বাংলাদেশে মোটরসাইকেলকে হোন্ডা বলে ডাকা হয় কেন?

ডিসেম্বর 14, 2022

বাংলাদেশে মোটরসাইকেলকে হোন্ডা বলে ডাকা হয় কেন?
ছোটবেলায় হোন্ডা আর মটরসাইকেল শব্দ দুটি সমার্থক শব্দ বলেই মনে হতো। আসলে তখন একটা নির্দিষ্ট মডেলের মোটরসাইকেলই সচরাচর দেখা যেতো, যা ছিলো Honda কোম্পানীর। ভ্রুম ভ্রুম, বট…বট…বট… রাজকীয় শব্দ করে চলতো গাড়িগুলো। তখন মটরসাইকেল বলতে, হোন্ডা কোম্পানীর সেই এইচএস হানড্রেড (H100S) মটরসাইকেলই বুঝতাম।

ছোটবেলায় হোন্ডা আর মটরসাইকেল শব্দ দুটি সমার্থক শব্দ বলেই মনে হতো।

আসলে তখন একটা নির্দিষ্ট মডেলের মোটরসাইকেলই সচরাচর দেখা যেতো, যা ছিলো Honda কোম্পানীর। ভ্রুম ভ্রুম, বট…বট…বট… রাজকীয় শব্দ করে চলতো গাড়িগুলো। তখন মটরসাইকেল বলতে, হোন্ডা কোম্পানীর সেই এইচএস হানড্রেড (H100S) মটরসাইকেলই বুঝতাম।

আরো পড়তে পরেন

অনেকে আছেন যারা মোটরসাইকেল কে হোন্ডা বা হুন্ডা বলে ডাকেন । আসলেই কি মোটরসাইকেল হোন্ডা ও বলা যেতে পারে। একদমই না কারণ হোন্ডা হল একটি ব্যান্ডের নাম । হলো তো মোটরসাইকেল এর একটি কোম্পানি যার নাম হচ্ছে হোন্ডা । কিন্তু মানুষের কাছে এটা এরকম ভাবে প্রচার করা হয়েছে যেন মোটরসাইকেলে ভুল শব্দ হুন্ডা সঠিক শব্দ।

অনেকে মোটরসাইকেল কে কেন হোন্ডা বা হুন্ডা বলে

মোটরসাইকেল Honda হল একটি মোটরবাইক প্রস্তুতকারক যা 1948 সালে Soichiro Honda দ্বারা প্রতিষ্ঠিত। কোম্পানিটি জাপানের টোকিওতে অবস্থিত। Honda 1959 সাল থেকে বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল প্রস্তুতকারক, এবং 2014 সাল পর্যন্ত, তারা উত্পাদনের দিক থেকে চতুর্থ বৃহত্তম মোটরসাইকেল প্রস্তুতকারক ছিল।

আরো পড়তে পরেন

অনেক লোক আছে যারা মোটরসাইকেলকে হোন্ডা বলে। কিছু লোক বলে যে, প্রথম মোটরসাইকেলগুলি হোন্ডা দ্বারা তৈরি করা হয়েছিল। হোন্ডার ইঞ্জিনের শব্দটি খুব স্বতন্ত্র। কিন্তু কারণ যাই হোক না কেন, মোটরসাইকেলকে হোন্ডা বলা খুবই সাধারণ ব্যাপার।

মোটরসাইকেল নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। অনেকে এগুলোকে "Hondas" বা "Honda মোটরসাইকেল" বলে ডাকে। তবে বিভিন্ন ব্র্যান্ড এবং মোটরসাইকেলের ধরন রয়েছে। প্রকৃতপক্ষে, হোন্ডা অনেক ব্র্যান্ডের মোটরসাইকেলের মধ্যে একটি মাত্র।

মোটরসাইকেল সব আকার এবং আকৃতি আসে. এখানে স্পোর্ট বাইক, ক্রুজার বাইক, ট্যুরিং বাইক এবং স্কুটার রয়েছে। এছাড়াও রয়েছে ডার্ট বাইক এবং ডুয়াল-স্পোর্ট বাইক। প্রতিটি ধরণের বাইকের নিজস্ব অনন্য উদ্দেশ্য এবং সুবিধা রয়েছে।

তাই পরের বার যখন আপনি মোটরসাইকেলে কাউকে দেখবেন, তখন ধরে নেবেন না যে এটি হোন্ডা।

এরকম যে শুধু মোটরসাইকেলের ক্ষেত্রে তা নয় আরো অনেক ক্ষেত্রেই মানুষ ভুল করে বুঝে থাকেন যে এটি মূলত মূলশব্দ আসলে এগুলো ব্যান্ড।

  • প্রায় সব ব্রান্ড এর লুব্রিক্যান্ট অয়েল আছে কিন্তু এখনো অনেকে মবিল বলে কিন্তু মবিল আসলে লুব্রিক্যান্ট অয়েল এর একটা ব্রান্ড।
  • গুড়া সাবান কে হুইল বলা হয়, অথচ হুইল ছাড়াও
  • ডজনখানেক আলাদা আলাদা ডিটারজেন্ট ব্রান্ড আছে
  • টয়লেট ক্লিনার মানেই যেন হারপিক, অথচ হারপিক শুধু একটা ব্রান্ড
  • বিকাশ মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে
  • ফ্লেক্সিলোড মোবাইল রিচার্জ এর ক্ষেত্রে
  • উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর ক্ষেত্রে

এরকম কিছু ব্রান্ড মানুষের মনে এমন করে জায়গা দখল করে নিয়েছে যে তার প্রসার টা মানুষের সাধারন কথা বার্তা এর মধ্যেও চলে আসছে। এটাই মার্কেটিং এর সৌন্দর্য্য।

আরো পড়তে পরেন

নতুন কেনা বাইকের সমস্যা সমাধানের কিছু উপায়

নতুন বাইক কেনার পরে যে কয়েকটি সমস্যা দেখা দিবেই