মাত্র ৮৫ সি সি বাইকে ২৩০ কি মি লং ট্যুর

অক্টোবর 05, 2019

মাত্র ৮৫ সি সি বাইকে ২৩০ কি মি লং ট্যুর

১ Airforce বন্ধুর বদলি হয়ে যাবে এই দুঃখে প্লান করি নিকলি যাওয়ার । আশেপাশের ভিতর জায়গাটা এখন খুব ই ট্রেন্ডিং এবং যথেষ্ট সুন্দর ও যার জন্য ই পছন্দ করলাম জায়গাটি ।

যেহেতু মিরপুর থেকে রউনা দিচ্ছি তাই সিলেক্ট করলাম পূর্বাচল ৩০০ ফিট হয়ে কাঞ্ছনব্রিজ পার করে গ্রাম এর ভিতর শর্টকাট এ সিলেট হাইওয়ে ধরব । সকালে বের হওয়ার জন্য রাস্তা একটু ফাকা ও ছিল । প্লান ছিল আমরা ঠিক ৬ টায় বের

হব কিন্তু হলো না রউনা দিলাম ৭.২০ এ । এত সকালে যে কার ও ঘুম ই ভাংতে চায় না । নরসিংদি সিবপুর এ ১বার থামি নাস্তা করার জন্য তখন বাজে ১০টার আশেপাশে । এর ভিতর আমার বাইক এ দ্যাখা দিল সমস্যা । ব্যাটারি ডাউন ।

নাস্তা করার ফাকে ব্যাটারি ও চারজ হয়ে গেল । কিশোরগঞ্জ থেকে নিকলি ২৮ কিলোমিটার এর রাস্তা । কিশোরগঞ্জ এর রাস্তা ও টু ওয়ে । বড় গারিগুল খুব এ বিপদজনক ভাবে টানাটানি করে । এছাড়া অনেক বাজার দিয়ে যেতে হয় । ওই সব

রাস্তায় নিয়মিত এক্সিডেন্ট হয় বলে মনে হলো , গ্রাম এর মানুস গুল খুব ই খুব্দ দেখলাম গালাগালি করে বলছিল আস্তে চালা আস্তে চালা ।

আগে ই গেলাম নিকলি হাওর এ । ২ পাসে পানি মাঝে কংক্রিট এর রাস্তা এই রাস্তা টা ই ছিল আমাদের main attraction । আমাদের ভাগ্য ও খুব ই ভাল আমরা গেলাম আর শুরু বৃষ্টি ।

নিকলি হাওরে ই নাচানাচি,গোসল আর বাইক ওয়াশ করলাম । আশেপাশে নৌকা দেখলাম এগুল দিয়ে মাছ মারে আমরা ওই নৌকা গুল নিয়ে করলাম পাগলামি ।

এতো নাচানাচির পর লাগল ও চরম খুদা । হন্য তন্য হয়ে দৌড় দিলাম নিকলি বেরিবাধ । এখানে এসে মনে হল বেরিবাধ টা ই সবার জন্য main attraction । যেখানে হাওর এ ছিলাম শুধু আমরা ই । এখানে মানুষের ঢেউ ।

খাবার এর দাম খুব ই পরিমিত । ১০০ টাকার প্যাকেজ এ ভাত,ডিম,মুরগি,ডাল খেয়ে নিলাম । নিকলি বেরিবাধ এ ট্রলার ভাড়া নিয়া যায় সরবনিম্ন ৩ ঘন্টা কত টাকা সেটা সঠিক সুনতে পাইনি আমি । সময় স্বল্পতার কারনে ট্রলার এ উঠা হয়নি আমাদের ।

মিরপুর এর উদ্দেশে বিকাল ৪ টায় রউনা দেই এবং ৮ টায় নিজের এলাকায় এসে পরি । রাত এ আস্তে চাইলে অবশ্যই ক্লিন ভাইসর নিতে ভুলবেন না । অবশ্যই ভাল লাইট ।

৮৫সিসি ইঞ্জিন টা নিয়ে ই রেডি হয়ে গেলাম । তবে এবার পিছে ৭০ কেজি এর পিলিওন , আমি নিজে ও ৭১ কেজি । এত প্রেসার নিয়ে ও আমার নিম্বাজ(বাইক) আমাকে হতাশ করে নাই । ৮৫-৯০ খুব ই সহজে যাচ্ছে ।

নিকলি হাওর ও বেরিবাধ খুব ই সুন্দর ১টা জায়গা । তবে বাইক এ যাওয়া কিছু টা বিপদজনক ও । রাস্তায় সিএনজি,অটো চলে যখন যে পাসে ইচ্ছা ওই পাসে ই যায় । বাস গুল তো হরন ও দিতে চায় না , হরন দিলে ও সাইড দিতে চায় না ।

সর্বদা সতর্কতার সাথে রাইড করতে হবে । এ রাস্তায় কোন নতুন রাইডার দের চালাতে না দিয়া টা ই উত্তম ।

Happy Riding Guys

May Allah bless you all

Runner Deluxe Ad80s