রাইডিং এর সাথে মিউসিক শোনা

অক্টোবর 01, 2019

রাইডিং এর সাথে মিউসিক শোনা

অনেক রাইডার আছেন যারা গান শুনতে শুনতে বাইক চালাতে পছন্দ করেন। আমার এক বন্ধু আছে সে মিউসিক ছাড়া বাইক চালাতেই পারে না। হয়ত সে মনোযোগ দিয়ে গানের কথা গুলা শুনছে না কিন্তু গান ছাড়া রাইড করেও মজা পাচ্ছে না।

তবে, গান শোনার সময় মোটরসাইকেল চালানো কি নিরাপদ? না নিরাপদ না। দুকানে হেডফোন লাগিয়ে বাইক চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। তবে আপনি এক কানে এয়ার ফোন ব্যাবহার করতে পারেন। তবে তা গান শোনার জন্য ব্যাবহার না করাই উত্তম।

কর্মক্ষেত্রে কোনও কাজ সম্পাদন করা অবস্থায় সংগীত শুনতে আপনার মনোনিবেশ করা বা পরীক্ষার জন্য অধ্যয়নের সময় গান শোনা পড়াশোনাকে বাধাগ্রস্ত করে কিনা তা নিয়ে প্রচুর অধ্যয়ন হয়েছে। সংগীত শোনার সময় নিরাপদে গাড়ি চালানোর দক্ষতা নিয়ে কিছু গবেষণা হয়েছে। চলুন এই সম্পর্কে সামান্য আলোচনা করা যাক…

# খুব জোরে এবং আগ্রাসী

বেশ কয়েকটি গবেষণা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে যখন আপনি অত্যন্ত জোরে সংগীত শুনেন (95 ডেসিবেলের উপরে) আপনার প্রতিক্রিয়া খুব ধীর হয় ও হঠাৎ করে সিধান্ত নিতে পারেন না। এছাড়াও ভারী বা আক্রমণাত্মক সংগীত আপনাকে উত্তেজিত করে। মোটরসাইকেলের উত্তেজনা একটি বড় সমস্যা হতে পারে বিশেষত আপনি যদি বেস্ত মোড় বা অনেক বিজি রাস্তায় চলাচল করেন।

# পছন্দের গান

বাইক চালানোর সময় যদি আপনি আপনার পছন্দের গান শুনেন তবে আর বিপদ হতে পারে। দেখা যাবে আপনি ভুল ভাল টার্ন নিয়ে ফেলছেন, সিগনাল দিতে ভুলে যাচ্ছেন বা হঠাৎ অনেক স্পীডে বাইক চালাচ্ছেন ইত্যাদি। আবার গানের সুর শুনতে গিয়ে আপনি পাশের যানবাহনের হর্ন শুনতে পাবেন না, ফলে ঘটতে পারে মারাত্তক দুর্ঘটনা।

# স্লো অথবা ফাস্ট মিউসিক

আপনি যে গানটি শুনছেন তা যদি দ্রুত গতির হয়ে থাকে তবে আপনার মস্তিষ্ক কোনও কারণে সেই গানের সাথে মিল রাখতে চায়। ফলে আপনি উচ্চ গতিতে বাইক চালাতে চাইবেন। আবার আপনি যদি স্লো মিউসিক শুনেন তবে আবার আপনি আস্তে বাইক চালাতে চাইবেন। এই দুটোই বিপদ ডেকে আনতে পারে। আপনি যে রাস্তায় বাইক চালাচ্ছেন তার সাথে মিল রেখে বাইক চালাতে হবে।

# হাইওয়েতে সংগীত শুনতে এড়িয়ে চলুন

হাইওয়েতে রাইডের সময় সংগীত শোনা থেকে এড়িয়ে চলুন। হাইওয়েতে অনেক বড় বড় যানবাহন থাকে সেই সাথে থাকে প্রচুর শব্দ। আপনি যদি অন্য যানবাহনের সিগন্যাল শুনতে না পান বা আপনার ফেবারেট কিউসিকে বেশি মনোযোগ দিয়ে ফেলেন হতে পারে এটাই আপনার জিবনের শেষ রাইড।

হাইওয়েতে খুইব বিপদ জনক যায়গা যদি আপনি ভালো রাইডার না হন কিন্তু আপনি যদি ভালো রাইডার হন তবে হাইওয়েতে আপনি সবচেয়ে বেশি উপভোগ করবেন।

বাইক চালানোর সময় মিউসিক শোনা কোন অবস্থাতেই নিরাপদ না। তবে আপনি যদি এই ফিল টা নিতেই চান যে বাইক চালাবেন আর আপনার পছন্দের মিউসিক শুনবেন তাহলে আপনি বাইকের আলাদা স্পীকার সেট করে নিতে পারেন। এতে আপনার মিউসিক শোনাও হল আবার আপনি বিপদ থেকে মুক্ত থাকতে পারলেন।