ব্রেক করলে বাজে শব্দ হয় কেন?

আগস্ট 31, 2019

ব্রেক করলে বাজে শব্দ হয় কেন?

প্রতিটি বাইক চলার সময় একধরনের স্বাভাবিক শব্দ হয়। যেটি বাইকের মালিকের কাছে খুবই পরিচিত। যখন রাইডার কোন অস্বাভাবিক শব্দ শুনতে পায় , এটি যেমন বিরক্তি কর তেমনি অনেক ক্ষেত্রে ঝুঁকির কারন।

যারা নিয়মিত বাইক চালান তারা সকলেই একটা শব্দ নিয়ে সমস্যায় পড়েছেন, আর তা হল কোন কোন সময় ব্রেক করলে বাজে শব্দ হয়। শব্দটা এত বিরক্তিকর যে মাঝে মাঝে মাথা খুব গরম হয়ে যায়।

শব্দটা হচ্ছে, আপনি সার্ভিস ছেন্টারে গিয়ে ঠিক করে আনছেন, আবার কছুদিন পর হচ্ছে। নতুন অবস্থায় অনেকেই সার্ভিস ছেন্টারে গিয়ে চিল্লাচিল্লি করেছেন যে কেন বার বার একই সমস্যা হচ্ছে?

আসোলে এই সমস্যাটি এমনিই যে বাইক চালালেই হবে। এর একমাত্র স্থায়ী সমাধান হল বাইক বন্ধ করে বাসায় রেখে দেওয়া।

যারা নিয়মিত বাইক চালান, বৃষ্টি, রোদ বা কাঁদা তাদের কাছে কোন বিষয় না। বাইক নিয়ে সঠিক সময় গন্তব্বে পৌঁছাতে হবে এটাই মুখ্য। আর বৃষ্টি বা কাঁদাতে বাইক চলালে এই সমস্যাটা বেশি হবে।

তো চলুন এই সমস্যাটি কেন হয় ও এর প্রতীকারের উপায় গুলো কি কি যেনে নেওয়া যাক

# বালু ঢুকলেঃ
বাইকের ব্রেক ধরলে কিচ কিচ শব্দ হবার অন্যতম প্রধান কারন হচ্ছে ব্রেকে বালু প্রবেশ করা।

ব্রেকে বালু ঢুকল কিভাবে? আসোলে আমরা যখন কাঁদা বা বৃষ্টিতে বাইক চালাই তখন কাঁদা বা বৃষ্টি বাইকের ব্রেকে লাগে। পানির মাধ্যমে কিছু বাবু ব্রেকে ঢুকেও যায়। বাইক বন্ধ করে রাখলে এই কাঁদা বা বালু ব্রেকে শুকিয়ে যায়। পরে যখন চালানোর সময় ব্রেক প্রেস করা হয় তখন বাজে শব্দ করে।

এর সমাধান খুন সোজা। যদি আপনার ডিস্কে এই সমস্যাটি হয় তবে শুকনো কাপর দিয়ে বাইকের ডিস্ক টী ভালো মত মুছে দিবেন। সম্ভব হলে শ্যাম্পু দিয়ে ভালোমত ধুয়ে দিবেন। আশা করি ঠিক হয়ে যাবে।

আর ড্রাম ব্রেক হলে কিছুক্ষন চালালেই দেখনবেন সমাধান হয়ে যাবে। আর না হলে ড্রাম ব্রেক খুলে ভালোমত মুছে দিবেন।

নিয়মিত এই সমস্যা হলে আর আপনি পরিষ্কার না করলে বাইকের ড্রাম ক্ষয়ে যেতে পারে। পরে জরিমানা লাগবে দিগুন।

এর কি স্থায়ী কোন সমাধান নেই? না নেই। বাইক চালালে বাইকের ব্রেকে কাঁদা, বালু লাগবেই। আর কাঁদা বা বালু লাগলে শব্দ হবেই।

# নিয়মিত খারাপ রাস্থায় চালালেঃ
আপনি যদি নিয়মিত খারাপ রাস্থায় বাইক চালান তবে ব্রেক থেকে বাজে শব্দ আসা স্বাভাবিক। খানা খন্দক বা ভাঙ্গা রাস্থায় বাইক চলালে শুধু ব্রেক থেকে না বাইকের বিভিন্ন অংশ থেকেই শব্দ আসতে পারে।

খারাপ রাস্তায় চালালে বার বার ব্রেক ধরার দরকার হয়। বার বার ব্রেক ধরার কারনে ব্রেক প্যাডে স্প্রিং হাল্কা হয়ে যায়। তখন বাইক চালালে ব্রেক ড্রামের সাথে লেগে থাকে ফলে শব্দ করে।

# ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেলেঃ
বাইকের ব্রেক প্যাড যখন ক্ষয় হয়ে যায় তখন ব্রেক ধরলে এই রকম বাজে শব্দ হতে পারে।

মূলত ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেলে ড্রাম বা ডিস্কের সাথে ব্রেক প্যাড এর লোহার ঘর্ষণ এর ফলে এই রকম বাজে শব্দ হয়।

যখন দেখবেন ব্রেক আর আগের মত স্মুথ নেই। ধরলে কাজ করছে কিন্তু সঠিক সময়ে না। আবার শব্দ করছে, তখন বুঝবেন ব্রেক প্যাড ক্ষয়ে গেছে।

বাইকের ব্রেক থেকে শব্দ আসা স্বাভাবিক। তবে নিয়মিত বাজে শব্দ আসা বাইকের জন্য খারাপ।