বাইক চালানোর নিরাপত্তা ঝুঁকি

অক্টোবর 03, 2019

বাইক চালানোর নিরাপত্তা ঝুঁকি

প্রতিনিয়ত রাস্তায় ঘটছে দুর্ঘটনা। আর এই সব দুর্ঘটনা পর্যালোচনা করলে দেখা যাবে বেশির ভাগ ক্ষেত্রেই কোন না কোন ভাবে মোটরবাইক জড়িত। হয়ত বেশির ক্ষেত্রেই বাইকার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বাংলাদেশে হাইওয়ে রাস্তার কথা চিন্তা করলে দেখা যাবে, বড় যানবাহন গুলা মোটর বাইককে কোন অংশে ছাড় দিতে চান। কারণ তারা রাস্তায় অন্যান্য যানবাহনের তুলনায় কম স্থিতিশীল এবং কম দৃশ্যমান।

যেহেতু বাংলাদেশে বাইকের জন্য আলাদা লেন নেই তাই বাইকার দের অন্য বড় যানবাহনের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এর জন্য রাইডিং এর সময় আরো বেশি সচেতন হতে হবে।

রাতে রাইডিং এর জন্য অনেক দূর থেকে আপনার অবস্থান বোঝাবার জন্য বিভিন্ন উপকরন ব্যাবহার করতে হবে।

একটা পরিসংখ্যানে দেখা গেছে

. যাত্রীবাহী গাড়ির চাইতে বাইকে সংঘর্ষে মারা যাওয়ার সম্ভাবনা 26 গুণ বেশি এবং আহত হওয়ার সম্ভাবনা 5 গুণ বেশি।

. অন্য যানবাহনের কারনে মোটরসাইকেল দুর্ঘটনা মোট দুর্ঘটনার দুই তৃতীয়াংশ।

. বড় যানবাহনের লেন ও উচ্চ গতি বাইক দুর্ঘটনার অন্যতম কারন।

. ১৯৯৯ সাল থেকে মোটরসাইকেলের দুর্ঘটনার জন্য মৃত্যুর হার দ্বিগুণেরও বেশি বেড়েছে।

এক গবেষণায় দেখা গেছে মুলত বাইকের টেকনিক্যাল কারনে না, অন্য কারেনে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে। কিছু কারন এইখানে তুলে ধরা হল…

# দৃশ্যতাঃ মোটর বাইকের আকার অন্য বাইকের তুলোনায় ছোট হওয়ার কারনে রাস্তায় এর দৃশ্যতা কম। ফলে অন্ধকার রাস্তায় অন্য যানবাহন এর সাথে সংঘর্ষ ঘটে। মোটর বাইক দুর্ঘটনার ৭০ শতাংশ এই কারনে সংগঠিত হয়।

# খারাপ রাস্থাঃ গর্ত, তেল, পুডস, ধ্বংসাবশেষ, অসম রাস্তা এবং রেলপথ ট্র্যাকগুলি বক্রতা সবই বড় যানবাহন বা গাড়ীর জন্য সামান্য ঘটনা হতে পারে কিন্তু মোটরসাইকেলের জন্য বড় বিপত্তি।

# গতি দুর্ঘটনা: বাইকের গতি যত বাড়বে বাইক তত হালকা হতে থাকবে। আর এই গতি নিয়ন্ত্রণ করতে না পারার কারনে অনেক সময় দুর্ঘটনা ঘটে।

# রাইডিং দক্ষতাঃ রাইডিং এর দক্ষতার কারনে অনেক দুর্ঘটনা ঘটে। রাইডারের বেসিক রাইডিং দক্ষতার অভাব বা মোটরসাইকেলের সহজাত অপারেটিং বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতার মোকাবেলা করতে ব্যর্থতার কারণে অনেক মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।

মোটরসাইক্লিস্টদের জন্য নিরাপদ টিপস

. সর্বদা হেলমেট পরে বাইক চালাবেন।

. আপনি পরিচালনা করতে পারবেন না এমন বাইক কিনবেন না: এমন বাইক কিনুন যা আপনাকে ফিট করে। বসার সময় মাটিতে সহজেই উভয় পা সমতল করে রাখতে সক্ষম হন এবং হ্যান্ডেলবারগুলি সহজ হওয়া উচিত।

. ব্রেকিং এর সময় সঠিক ভাবে ব্রেক করুন।

. মোটরসাইকেল নিরাপত্তা রাইডিং কোর্স করতে পারেন।

. সর্বাধিক সুরক্ষার জন্য, এমনকি গ্রীষ্মেও জ্যাকেট, গ্লাভস, পূর্ণ প্যান্ট এবং বুট জুতা পরুন।

. রাস্তায় চলার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন।

. বৃষ্টিতে চলার সময় দৃশ্যমানতা কমে যায়, এই সময় চলা থেকে বিরত থাকেন।

. রাস্তায় চলার সময় বালি, ভেজা পাতা, নুড়ি, গর্ত ইত্যাদি এড়িয়ে চলুন।