বেশ কিছু কারণেই রাস্তা ভিজে থাকতে পারে। শহরাঞ্চলে ধুলাবালি থেকে মানুষকে রক্ষা করার জন্য রাস্তায় পানি ছিটানো হয় সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে। আবার বৃষ্টির কারণেও রাস্তা ভেজা থাকতে পারে। আপনি এমন এলাকায় চলাচল করেন যে এলাকায় রোড সাইডে অনেক কনস্ট্রাকশনের কাজ হচ্ছে।
জয়েন করুন ৬০ হাজারের বেশি বাইকারের গ্রুপ কিউরিয়াস বাইকার
####ধীরগতি করুন
ভেজা রাস্তায় নিরাপদ থাকতে প্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাইকের গতিটা কমিয়ে আনতে হবে। গতিটা এমন পর্যায়ে নিয়ে আসতে হবে যেখানে আপনি খুব দ্রুতই বাইকের ব্রেকটা করে ফেলতে পারেন।
অন্য যানবাহন থেকে দূরত্ব বজায় রাখুন
রাস্তা ভিজে থাকার কারণে আপনার সামনে এবং পেছনে যানবাহন থেকে আপনাকে একটা দূরত্ব বজায় রাখতে হবে। হতে পারে আপনার সামনের যানবাহনের চালক অসতর্ক হয়ে চালাচ্ছে। যেকোনো পরিস্থিতিতে সে হার্ট-ব্রেক করতেই পারে। সে অবস্থায় আপনাকে নিরাপদ থাকার জন্য নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।
আরো পড়তে পারেন
####উভয় ব্রেক একসাথে ব্যবহার করার অভ্যাস
যেকোনো রাইডের সময়েই উভয় ব্রেক একসাথে ব্যবহার করার অভ্যাস করুন। আর ভেজা রাস্তায় উভয় ব্রেক একসাথে ব্যবহার করা একদম অত্যাবশকীয়। যদি আপনি যে কোন একটা ব্রেকের উপরে নির্ভর করেন সেক্ষেত্রে বাইক স্কিড করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। উভয় ব্রেক একসাথে প্রেস করার অভ্যাস থাকলে বাইক স্কিট করলেও অন্তত আপনি পড়ে যাবেন না।
####টায়ার পাল্টে ফেলুন
যদি এমনই হয় যে আপনাকে প্রতিনিয়তই ভেজা রাস্তায় বাইক চালাতে হচ্ছে সে ক্ষেত্রে আপনার বাইকের টায়ারগুলো আপনি পরিবর্তন করে নিতে পারেন। বাইকে ডুয়েল পারপাস টায়ার লাগাতে পারেন। অথবা বাইকের টায়ার যদি পুরনো হয়ে থাকে সেই মানেরই নতুন টায়ার লাগিয়ে নিতে পারেন। পাশাপাশি আপনি টায়ার প্রেসার কিছুটা কমিয়েও রাখতে পারেন।
####লেন পরিবর্তন
ভেজা রাস্তায় বাইকের টায়ারের সাথে রাস্তার সম্পর্কটা খুব দৃঢ় হয় না। ফলে আপনি খুব দ্রুত যদি লেন পরিবর্তন করতে চান সে ক্ষেত্রে বাইক কাত হয়ে স্কিড করার একটা সম্ভাবনা থেকে যায়। সুতরাং ভেজা রাস্তায় একদম সোজা হয়ে চালানোর চেষ্টা করুন, ঘন ঘন লেন পরিবর্তন থেকে বিরত থাকুন। লেন যদি পরিবর্তন করতেই হয়, গতি একদম নিয়ন্ত্রণে এনে ইন্ডিকেটর ব্যবহার করে তারপর লেন পরিবর্তন করুন।
আরো পড়তে পারেন
এরপর আরো কিছু সতর্কতা রয়েছে যেমন বাইকে সোজা হয়ে বসা। হঠাৎ ব্রেক করা থেকে বিরত থাকা। হঠাৎ দ্রুত গতি তোলার চেষ্টা না করা। সে সাথে সকল বিষয়ে সকল বিপদ সম্পর্কে অগ্রিম সজাগ থাকা।
