বাইকের সিরামিক কোটিং এর সুবিধা ও অসুবিধা

জুলাই 14, 2019

বাইকের সিরামিক কোটিং এর সুবিধা ও অসুবিধা

বাইকের সিরামিক কোটিং সম্পর্কে সবাই মোটামুটি একটু আধটু জানি। কিন্তু অনেকেই এর সুবিধা আর অসুবিধা সম্পর্কে না জানার ফলে সঠিক সিদ্ধান্ত নিতেই পারছেন না। আজ আমরা আলোচনা করবো এর সিরামিক কোটিং এর সুবিধা ও অসুবিধা নিয়ে। তাই এর অংশ হিসেবে শুরুতেই জেনে নিবো সিরামিক কোটিং সম্পর্কে।

সিরামিক কোটিং কি? : সিরামিক কোটিং হলো এক প্রকার Silicone বেইজড ক্যামিকেল যা পেইন্টের সাথে ফিজিকেল বন্ডিং এবং কিছু কিছু ক্ষেত্রে ক্যামিকেল বন্ডিং ঘটায় এবং পেইন্টের উপর একটা ট্রান্সপারেন্ট হার্ড লেয়ার তৈরি করে যেটাকে আমরা প্রটেক্টিভ লেয়ার ও বলতে পারি। একেই মূলত বলা হয় সিরামিক কোটিং।

কিন্তু আমরা অনেকেই জানি না এই সিরামিক কোটিং কেন ব্যবহার করা হয়। চলুন তবে জেনে নেওয়া যাক কেন সিরামিক কোটিং ব্যবহার করা হয়।

সিরামিক কোটিং কেন ব্যবহার করা হয় : বাইকের পেইন্ট চকচকে রাখতে সবারই ইচ্ছা হয়। সেই জন্যে অনেকেই পলিশ কিংবা ওয়াশ এই সব করিয়ে থাকেন নিয়মিত। কিন্তু এগুলো সবই টেম্পোরারি। আর টেম্পোরারি পলিশ বেশি দিন থাকে না। যার জন্য কয়েকদিন পরে আবার করাতে হয়। কিন্তু এই কালার আর চকচকে ভাব ধরে রাখার জন্য একটি জনপ্রিয় পদ্ধতি হলো ” সিরামিক কোটিং “। তবে এখন প্রশ্ন আসতে পারে এই পদ্ধতি কত দিন থাকবে? এই পদ্ধতি ব্যবহার করলে নিঃসন্দেহে এক – দুই বছর কালার গ্লেইজিং অক্ষত থাকে।

এবার জানা যাক এই সিরামিক কোটিং এর সুবিধা সম্পর্কে। আমরা এবার আলোচনা করবো সিরামিক কোটিং এর সুবিধা নিয়ে।

সিরামিক কোটিং এর সুবিধা :

১. কালার গ্লেইজ অনেক বেশি থাকে। মানে চকচকে ভাব থাকে অনেকদিন। অনিয়মিত কালার সার্ফেস কে নিয়মিত সার্ফেসে পরিণত করে এই সিরামিক কোটিং। জেনারেল কালার লেয়ার অনিয়মিত হয়ে পড়ে কিছুদিন গেলেই। কিন্তু সিরামিক কোটিং এর বিশেষ পদ্ধতি আপনার মোটর সাইকেল বা বাইকের গ্লেজিং দিন দিন বাড়াতেই থাকে।

২. ওয়াটার রিপেলেন্সি : এটা Hydrophobic. কেননা, এই আউটার লেয়ার ওয়াটার এবজরভ করা থেকে বিরত রাখে, ড্রপলেট আকারে তৈরি করতে বাধ্য করে। এজন্যই পানি বা ময়লা, ঘোলা পানি এই কোটিং সার্ফিসে থাকতে পারে না, চলে যায় এই প্রলেপের উপর দিয়ে। তাই এ রকম কোটিং মোটর বাইকের হেড লাইট গ্লাস, হেলমেট ভাইজর অথবা গাড়ির সামনের গ্লাসে করলে বৃষ্টির পানি দিয়ে ঘোলা হয়ে যাওয়ার সমস্যা অনেক অনেক কমিয়ে দেয়।

৩. রেগুলার আউটার মলিকুলার সার্ফেস হওয়ার কারণে ধূলোর কণা আটকাতে পারে না। এবং আটকালেও খুব কম আটকাবে।

৪. রেগুলার সার্ফেস হওয়ার কারণে যতটুকু ময়লা অবশিষ্ট হয়ে আটকে থাকে সেগুলো সফট ওয়াটার প্রেশার বা হ্যান্ড রাবিং করে এফোর্টলেস ভাবে তুলে ফেলা যাবে।

৫. ফিজিক্যাল রিয়েকশনর মাধ্যমে আটকে থাকে বিধায় এক বা দুই বছরেও ওয়াস বা এই জাতীয় কিছুর মধ্যেও টিকে থাকে। ওয়াক্স এর মত উঠে যায় নাহ। আর কালার কে সেইভ করে।

এবার জানবো সিরামিক কোটিং এর অসুবিধা নিয়ে।

সিরামিক কোটিং এর অসুবিধা :

সিরামিক কোটিংয়ে খরচ অনেক বেশি। এমনি সাধারণ রং ব্যবহার করলে যত টাকা খরচ হবে এর চেয়েও অনেক বেশি টাকা খরচ হয় এই পদ্ধতিতে। সিরামিক কোটিংয়ের জন্য নির্দিষ্ট সময় অনুযায়ী কাজ করতে হয়। এবং সিরামিক কোটিং এর জন্য বাইক কিংবা গাড়িকে একটি নির্দিষ্ট সময়ের জন্য গ্যারেজে রেখে আসতে হয়। তারপর কাজ শেষ হলে নিয়ে আসতে হয়।

সিরামিক কোটিংয়ে প্রয়োজন দক্ষ হাতের। দক্ষ হাত ছাড়া এই কাজ করা অসম্ভব। উল্টো আরো আপনার মোটর বাইকের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। কাজেই সিরামিক কোটিংয়ের জন্য দক্ষ হাতের কারিগর নির্বাচনের বিকল্প নেই। সিরামিক কোটিং অনেক নিয়ম মেনে, দক্ষ ভাবে সম্পন্ন করতে হয়। এছাড়া অদক্ষ হাতে কাজ করালে উজ্জ্বলতা বাড়ার চেয়ে উল্টো কমে যাবার সম্ভবনা বেশি।

সিরোমিক কোটিংয়ের আবিষ্কার থেকে শুরু করে এর মধ্যে প্রযুক্তির ব্যবহার সবই হয়েছে বাইরের দেশে। এজন্য পুরো বাংলাদেশে এমন সার্ভিস এখনো পৌঁছায় নি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যারা বাস করেন তারা এমন সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছেন। তবে সময় দিলে আগামী কিছুদিনের মধ্যে এসব অঞ্চলেও এমন সার্ভিস পৌঁছে যাবে এই আশা করাই যায়।

সিরামিক কোটিং প্রযুক্তির এক অত্যাধুনিক আবিষ্কার। এই আবিষ্কারের ফলে গাড়ি বা মোটর সাইকেল কিংবা মোটর বাইকের উজ্জ্বলতা বাড়ানো সম্ভব। তেমনি এর অনেক অসুবিধা ও আছে। যেমন নির্দিষ্ট নিয়ম মেনে না কাজ করলে বরং উজ্জ্বলতা হারানোর সম্ভবনা থাকে।

সাবধানতা : সিরামিক কোটিং করা যেমন সহজ তেমনি আপনার অ সাবধানতা পুরোপুরি নষ্ট করে দিতে পারে কোটিং এর উজ্জ্বলতা। এই কোটিং করার ব্যাপারে কিছু সাবধানতা অবলম্বন করার বিকল্প নেই। ভালো মানের গ্যারেজ যারা সিরামিক কোটিংয়ে অভিজ্ঞ তাদের দ্বারাই কোটিং করাতে হয়।

পণ্যের গুণগত মান : বাজারে অনেক ধরনেরই সিরামিক কোটিং পাওয়া যায়। যেমন : Mr. Fix 9H Ceramics Coating সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত। সবচেয়ে বেশি এই সিরামিক কোটিং ব্যবহার হয়ে থাকে। আর এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।

উপরের আলোচনা থেকে আমরা জানলাম সিরামিক কোটিং সম্পর্কে। এই কোটিং আপনার মোটর সাইকেল কিংবা যেকোনো গাড়ির জন্য উপযোগী। এর অনেক সুবিধা রয়েছে। একই ভাবে এই কোটিং এর অনেক অসুবিধা ও রয়েছে যেগুলো এই আলোচনার মাধ্যমে উঠে এসেছে। কারো কারো কাছে এই সিরামিক কোটিং এর সুবিধা সব চেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। আবার কারো কাছে সিরামিক কোটিং এর অসুবিধা গুলো। এটার ক্ষেত্রেও ব্যক্তি ভেদে সিদ্ধান্ত আসে। আমি এ ব্যাপারে বেশ কয়েকজন দক্ষ মেকানিকের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন এই সিরামিক কোটিং মানুষের কাছে শুরুর দিকে অনেক গ্রহণযোগ্যতা পেয়েছে। কিন্তু কয়েকদিন পরে আবার বাজারে এর অসুবিধা গুলো নিয়ে আলোচনা সমালোচনার জন্ম দেয়। যদিও এখনো মানুষের অনেক চাহিদা রয়েছে এই সিরামিক কোটিংয়ে। তবে সবাই যদি এর সঠিক ব্যবহার আর সুবিধা ও অসুবিধা সম্পর্কে জানে তাহলে অবশ্যই নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারবে নিজের মোটর বাইক আর গাড়ির ক্ষেত্রে। কারো উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন হবে না। আর লোক মুখে শুনা সমালোচনারও সম্মুখীন হতে হবে না।