোম্পানিটি।

TVS Apache RTR 200 4V মোটরসাইকেলে থাকছে একটি 197.55 cc সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, ফোর ভাল্ভ, অয়েল কুলড ইঞ্জিন। সাথে থাকছে 5 স্পিড গিয়ার-বক্স। এই ইঞ্জিনে সর্বোচ্চ 20.2 bhp শক্তি আর 16.8 Nm টর্ক পাওয়া যাবে।

অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ আর সাবস্ক্রাইব করুন YouTube.