বাংলাদেশ ইয়ামাহা আমাকে মুগ্ধ করেছে - ইতালীয়ান বাইকার আন্দ্রেস

ফেব্রুয়ারি 05, 2023

বাংলাদেশ ইয়ামাহা আমাকে মুগ্ধ করেছে - ইতালীয়ান বাইকার আন্দ্রেস
বিশ্বভ্রমনে বের হওয়া ৩ বাইকার বাংলাদেশে এসে উষ্ণ অভিনন্দন ও আতিথেয়তা পেয়ে অত্যন্ত খুশি

মোটরবাইক নিয়ে দেশে বিদেশে ভ্রমন খুবই রোমাঞ্চকর একটা ব্যাপার।

বাংলাদেশ থেকে অনেক বাইকার ইতিমধ্যে বাইক নিয়ে ভারত, নেপাল সহ বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছেন। আবার বিদেশ থেকেও বাংলাদেশের অপার প্রাকৃতিক সোন্দর্যের টানে বাইকাররা ছুটে আসেন। কেউ কেউ আসেন বিশ্বভ্রমণের অংশ হিসেবে।

N160 PRICE REVIEWS SPECIFICATION FULL BANGLA COMPARISON WITH NS160

তেমনি বিশ্বভ্রমণে বের হয়ে ৩ জন বাইকার এসেছেন আমাদের দেশে। যে ৩ জন বাইকার এসেছেন তারা হলেন..

🇮🇹 ইতালীয়ানঃ আন্দ্রেস- ভেসপা।

🇷🇴 রোমানিয়ানঃ এলেনা- হারলে ডেভিডসন।

🇮🇹 ইতালীয়ানঃ ইলেরিও- ভেসপা।

দেশের বাইকারদের পাশাপাশি বিদেশী বাইকারদের পাশেও থাকার চেষ্টা করেছে এবং তাদেরকে স্বাগত জানিয়েছে Yamaha Riders Club - Bangladesh YRC.BD

খুলনা ও সাতক্ষীরা YRC এর মেম্বারসহ খুলনা জোনের মার্কেটিং অফিসার ও খুলনা তথা দক্ষিনাঞ্চলের তানভীর সজিব তাদের স্বাগত জানান।

এই ৩ জন বিদেশী বাইকারদের জন্য আমার দেশে স্বাগত জানানোসহ একটি ছোট্ট সংবর্ধনার অয়োজন করা হয় সাতক্ষীরাতে।

এক প্রশ্নের জবাবে খুলনা YRC এডমিন মাসুদ মীর বলেন। বাইকারদের বন্ধু বড় ভাই এবং আমাদের অভিভাবক শ্রদ্ধেয় জনাব সুব্রত রঞ্জন দাস স্যার এর নির্দেশনায় এবং অনুপ্রেরণায় আমরা এই বিদেশী বাইকারদের নিকট ছুটে যাই।

তাদের সার্বিক খোঁজ খবর নেই। কোন প্রকার সাহায্য অথবা সহযোগিতা প্রয়োজন কিনা সেটা জানার চেষ্টা করি।

ইয়ামাহা রাইডার্স ক্লাব খুলনার পক্ষ থেকে তাদেরকে ইয়ামাহা জ্যাকেট উপহার দেই।

সেই সাথে ইয়ামাহা রাইডার্স ক্লাব যেহেতু সারা বাংলাদেশব্যাপী বিস্তৃত রয়েছে তাই তাদের পুরো দেশ ঘুরে দেখতে যেকোনো প্রকার সাহায্য ও সহযোগিতার আশ্বাস প্রদান করি।

ইয়ামাহা রাইডিং ক্লাব মুলত বাইকারদের জন্য একটি সামাজিক সংগঠন। এই ক্লাব নানান সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক অনেক কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে থাকে এবং এর পেছনে যার অবদান অপরিসীম তিনি হলেন বাইকারদের বন্ধু ও অভিভাবক শ্রদ্ধেয় এক্সিকিউটিভ ডিরেক্টর, ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ জনাব সুব্রত রঞ্জন দাস। যিনি এই দেশের বাইকারদের জন্য গড়ে তুলেছেন সবথেকে বড় বাইকিং প্লার্টফর্ম (YRC-BD) তার হাত ধরেই আজ আমরা সারা বাংলাদেশের বাইকাররা একটি পরিবারে সংগঠিত হয়েছে।

আজ এই ৩ জন বিদেশী বাইকার আমাদের বাংলাদেশের বাইকারদের এই ছোট্ট আতীথীয়তায় মুগ্ধ ও অনেক আনন্দিত এবং গর্বিত যে বাংলাদেশে এসেও এ দেশের বাইকারদের কাছ থেকে এতো সন্মান ভালোবাসা পেয়েছেন।

আমরা আশা করি এই আতিথেয়তা ও বন্ধুপরায়নতা বিশ্বের সকল বাইকারদের মধ্যে আন্তরিকতা বাড়াতে ভুমিকা রাখবে।