Curious Biker
মুলপাতাবাইকিং টিপসটেকনিক্যাল বিষয়বাইকের দামবাইক ব্র্যান্ডবাইকিং ভিডিওমোটরবাইক যন্ত্রাংশভ্রমণ গাইড
  • মুলপাতা
  • বাইকিং টিপস
  • টেকনিক্যাল বিষয়
  • বাইকের দাম
  • বাইক ব্র্যান্ড
  • বাইকিং ভিডিও
  • মোটরবাইক যন্ত্রাংশ
  • ভ্রমণ গাইড
  • ব্যবহারের শর্তাবলী
  • প্রাইভেসি নীতি

© 2025 কিউরিয়াসবাইকার. সর্বস্বত্ব সংরক্ষিত।

ওয়েবসাইটটি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করেছে গ্রাফল্যান্ড আইটি।

Version 0.2.3

Curiousbiker Facebook Group এ যোগ দিন

বাইক প্রেমীদের সাথে আলোচনা করুন এবং নতুন তথ্য জানুন

টেকনিক্যালটিপস

বৃষ্টিতে বাইক বন্ধের কারন ও প্রতিকার

আগস্ট 29, 2019
বৃষ্টিতে বাইক বন্ধের  কারন ও প্রতিকার

যারা রেগুলার বাইক চালান, সংগত কারনেই অনেক সময় বৃষ্টিতে বাইক চালাতে হয়। এমনো হয়ে থাকে যে রাইডিং এর পুরো সময়টিই বৃষ্টির মধ্যে চালাতে হয়।

অনেকে একটা সমস্যা প্রায়শই লক্ষ্য করেন যে, লম্বা সময় ধরে বৃষ্টিতে বাইক চালালে বা পানির মধ্যে দিয়ে গেলে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায় বা বাইকের হর্ন কাজ করে না।

অনেকই এই পরিস্থিতিতে পড়লে ঘাবড়িয়ে যান। চলন্ত অবস্থায় বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেলে ঘাবড়ানোর কথাই। তবে আপনাকে আসস্থ করতে চাই যে এই সব ক্ষেত্রে খুব বড় কিছু হবার সম্ভাবনা খুবোই কম। বেশিরভাগ সময় এর সমাধান আপনি নিজেই করতে পারবেন।

বেশিরভাগ ক্ষেত্রে যে কারনটির কারনে বৃষ্টিতে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায় সেটি নিয়েই আমাদের আজকের আলোচনা…

প্রথমেই জেনে নেওয়া জাক কি কারনে বৃষ্টিতে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায় বা বাইকের হর্ন কাজ করতে চাই না

আমরা সবাই জানি বাইকের স্পার্ক প্লাগ কিভাবে কাজ করে। এক কথায় বলতে গেলে স্পার্ক প্লাগ এর মাধ্যমে বাইকের ইঞ্জিনে বিদ্যুৎ প্রবেশ করে ইঞ্জিন চালু হতে সাহায্য করে

আপনি যদি মুষল ধারে বৃষ্টিতে বাইক চালান বা অনেক পানিতে বাইক চালান তবে যা হবে, যেহেতু পানি বিদ্যুৎ পরিবাহী সুতরাং পানি যখন স্পার্ক প্লাগ আর ইঞ্জিন বডির মধ্যে সম্পর্ক করে দিবে সাথে সাথে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে।

সাধারণত বাইকের ইঞ্জিন বডিতে এমন ভাবে রঙ করা হয় যেন সহজেই এই ক্রিয়া ঘটতে না পারে। কিন্তু যাদের বাইক অনেক পুরানো বা কোন কারনে ইঞ্জিন ও স্পার্ক প্লাগ এর আশেপাশের অংশের রং উঠে গেছে বা লম্বা সময় ধরে বৃষ্টিতে বাইক চালাচ্ছেন অথবা হাটু পানিতে চালাচ্ছে তাদের এই সমস্যাটি হবার সম্ভাবনা খুব বেশি।

তবে ঘাবড়াবার কিছু নেই। এটার সমাধান একদম সিম্পল। বাইকটিকে সম্পূর্ণ বন্ধ করে মেটাল জত যায়গা আছে, বিশেষ করে ইঞ্জিন ও স্পার্ক প্লাগ এর আশে পাশের অংশ খুব ভালোমত মুছে দিবেন। কোথাও যেন ভেজা না থাকে।

যাদের বাইক পুরনো বাঁ কোন কারনে সেই অংশে রং উঠে গেছে তারা অই অংশে রং করে নিতে পারেন।

অনেক সময় বৃষ্টিতে বাইকের হর্ন কাজ করতে চায় বা সউন্ডের তিব্রতা কমে আসে, এর কারন একই। পানি লেগে ( + – ) হয়ে গেছে।

যারা এই সমস্যায় পড়েছেন বা ভবিষ্যতে যদি পড়েন তাদের প্রথম কাজ হবে জায়গাগুলো ভালোমত মুছে শুকানোর জন্য অপেক্ষা করা। ভেজা অবস্থায় বার বার চেস্থা করলে বাইকের স্পার্ক প্লাগ জ্বলে জেতে পারে। সবচেয়ে উত্তম প্রচুর বৃষ্টিতে বাইক না চালানো।

শেয়ার করুন
সব লেখা দেখুন

সোশ্যাল মিডিয়া

প্রাসঙ্গিক লেখা

কম খরচে দৈনিক বাইক মেইনটেন্যান্স টিপস – নতুন ও পুরাতন বাইকারদের জন্য গাইড

আগস্ট 23, 2025

বাইকের ফুয়েল ট্যাংকে মরিচা: কারণ ও কার্যকর সমাধান

জুন 30, 2025

বাইকের জন্য ফুয়েল এডেটিভ: কি, কেন এবং কখন ব্যবহার করবেন?

এপ্রিল 29, 2025

হ্যান্ডেল কাঁপে বা বাইক কাঁপে – এর পেছনের কারণ কী?

মার্চ 22, 2025

সাম্প্রতিক লেখা

শীতকালে কোন ইঞ্জিন অয়েল ভালো? মিনারেল নাকি সিনথেটিক – বাইকারদের জন্য সম্পূর্ণ গাইড (2025

নভেম্বর 25, 2025

হাজারো রাইডারের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইয়ামাহা বাইক কার্নিভ্যাল ২০২৫ | Yamaha Bike Carnival Bangladesh

নভেম্বর 12, 2025

Fuel Efficiency বাড়ানোর ৭টি উপায় – বাইকের মাইলেজ বাড়ানোর টিপস

নভেম্বর 04, 2025