Curious Biker
মুলপাতাবাইকিং টিপসটেকনিক্যাল বিষয়বাইকের দামবাইক ব্র্যান্ডবাইকিং ভিডিওমোটরবাইক যন্ত্রাংশভ্রমণ গাইড
  • মুলপাতা
  • বাইকিং টিপস
  • টেকনিক্যাল বিষয়
  • বাইকের দাম
  • বাইক ব্র্যান্ড
  • বাইকিং ভিডিও
  • মোটরবাইক যন্ত্রাংশ
  • ভ্রমণ গাইড
  • ব্যবহারের শর্তাবলী
  • প্রাইভেসি নীতি

© 2026 কিউরিয়াসবাইকার. সর্বস্বত্ব সংরক্ষিত।

ওয়েবসাইটটি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করেছে গ্রাফল্যান্ড আইটি।

Version 0.2.3

Curiousbiker Facebook Group এ যোগ দিন

বাইক প্রেমীদের সাথে আলোচনা করুন এবং নতুন তথ্য জানুন

ফিচারডসাধারন জ্ঞান

মোটর বাইক স্টার্ট নিচ্ছে না? করনীয় কি?

ডিসেম্বর 04, 2022
মোটর বাইক স্টার্ট নিচ্ছে না?  করনীয় কি?

হয়ত জরুরী কাজে হয়ত কোথাও যাবেন বা অফিসে বের হচ্ছেন, আপনার বাইক স্টার্ট নিচ্ছে না, অথচ গতকালই ঠিক ছিল, বা চলতে চলতে স্টার্ট বন্ধ হয়ে গেছে, শুরু হয়ে গেল মহা টেনশন।

হয়ত জরুরী কাজে হয়ত কোথাও যাবেন বা অফিসে বের হচ্ছেন, আপনার বাইক স্টার্ট নিচ্ছে না, অথচ গতকালই ঠিক ছিল, বা চলতে চলতে স্টার্ট বন্ধ হয়ে গেছে, শুরু হয়ে গেল মহা টেনশন।

কি করবেন তখন? কেনই বা বাইক স্টার্ট নিচ্ছেনা?

প্লিজ ঘাবড়ে যাবেন না, একটু ধৈর্য্য ধরে জানার চেস্টা করুন সমস্যাটা আসলে কোথায়.

আগে জানতে হবে কি কি সম্ভাব্য কারণ থাকতে পারে স্টার্ট বন্ধ হবার পেছনে :

১. ট্যাংকে তেল না থাকা।

২. ইঞ্জিন বেশি ঠান্ডা হয়ে যাওয়া।

৩. ফুয়েল সাপ্লাই লাইন জ্যাম হওয়া।

৪. চলন্ত অবস্থায় ইঞ্জিন ওভার হিট হয়ে যাওয়া।

৫. ফুয়েল ট্যাঙ্ক এয়ার টাইট হয়ে যাওয়া। ফলে ফুয়েলের নিচে নামতে না পারা।

৬. স্পার্ক প্লাগে ময়লা জমা।

৭. ইঞ্জিন ওয়েলের কোয়ালিটি খারাপ হয়ে যাওয়া।

৮. ঝাকিতে ওয়ারিং এ কোনো লুজ কানেকশন হওয়া।

৯. কার্বুরেটরের সমস্যা ।

১০. ব্যাটারি তে চার্জ না থাকা।

আরো পড়ুন

  • সেরা কিছু ১২৫ সি সি বাইক
  • ভালো টায়ার চিনবো কিভাবে?

১ থেকে ৬ পর্যন্ত সমস্যার সলুউশান আপনি নিজেই করতে পারবেন । ৪ নং সমস্যায় বাইক টাকে কিছুক্ষন রেস্ট নিতে দিন। এবং তারপর আবার চালান যদি এয়ারকুল ইঞ্জিনের বাইক হয়। কিন্ত লিকুইড কুলিং ইঞ্জিনের বাইক হলে রেডিয়েটার ফ্যান ঘুরছে কিনা বা রেডিয়েটরে কুল্যান্ট আছে কিনা পরিক্ষা করতে হবে।

গিয়ার ইউজ করবেন সঠিকভাবে যাতে যতটা সম্ভব ইঞ্জিনে প্রেসার কম পড়ে। উঁচু রাস্তা বা ব্রিজে ওঠার সময় লো গিয়ারে চালান। থামা অবস্থা থেকে দ্রুত স্পিড না তুলে ধীরে ধীরে স্পিড তলুন। একটানা চালানোর ক্ষেত্রে দেড় থেকে ২ঘন্টার মাথায় ১৫-২০ মিনিটের যাত্রা বিরতি দিন।

৬ নং এর জন্যে যা করবেন:

সাধারণত ময়লা জমলে এয়ার পাসের ছোট ছিদ্র বন্ধ হয়ে যায়। অথবা বৃষ্টির পানিতে ছিদ্র বন্ধ হয়ে যায়। তখন ফুয়েল ট্যাঙ্কের ঢাকনা খুলে আবার বন্ধ করুন। কাজ করবে আশা করি।

সময়মতো, এয়ারফিল্টার, ইঞ্জিন ওয়েল এবং অয়েল ফিল্টার চেন্জ করুন। নয়ত, মাইলেজ কমে যাবে, ইঞ্জিন হিট হবে বেশি, হঠাৎ হঠাৎ স্টার্ট থেমে যাবে, বা গাড়ি চালিয়ে শান্তি পাবেন না, ইঞ্জিন থেকে অতিরিক্ত নয়েজ আসবে, কালো ধোয়া বের হবে।

আরো পড়ুন

  • নতুন কেনা বাইকের সমস্যা সমাধানের কিছু উপায়
  • স্কুটার না ই-বাইক?Scooter or e-bike?

এখন বলবো তাদের বাইকের কথা, যারা ৬ মাসের বেশি বাইক ফেলে রেখেছেন এবং স্টার্ট দিতে গিয়ে দেখলেন বাইক স্টার্ট হচ্ছেনা। সেইক্ষেত্রে যা করবেনঃ

১. যতটা সম্ভব ধুলা পরিষ্কার করুন। পারলে ভালো করে বাইক টা ওয়াশ করে নিন।

২. ট্যাংকে পুরাতন ফুয়েল থাকলে বের করে নিন। নতুন ফুয়েল লোড করুন।

৩. ব্যাটারী রিচার্জ করে নিন।

৪. ইঞ্জিন ওয়েল ফেলে নতুন করে রিফিল করুন।

৫. স্পার্ক প্লাগের ময়লা পরিষ্কার করুন। পারলে নতুন প্লাগ লাগান।

৬. সেলফ না দিয়ে কিকের মাধ্যমে স্টার্ট দিন। ১০ মিনিট ইঞ্জিন চালু রেখে গরম করুন। তারপর রান করান।

যদি তাও স্টার্ট না নেয় তখন দেখতে হবে:

১. ব্যাটারীর প্লাস মাইনাস কানেকশান ঠিক মত লাগিয়েছেন কিনা ।

২. স্টার্টার মোটর বা স্টার্টার পিনিওনের সমস্যা আছে কিনা?

৩. স্পার্ক প্লাগে স্পার্ক হচ্ছে কিনা ?

৪. ফুয়েল লাইন জ্যাম হয়ে গেছে কিনা ?

৫. ইঞ্জিনের কম্প্রেশন ভালো অবস্থায় আছে কিনা?

এ রকম অনেক কারন থাকতে পারে স্টার্ট না নেবার পেছনে। তবে না ঘাবড়িয়ে অভিজ্ঞ কোন টেকনিশিয়ান দেখান।

বাইকের সাথেই প্রয়োজনীয় বেসিক টুলস রাখুন ।

ভালো থাকুক আপনার বাইক।

লেখাঃ ইকবাল আবদুল্লাহ রাজ

এডমিন কিউরিয়াস বাইকার ডট কম।

শেয়ার করুন
সব লেখা দেখুন

সোশ্যাল মিডিয়া

প্রাসঙ্গিক লেখা

বাংলাদেশের বাইক মার্কেট ঘুরে দাঁড়াচ্ছে: নতুন বাইক লঞ্চ, ব্র্যান্ড প্রতিযোগিতা ও ঈদ বাজারের সম্ভাবনা

জানুয়ারি 17, 2026

Front vs Rear Tyre Difference | Bike Tyre Guide in Bangladesh

জানুয়ারি 08, 2026

২০২৬ সালে বাংলাদেশের বাইক মার্কেট: কী বদলাচ্ছে?

জানুয়ারি 06, 2026

২০২৬ সালে বাংলাদেশে বাইক কেনার আগে যেসব ভুল সবাই করে

জানুয়ারি 03, 2026

সাম্প্রতিক লেখা

বাংলাদেশের বাইক মার্কেট ঘুরে দাঁড়াচ্ছে: নতুন বাইক লঞ্চ, ব্র্যান্ড প্রতিযোগিতা ও ঈদ বাজারের সম্ভাবনা

জানুয়ারি 17, 2026

Front vs Rear Tyre Difference | Bike Tyre Guide in Bangladesh

জানুয়ারি 08, 2026

২০২৬ সালে বাংলাদেশের বাইক মার্কেট: কী বদলাচ্ছে?

জানুয়ারি 06, 2026